Tag Archives: University of Gour Banga

New VC: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ

মালদহ: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।‌ এদিন উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়।‌ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এতদিন অধ্যাপনা করছিলেন।‌ উল্লেখ্য, রাজভবনের সঙ্গে নবান্নের জটিলতার কারণে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া আটকে ছিল। সেই জট কাটতেই নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।

এদিকে দায়িত্বভার গ্রহণ করেই মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উন্নয়নের বিষয়ে জোর দেওয়ার পক্ষে সাওয়াল করেন পবিত্রবাবু। বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা সহ অডিটোরিয়াম ও পড়াশোনা বিষয়ে সার্বিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্তা, আধিকারিকদের একত্রিত করে কাজ করার আহ্বান জানান তিনি।

আর‌ও পড়ুন: বড়সড় অগ্নিকাণ্ড আসানসোলে, কাঠগোড়ায় উঠল ‘গরম’

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এতদিন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রজত কিশোর দে। আদালতের নির্দেশে নতুন উপাচার্য পদে বসলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিন নতুন উপাচার্যকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিদায়ী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক রজত কিশোর দে’ও।

২০০৮ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে। ছাত্র-ছাত্রীদের হোস্টেল ভবন তৈরি হলেও এখনও তা চালু হয়নি। এছাড়াও নানান সমস্যায় জর্জরিত মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।‌ আগামীতে এই সমস্ত সমস্যাগুলির সমাধান করার আশ্বাস দেন নবনিযুক্ত উপাচার্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দশম উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন পবিত্র চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার সমাধানের চেষ্টা করবেন।

হরষিত সিংহ

University of Gour Banga: রাজ্য- রাজ্যপাল সংঘাতে নতুন মোড়! গৌড়বঙ্গের উপাচার্যের দফতর সিল করার নির্দেশ রাজ্যপালের

মালদহ: রাজ্য-রাজ্যপাল সংঘাতে এবার নতুন মোড়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেম্বার ‘সিল’ করে দেওয়ার নির্দেশ রাজভবনের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশ্বজিৎ দাসকে চিঠি দিয়ে নির্দেশ দিল রাজভবন।

শুধু তাই নয়, উপাচার্যের চেম্বার তথা অফিস সিল করার ক্ষেত্রে কোনওরকম বাধার সম্মুখীন হলে রেজিস্টার যেন পুলিশি সাহায্য নেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে আচার্য তথা রাজ্যপালের তরফে। শুক্রবার সন্ধ্যায় এই নির্দেশিকা এসে পৌঁছোয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন: রোজ সকালে এক ভুল! কিছুতেই কমছে না মেদ! মেনে চলুন এই নিয়ম, উপকার পাবেন নিশ্চিত

রাজ্যপালের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিনই প্রতিবাদ আন্দোলন করে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। এরই মধ্যে রাজ্যপাল তথা আচার্যের দফতর থেকে নতুন নির্দেশিকা এসে পৌঁছনোয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কার্যত হইচই পড়ে গিয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস সংবাদ মাধ্যমে জানিয়েছেন, রেজিস্টার এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না।

তিনি সম্পূর্ণ ঘটনা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটি এবং উচ্চশিক্ষা দপ্তরে জানিয়েছেন। এমন ঘটনায় তিনি হতবাক। এইরকম পরিস্থিতি অনভিপ্রেত বলেও মন্তব্য করেছেন রেজিস্টার। আগামী শনি ও রবিবার বিশ্ববিদ্যালয় ছুটি। সোমবার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান রেজিস্টার।

উল্লেখ্য, গত ৩০ মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েবকুপার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তাকে ঘিরেই বিবাদের সূত্রপাত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যে সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েবকুপার রাজ্য সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই মঞ্চে হাজির ছিলেন মালদহের দু’টি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা।

এছাড়াও একাধিক তৃণমূল জনপ্রতিনিধি ও নেতৃত্ব।  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলনের অনুমতি দেওয়ার অভিযোগ ওঠে উপাচার্যের বিরুদ্ধে। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস। কমিশন শোকজ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এর পরপরই উপাচার্যের পদ থেকে রজত কিশোর দে-কে অপসারণের নির্দেশ দেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয় আচার্য। কিন্তু এর কয়েকঘন্টার মধ্যেই রজত কিশোর দে-কেই ফের গৌড়বঙ্গের উপাচার্য পদে বহাল করে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। নিজের পদে থেকে কাজ শুরু করেন উপাচার্যও। এবার উপাচার্যের অফিস বন্ধ করে দেওয়ার রাজ্যপাল তথা আচার্যের নির্দেশিকা এই সংঘাতে নতুন মাত্রা যোগ করল।