Tag Archives: Vice Chancellor

Supreme Court On VC Recruitment: ২১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে রাজ্যপালকে, ‘সময়সীমা’ নির্দিষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যপালকে ২১ টি বিশবিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যেই তাঁর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে। দ্রুত ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালকে পুরোনো নির্দেশ মেনেই।এমনটাই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

রাজ্যের সুপারিশ দেওয়া নাম থেকেই রাজ্যকে উপাচার্য নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপালকে। দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। উপাচার্য নিয়োগ মামলা শীর্ষ আদালত আবার শুনবে আগামী শুক্রবার। শুক্রবার রাজ্যপালকে ২১ টি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য নিয়োগ করার ব্যাপারে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে।

প্রসঙ্গত এরইমধ্যে রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

রাজভবন সূত্রে খবর, ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক কল্লোল মজুমদার। হুগলির তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আশুতোষ ঘোষকে। অর্থাৎ, দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন একজন-ই ৷

New VC: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ

মালদহ: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।‌ এদিন উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়।‌ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এতদিন অধ্যাপনা করছিলেন।‌ উল্লেখ্য, রাজভবনের সঙ্গে নবান্নের জটিলতার কারণে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া আটকে ছিল। সেই জট কাটতেই নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।

এদিকে দায়িত্বভার গ্রহণ করেই মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উন্নয়নের বিষয়ে জোর দেওয়ার পক্ষে সাওয়াল করেন পবিত্রবাবু। বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা সহ অডিটোরিয়াম ও পড়াশোনা বিষয়ে সার্বিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্তা, আধিকারিকদের একত্রিত করে কাজ করার আহ্বান জানান তিনি।

আর‌ও পড়ুন: বড়সড় অগ্নিকাণ্ড আসানসোলে, কাঠগোড়ায় উঠল ‘গরম’

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এতদিন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রজত কিশোর দে। আদালতের নির্দেশে নতুন উপাচার্য পদে বসলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিন নতুন উপাচার্যকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিদায়ী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক রজত কিশোর দে’ও।

২০০৮ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে। ছাত্র-ছাত্রীদের হোস্টেল ভবন তৈরি হলেও এখনও তা চালু হয়নি। এছাড়াও নানান সমস্যায় জর্জরিত মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।‌ আগামীতে এই সমস্ত সমস্যাগুলির সমাধান করার আশ্বাস দেন নবনিযুক্ত উপাচার্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দশম উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন পবিত্র চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার সমাধানের চেষ্টা করবেন।

হরষিত সিংহ

VC Recruitment Update: উপাচার্য নিয়োগ নিয়ে আজই বড় সিদ্ধান্ত? আজ অস্থায়ী উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠক

কলকাতা: উপাচার্য নিয়োগের সমস্যা সমাধানে আজ অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠক। কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে হবে এই বিশেষ বৈঠক।বৈঠক করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যদের বৈঠকে আসতে নির্দেশ দেওয়া হয়। একই নির্দেশ রাজভবনের। বিকেল ৫টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে হবে এই বৈঠক।

উপাচার্য নিয়োগ সমস্যার সমাধানে গত দুদিন রাজ্যপাল – শিক্ষামন্ত্রী বৈঠক হয়েছে রাজভবনে।সেই বৈঠকের নির্যাস তুলে ধরা হবে অস্থায়ী উপাচার্যদের সামনে। এমনটাই সূত্রের খবর। বৈঠকে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের পাশাপশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও থাকবেন। সূত্রের খবর বৈঠক শেষে যাবেন শিক্ষামন্ত্রীও।