Tag Archives: UttarPradesh

Street Dogs: সাংঘাতিক ত্রাস, বেরোলেই কী হয়, কী হয়! ত্রস্ত হয়ে রাস্তায় বেরোতেই ভয় এলাকাবাসীর

লখনউ: কুকুর ভালবাসে কমবেশি অনেকেই। আবার ভয়ও পায় অনেকেই। কিন্তু, পথকুকুরদের হামলায় ত্রস্ত উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দারা। মাত্র ১ ঘণ্টার মধ্যে একের পর এক প্রায় ১৭ জনের উপর হামলা চালায় গোরক্ষপুরের শাহপুর অঞ্চলের পথকুকুরদের দল। এই ঘটনায় রীতিমত বাড়ি থেকে বেরনোই দুষ্কর হয়ে পড়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, ওই এলাকারই বাসিন্দা আশিস যাদব নামে এক পড়ুয়া ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই এক পথকুকুর তাঁর দিকে তেড়ে আসে। ভয় পেয়ে কুকুরটিকে লাথি মেরে সরাতে যান আশিস। কিন্তু কুকুরটি তখন তাঁর পায়ে কামড়ে দেয়। মাটিতে পড়ে গেলে তাঁর মুখেও কুকুর কামড়ে দেয় বলে অভিযোগ জানান তাঁর পরিবারের লোকজন।

আরও পড়ুন: ‘এর থেকে জেল ভাল…’ স্ত্রীর সঙ্গে থাকতে না চেয়ে বড় সিদ্ধান্ত স্বামীর
কুকুরদের হামলা থেকে রেহাই পায় নি শিশু এবং মহিলাও। আশিসকে কামড়ানোর কিছুক্ষণের মধ্যেই এক মহিলার পায়ের গোড়ালি এবং পায়ের বিভিন্ন অংশে কুকুর কামড়ে দেয় অভিযোগ। তাঁর বেশ কয়েকটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় কিছু শিশু খেলা করছিল। তাঁদের উপরেও হামলা চালায় কুকুরের দল। এতে বেশ কয়েকটি শিশু আঘাতপ্রাপ্ত হয়েছে বলে খবর।
স্থানীয়দের অভিযোগ, পুরসভা সঠিক সময় কুকুরদের নির্বীজকরণ এবং ভ্যাক্সিন প্রদান না করার ফলেই এলাকায় কুকুরদের এই বাড়বাড়ন্ত। কুকুরদের এই হামলার পরে তৎপর হয়েছে ওই এলাকার প্রশাসন। কুকুরদের নির্বীজকরণের জন্য তুলে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। তবে আপাতত এই পথকুকুরদের অত্যাচারে দুয়ার এঁটেই বসে আছেন ত্রস্ত শাহপুরবাসী।

Crocodile in Street: প্রকাশ্য দিবালোকে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আস্ত কুমির! তারপরই… হাড়হিম করা ভিডিও ভাইরাল

লখনউ: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাবধান! আপনার সামনে কিন্তু চলে আসতে পারে প্রকাণ্ড এক কুমির! কি? অবাক হচ্ছেন? এমনই এক হাড়হিম করা দৃশ্যের সাক্ষী রইল উত্তরপ্রদেশের বীজনুর জেলার নাঙ্গেল সতি গ্রামে। এই দৃশ্য দেখা মাত্রই স্থানীয়রা তা দেখার জন্য ভিড় জমান। একটা সময় প্রায় গোটা গ্রাম ভেঙে পড়ে এই অবাক করা দৃশ্য দেখতে।
এই কুমিরটিকে স্থানীয়রা প্রথম দেখতে পান গত ৮ই অগাস্ট সকালে। এই অতিকায় প্রাণীর দেখা পাওয়া মাত্রই খবর যায় বন দফতরের কাছে।

কিন্তু, বাসিন্দাদের অভিযোগ সঙ্গে সঙ্গে খবর পাঠানোর পরেও বন আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান দুই ঘণ্টা বাদে। ততক্ষণে কুমিরটি সারা গ্রামেই অবাধে ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে।
এর মধ্যেই এক ব্যক্তি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এবং তা মুহূর্তেই ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার এক্সে এই ভিডিও ভাইরাল হয়েছে।

এই ভিডিওতে দেখা যায়, কুমিরটি বিনা বাধায় গোটা গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই ওই কুমিরকে দেখে ভয় পালিয়ে যাচ্ছে। একটি কুকুর ওই প্রাণীটির দিকে সোজা এগিয়ে যায়। আবার এক ব্যক্তিকে দেখা যায় ওই কুমিরটিকে লাথি মারতে। কুমিরটিকে লাথি মেরে ওই ব্যক্তিকে উস্কানি দিতেও দেখা যায়। অনেককে আবার এই ঘটনার ভিডিও করতেও দেখা যায়।

আরও পড়ুন:  ‘বাথরুম পরিষ্কার কর’, ৬ বছরের দলিত শিশুকে ক্লাসে তালা দিয়ে চম্পট স্কুল শিক্ষিকা
সৌভাগ্যবশত, কিছুক্ষণ পরে বন দফতরের আধিকারিকরা ওই কুমিরটিকে পাকড়াও করে নিয়ে গেছে। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ায়। মন্তব্যের বন্যা বয়ে যায়।

সামাজিক মাধ্যম এক্সে একের পর এক মন্তব্যের ঝড় ওঠে। এক নেটাগরিক মন্তব্য করেন, “মানুষই আসল বন্য পশু, যারা এই কুমিরটিকে অযথা আঘাত করছে। এঁদের আইনের আওতায় আনা উচিত।” আর একজন লেখেন, “যিনি ওই কুমিরটিকে লাথি মারলেন তিনি যেন একদিন ওই কুমিরটির পেটে যান।”

Agra Couple: শাড়ি কিনে দেননি স্বামী, থানায় ছুটলেন গৃহবধূ

আগ্রা: স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই মতানৈক্য দেখা যায়। তা মাঝে মাঝে বিচ্ছেদ পর্যন্তও গড়ায়। কিন্তু, শুধু শাড়ি না কিনে দেওয়ার জন্য পুলিশ স্টেশনে হাজির হন গৃহবধূ। এই ঘটনায় হতবাক সকলেই। ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অদ্ভুত অভিযোগটি নথিবদ্ধ না করে তা ফ্যামিলি কাউন্সিলর সেন্টারের কাছে। মূল ঘটনাটি হল , এই দম্পতির বিয়ে হয় ২০২২ সালে। বিয়ের পর থেকেই একের পর এক নানান ছোট ছোট বিষয়ে ঝগড়া লাগত। কিছুদিন পরেই শাড়ি কেনা নিয়ে দুজনের মধ্যে আবারও বাকবিতণ্ডা লাগে।ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে ওই মহিলা অভিযোগ জানান, তাঁদের বিয়ে হয় ২০২২ সালে। এরপর থেকেই তাঁর স্বামী তাঁর উপর শারীরিক অত্যাচার করত বলে অভিযোগ। এবং তাঁকে একটি শাড়ি পর্যন্ত কিনে দিতেও অক্ষম বলেও অভিযোগ করেন ওই মহিলা। অন্যদিকে, তাঁর স্বামী অভিযোগ করেন, তাঁর স্ত্রী গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলেন।

আরও পড়ুন: পড়ুয়া মৃত্যুর জের, বুলডোজার নিয়ে নামল দিল্লি পুরসভা

এই বিষয় নিয়ে এরপরে ফ্যামিলি কাউন্সিলরের কাছে তাঁদের নিয়ে যাওয়া হয়। ফ্যামিলি কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়ার পর ফল মেলে। একাধিকবার ওই দম্পতির সঙ্গে কথা বলার পর ওই মহিলাকে স্বামী তাঁর বাড়িতে নিয়ে যায়।
এই বিষয়ে নিয়ে কথা বলতে গিয়ে ফ্যামিলি কাউন্সিলরের ডাক্তার সতীশ সিকারওয়ার বলেন, তাঁদের কাছে প্রতিদিনই নানান অভাব অভিযোগ নিয়ে অনেক দম্পতি আসেন। এই সেন্টারের তরফ থেকে তাঁদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানান সতীশ।
এক্ষেত্রে অভিযোগটি অদ্ভুত হলেও কথা বলে তা মিটিয়ে দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন ডাক্তার সতীশ।

Man assaults woman for declining marriage: বিয়েতে রাজি হয়নি নাবালিকা, ধর্ষণ করে গরম লোহার রড দিয়ে নিজের নাম লিখল তরুণ

বিয়েতে রাজি হয়নি ১৭ বছর বয়সি নাবালিকা। তিন দিন ধরে পাশবিক নির্যাতনের পরে গরম লোহার রড দিয়ে মেয়েটির গায়ে নিজের নাম খোদাই করে দিল ২২ বছরের তরুণ। ঘটনাটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরির।

আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

অভিযোগ পাওয়ার পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রফতার করেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক গরম লোহার রড দিয়ে মেয়েটির মুখে নিজের নাম খোদাই করে দেয়। নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত যুবক, কিন্তু বিয়েতে রাজি হয়নি ১৭ বছর বয়সি নাবালিকা। মেয়েটিকে শিক্ষা দিতে তাকে আটক করে তিন দিন ধরে ধর্ষণ করে অভিযুক্ত যুবক, শুধু সেখানেই শেষ নয়, মেয়েটির মুখে নিজের নামও খোদাই করে দেয় সেই যুবক।

আরও খবর: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পকসো আইনের পাশাপাশি ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং ৩২৪ (অস্ত্র দিয়ে আঘাত) ধারায় মামলা রুজু করেছে। আইনানুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে।

Viral Video: ভোটমুখী উত্তরপ্রদেশে মঞ্চে উঠে বিজেপি বিধায়ককে চড়! দেখুন ভাইরাল ভিডিও

#লখনউ: ছয় দফায় নির্বাচন হবে উত্তরপ্রদেশে। শনিবারই সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন প্রধান নির্বাচনী অধিকারিক সুশীল চন্দ্র। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, তার পর ১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারিতে হবে পরের চার দফা। শেষ দু’দফার নির্বাচন হবে ৩ ও ৭ মার্চ। এমন ভোটমুখী রাজ্যে মূর্তি উদ্বোধনের জন্য মঞ্চে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তা। সামনে বসে রয়েছেন অসংখ্য কর্মী-সমর্থক। সেখানেই মঞ্চে উঠে বিধায়ককে সপাটে চড় মারার ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video)।

ভাইরাল ভিডিওটিতে (Viral Video) দেখা গিয়েছে, মঞ্চে বসে থাকা বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তার সামনে আচমকাই এক বৃদ্ধ এলেন। তিনি একজন প্রবীণ কৃষক নেতা, নাম ছত্রপাল। বিধায়ক ভেবেছিলেন তাঁকে কিছু বলার জন্য বৃদ্ধ মঞ্চে এসেছেন। কিন্তু বিধায়ক উঠে দাঁড়াতেই বৃদ্ধ সপাটে একটা চড় মারেন তাঁর গালে। ভিড়ে ঠাসা সভায় আচমকা এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে যান বিধায়ক। অস্বস্তিতে পড়েন আয়োজকরাও। সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ঘোষিত হল উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট, দেখে নিন বিস্তারিত

ভিডিওটি (Viral Video) মঞ্চে বসে থাকা বিধায়কের পিছন থেকে তোলা হয়েছে। ২১ সেকেন্ডের সেই চড়ের ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও নিয়ে নতুন করে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। জানা গিয়েছে ঘটনাটি দিন তিনেক আগের। উন্নাওয়ের বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্ত তাঁর বিধানসভা কেন্দ্রে একটি মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই এমন কাণ্ড ঘটে। জানা গিয়েছে ওই বৃদ্ধ এক জন কৃষক। কিন্তু কেন তিনি এ কাজ করলেন সেই রহস্যের সমাধান এখনও হয়নি।

আরও পড়ুন: পাঁচ রাজ্যে নির্বাচন ঘোষণার পরেই শুরু বিতর্ক, করোনা নিয়ে আশঙ্কা

পরে অবশ্য ওই বৃদ্ধকেই পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্তা। বিধায়কের দাবি, ‘বিরোধীরা প্রমাণ করতে চাইছে যে কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। ওই বৃদ্ধ আমার বাবার মতো। এর আগেও এ ভাবে আমার গাল চাপড়ে দিয়েছেন স্নেহের বশে।’ বৃদ্ধের বক্তব্য, ‘আমি বিধায়ককে মারিনি। কাছে গিয়ে কিছু কথা বলেছিলাম।’