Tag Archives: vinesh phogat

Vinesh Phogat: শেষ আশাটাও শেষ! অলিম্পিক্সে ভিনেশ ফোগাতকে রুপো দেওয়া যাবে না, জানিয়ে দিল সিএএস

প্যারিস: ফাইনালে না নামতে পারায় সোনার স্বপ্নভঙ্গ তো হয়েইছিল৷ তা-ও কোথাও মনের কোনও এক কোণে যেন লেগে ছিল রুপোর মেডেলের আশা৷ সেই আশাও শেষ হল শেষমেশ৷ গত কয়েকদিনের একটানা টানাপড়েনের পরে সিএএস অর্থাৎ, আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়ে দিল, ৫০ কেজির ফ্রি স্টাইল কুস্তি প্রতিযোগিতায় যৌথ দ্বিতীয় স্থানাধিকারী হিসাবে রুপোর মেডেল দেওয়া যাবে না ভিনেশ ফোগাতকে৷ কুস্তিবীরের দাবি খারিজ করা হচ্ছে।

বুধবার  CAS  এর তরফে সিদ্ধান্ত স্বরূপ জানানো হয়, ‘‘গত ৭ অগাস্ট ২০২৪ তারিখে ভিনেশ ফোগাত যে আবেদন জানিয়েছিলেন, তা খারিজ করা হল৷’’

বিশ্বের এক নম্বরকে হারিয়ে অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ফোগাত৷ কিন্তু, ফাইনালে নামার দিনই হয় স্বপ্নভঙ্গ৷ মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজন থাকার জন্য প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হয় ফোগাতকে৷ সোনা জয়ের সম্ভাবনা থাকলেও তাঁকে ফাইনালে নামার সুযোগই দেওয়া হয়নি৷ উপরন্তু, কোনও রকম rank ছাড়াই তাঁকে শেষ করতে হয় প্যারিস অলিম্পিক্সের ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির প্রতিযোগিতা৷

এরপরেই CAS এর কাছে কিউবার কুস্তিবীর তথা প্যারিস অলিম্পিক্সে সংশ্লিষ্ট বিভাগে রুপোজয়ী ইউসনেলিস গুজম্যান লোপেজের সঙ্গে যৌথ রুপোর দাবি জানান ভিনেশ৷ একটি সরকারি বিবৃতিতে, দ্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) জানিয়েছিল যে, তারা এমন মুহূর্তে ভিনেশের পাশেই রয়েছে৷ ভিনেশের দাবির যাতে যথাযথ শুনানি হয়, সেই বিষয়টিও তারা নিশ্চিত করবে বলে জানায়৷

কিন্তু, শুনানি শেষেও সিদ্ধান্ত ঘোষণা বার বার পিছিয়ে দিচ্ছিল সিএএস৷ অবশেষে বুধবার হল ঘোষণা৷  Court of Arbitration for Sport (CAS) এর এদিনের সিদ্ধান্তের পরে গোটা বিষয়টি নিয়ে হতাশাপ্রকাশ করেছেন আইওএ প্রেসিডেন্ট পিটি উষা।

তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিরুদ্ধে ভিনেশের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের বিচারক। এই সিদ্ধান্তে আমি অত্যন্ত হতাশ। বুধবার এই সিদ্ধান্ত জানা গিয়েছে। মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে ভিনেশের যুগ্ম রুপোর পদকের আবেদন খারিজ করা হয়েছে। ক্রীড়া জগতের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।’’

Vinesh Phogat: রুপোর মেডেল কি পাবেন ভিনেশ, কোর্ট অফ আর্বিট্রেশন কী জানাল

সুইৎজারল্যান্ড: কোর্ট অফ আর্বিট্রেশনের অ্যাডহক ডিভিসন নেভিগেশন বিভাগ ভিনেশের আপিলের শুনানি শেষ করতে পারেনি। এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। প্যারিস অলিম্পিক্সে ফাইনালের আগেই অযোগ্য হতে হয়েছিল ভিনেশ ফোগাটকে। এরপরে ভিনেশ রুপোর পদকের জন্য আরবিট্রেশন কোর্টে আবেদন করেছিলেন। প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে ১৩ অগাস্ট রায়দানের কথা ছিল৷ কিন্তু ফের একবার পিছিয়ে গেল রায়দানের তারিখ৷  এখন এই সিদ্ধান্ত হওয়ার কথা ১৬ অগাস্ট৷

কোর্ট অফ আর্বিটেশন (সিএএস) আরবিট্রেশন (সিএএস) আজ ১৬ আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত করে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “অলিম্পিক গেমসের নিয়মের ১৮ অনুচ্ছেদের অধীনে, কোর্ট অফ আরবিট্রেশন ডিভিশনের চেয়ারম্যান প্যানেলের সিদ্ধান্ত দেওয়ার জন্য ১৬ অগাস্ট সময়সীমা নির্ধারণ করেছেন।

ফাইনালের আগে, ভারতের ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিকে 50 কেজি কুস্তি বিভাগে ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ম্যাচের আগে যখন তার ওজন করা হয়, তখন তা ১০০ গ্রাম বেশি হয়ে যায়। এরপর তাকে অযোগ্য ঘোষণা করা হয়।সেই কুস্তিগীর যাকে ভিনেশ সেমিফাইনালে পরাজিত করেছিলেন। তাকে ফাইনালে জায়গা দেওয়া হয়। তবে ফাইনালে হেরে যান তিনি। স্বর্ণপদক জিতেছিল আমেরিকা। অযোগ্য ঘোষণার পর, ভিনেশ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ আবেদন করেছিলেন।

তৃতীয়বার ধাক্কা  ভিনেশের
ভিনেশ শুধু প্যারিস অলিম্পিকেই নয়। আসলে এর আগেও দুবার ধাক্কা খেয়েছে। ২০১৬ রিও গেমসে ভিনেশের অলিম্পিকে অভিষেক হয়েছিল।২০১৬ রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে হাঁটুতে চোটের কারণে তার পদকের আশা ভেস্তে যায়। এর পরে, তিনি ২০২০ সালে টোকিও অলিম্পিকের ৫৩ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন এবং এখন ২০২৪ সালে তিনি অতিরিক্ত ওজনের কারণে বাইরে রয়েছেন।

কেন ওজন বেড়েছিল? জানালেন ভিনেশ ফোগট, আজ রাতে রুপো জয়ের সম্ভাবনা!

কলকাতা: গোটা ভারত বর্তমানে কুস্তিগীর ভিনেশ ফোগটকে রুপোর পদক দেওয়ার পক্ষে কথা বলছে। ফোগট এখন কোর্ট অফ আরবিট্রেশনের (সিএএস) সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।

মহিলাদের ফ্রি-স্টাইল ৫০ কেজি কুস্তি ম্যাচের ফাইনালের আগে ফোগট ওজন বৃদ্ধির কারণে অযোগ্য হয়েছিলেন। ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি ছিল। সিএএস-এ এই মামলার শুনানি শেষ হয়েছে। আজ সিদ্ধান্ত জানানো হবে।

ভিনেশ সিএসএ-র সামনে তাঁর মতামত ব্যক্ত করেছেন। হরিশ সালভে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) এবং ভিনেশ ফোগাটের পক্ষে আদালতে মামলাটি তোলেন।

আরও পড়ুন- হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিরাট দাবি নাতাশার, ডিভোর্স-এর ‘আসল কারণ’ সামনে

ভিনেশের আইনজীবী দাবি করেন, ফোগটের কুস্তি প্রতিযোগিতার স্থান চ্যাম্প ডি মার্স এরিনা এবং গেমস ভিলেজের মধ্যে দূরত্বকে নির্ধারিত ওজনের কোটা পূরণ করতে ব্যর্থ হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ।

ভারতীয় কুস্তিগীরের আইনজীবী বলেছেন, এতটা দূরত্ব ও ব্যস্ত সময়সূচী তাঁকে ওজন কমাতে যথেষ্ট সময় দেয়নি।

আইনজীবী আরও যুক্তি দিয়েছেন, ভিনেশ কোনও প্রতিযোগিতামূলক সুবিধা পাননি। কারণ পরের দিন সকালে তার অতিরিক্ত ১০০ গ্রাম ওজন ছিল, যা তাঁকে কোনওরকম প্রতিযোগিতামূলক সুবিধা দেয়নি।

আরও বলা হয়েছে, ‘১০০ গ্রামের অতিরিক্ত ওজন নগণ্য। এটি অ্যাথলিটের ওজনের প্রায় ০.১ থেকে ০.২ শতাংশ। গ্রীষ্মের মরসুমে এমনটা সহজেই হতে পারে।এমনটা পেশী বৃদ্ধির কারণেও হতে পারে। কারণ ক্রীড়াবিদ একই দিনে তিনবার প্রতিযোগিতায় নেমেছিলেন।

আরও পড়ুন- তারিখের ফেরেই সব, তারিখ মিলেই বিয়ের দিন, ভারতীয় ক্রিকেটারের মিষ্টি হবু বউ

আইনজীবী জালিয়াতি বা কারসাজির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। বাড়তি ওজন বাড়ার পেছনে অতিরিক্ত খাবার খাওয়ার যুক্তিও নাকচ করেছেন। তিনি বলেছেন, ফোগট সেদিন একেবারেই অতিরিক্ত খাবার খাননি।

Sourav Ganguly: এবার ভিনেশ প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, পাশে দাঁড়িয়ে করলেন বড় মন্তব্য

অলিম্পিক্স শেষ হলেও ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগেটের পদক ভাগ্য নির্ধারিত হয়নি। ভিনেশ আদৌ পদক পাবেন কিনা তা মঙ্গলবার জানাবে ক্রীড়া আদালত। ভিনেশের পদক পক্ষে আওয়াজ তুলেছেনম একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। এবার ভারতীয় তারকা কুস্তিগীরের হয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভিনেশ ফোগটের পদক পাওয়া উচিত বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার শহরের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সেখানে ভিনেশ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”কুস্তির নিয়মকানুন সম্পর্কে আমার সেভাবে জানা নেই। কিন্তু ভিনেশ তো নিয়ম মেনেই ফাইনালে উঠেছে। তাহলে পদক দেওয়া হবে না কেন?”

এর আগে ভিনেশ ফোগটের হয়ে সরব হয়েছিলেন আরেক কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সচিম তেন্ডুলকর। তিনি বলেছিলেন,”সঠিক নিয়ম মেনেই ভিনেশ ফোগট ফাইনালে উঠেছিলেন। ফাইনালের আগে ওজনের বিচারে ওকে বাতিল করা হয়েছে। ফলে ভিনেশের থেকে পদক একপ্রকার চুরি করা হয়েছে। প্রতি খেলার নিয়ম রয়েছে। সময় বিশেষ তা খতিয়ে দেখা দরকার।”

আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: বাদ একাধিক মহাতারকা? কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল, জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগে দুরন্ত পারফর্ম করেন ভিনেশ ফোগট। একের পর এক বিশ্বের তারকা কুস্তিগীরদেল হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে। কিন্তু ফাইনালের আগে ভিনেশ ফোগটের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। এমনকী রুপোও দেওয়া হয়নি। এরপরই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার আদালতের রায়।

Paris Olympics 2024: ভিনেশ ফোগটের পদক নিয়ে এবার মুখ খুললেন নীরজ চোপড়া! বললেন ‘আসল সত্যি’

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। কিন্তু, তিনিও অপেক্ষা করছেন ভিনেশ ফোগটের বিচারের আশার জন্য। কিন্তু, সিদ্ধান্ত যাই হোক, দেশবাসীকে তাঁর আহ্বান ভিনেশের অবদান দেশবাসী যেন ভুলে না যান।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান অলিম্পিক্স কমিটির সম্মান অনুষ্ঠানে ইন্ডিয়া হাউজে দাঁড়িয়ে তিনি বলেন, “যদি ভিনেশ পদক পান তাহলে তো সেটা সবার জন্যেই খুশির খবর হবে। কিন্তু, যদি সব কিছু পরিকল্পনা মাফিক না হয়। যদি তিনি পদক না পান কিন্তু তিনি যেন দেশবাসীর কাছে একজন পদকজয়ীর মতই সম্মান পান। কারণ আমরা যেন ভুলে না যাই তিনি দেশের জন্য কী করেছেন।”

আরও পড়ুন: এক বাবার হার না মানা জেদ, তাঁর জন্যই ভিনেশকে চিনল দেশ, আসছে নতুন সিনেমা!
অলিম্পিক্স পদকজয়ীদের কিছুদিনের মধ্যেই যে দর্শকরা ভুলে যান, সে কথাও বলেন তিনি। তিনি বলেন, “আজকে যাকে চ্যাম্পিয়ন বলে মাথায় তোলা হয় তারপর তাঁকে ভুলে যায় মানুষ। নইলে ভিনেশ পদক পেয়েছে কিনা তা নিয়ে কোনও মাথাব্যথা থাকার প্রয়োজন নেই। কারণ তিনি পদক পেয়েছেন কি না সেটা কোনও ভাবেই কোনও পার্থক্য গড়ে দেয় না।”
সোনা জয়ের আশা নিয়ে লড়তে গিয়েও সেই লড়াই থেকে ছিটকে যান ভিনেশ। ৫০ কেজির ক্যাটাগরিতে ১০০ গ্রামের বেশি থাকার জন্য তাঁকে লড়াই থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপরেই আন্তর্জাতিক সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আরবিট্রাসেশন ফর স্পোর্টে দ্বারস্থ হন।
নীরজ চোপড়া এই প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে নেন। গত টোকিও অলিম্পিক্সেও সোনা জিতে আনেন এই তরুণ অ্যাথলিট।

আশা আছে! ভিনেশ ফোগট জিতবেন রুপো! ঘোষণা কবে, কখন? সময়টা জেনে নিন

এক ঝটকায় সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল তাঁর। সেই ধাক্কা কাটিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক্সের মাঝেই অবসর ঘোষণা করে দেন।
এক ঝটকায় সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল তাঁর। সেই ধাক্কা কাটিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক্সের মাঝেই অবসর ঘোষণা করে দেন।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। যার জেরে অলিম্পিক্সে ফাইনালে আর নামতে পারেননি তিনি। গোটা দেশের মানুষ তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছিল। তবে ভিনেশ যেন নিজেকে স্বান্তনা দিতে পারেননি।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। যার জেরে অলিম্পিক্সে ফাইনালে আর নামতে পারেননি তিনি। গোটা দেশের মানুষ তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছিল। তবে ভিনেশ যেন নিজেকে স্বান্তনা দিতে পারেননি।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যেত শনিবার রাত সাড়ে নটায়। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানান। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যেত শনিবার রাত সাড়ে নটায়। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানান। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
তবে অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার মতো কেউ কেউ মনে করছেন, আশা আছে। আদালত সময় নিয়েছে মানে এই ব্যাপারে পজিটিভ কিছু হতে পারে।
তবে অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রার মতো কেউ কেউ মনে করছেন, আশা আছে। আদালত সময় নিয়েছে মানে এই ব্যাপারে পজিটিভ কিছু হতে পারে।
ভিনেশের হয়ে সওয়াল করা বিখ্যাত আইনজীবী হরিশ সালভেও এবার পদকের আশা দেখছেন। ভিনেশের আবেদন বাতিল হবে না বলেই তাঁর বিশ্বাস।
ভিনেশের হয়ে সওয়াল করা বিখ্যাত আইনজীবী হরিশ সালভেও এবার পদকের আশা দেখছেন। ভিনেশের আবেদন বাতিল হবে না বলেই তাঁর বিশ্বাস।
১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরোতে পারে। তার আগে ভিনেশকে কিছু প্রশ্ন করেছে ক্রীড়া আদালত। সেই প্রশ্নগুলির জবাব ভিনেশকে দিতে হবে আজ, রবিবার সন্ধের মধ্যে।
১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরোতে পারে। তার আগে ভিনেশকে কিছু প্রশ্ন করেছে ক্রীড়া আদালত। সেই প্রশ্নগুলির জবাব ভিনেশকে দিতে হবে আজ, রবিবার সন্ধের মধ্যে।
জানা যাচ্ছে, ১৩ অগাস্ট ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ ভিনেশের পদক জয়ের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হতে পারে।
জানা যাচ্ছে, ১৩ অগাস্ট ভারতীয় সময় রাত সাড়ে নটা নাগাদ ভিনেশের পদক জয়ের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হতে পারে।

এক বাবার হার না মানা জেদ, তাঁর জন্যই ভিনেশকে চিনল দেশ, আসছে নতুন সিনেমা!

কলকাতা: প্যারিস ২০২৪ অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি ক্যাটাগরিতে ঐতিহাসিক জয় পেয়েছিলেন ভিনেশ ফোগট। ফলে তাঁর সোনা জয়ের আশায় বুক বেঁধেছিলেন গোটা দেশের মানুষ। কিন্তু ফাইনালে স্বপ্নভঙ্গ। ওজন বেশি থাকায় ফাইনালে নামেত পারেননি তিনি।

ভিনেশের জয়ের পরে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স (পূর্বে ট্যুইটার)-এ হ্যাশট্যাগ দঙ্গল ট্রেন্ড করছে। আসলে ২০১৬ সালে ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছিল বায়োপিক ধর্মী ছবি ‘দঙ্গল’। তাতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে।

এবার সেই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল চাইছেন নেটিজেনরা। কারণ কিউবার ইয়ুসনেলিস গুজম্যান লোপেজকে ৫-০ ব্যবধানে হারিয়ে দুর্ধর্ষ জয় পেয়েছেন ভিনেশ ফোগট।

আরও পড়ুন- রাহুল দ্রাবিড়ের নতুন চাকরি! হচ্ছেন ‘এই’ দলের কোচ, সৌরভ দিলেন খবর

এর ফলে তিনিই হয়ে উঠেছেন প্রথম ভারতীয় মহিলা, যিনি অলিম্পিকে কুস্তির ফাইনালে পৌঁছতে পেরেছেন। তবে ভিনেশের সঙ্গে সঙ্গে দেশবাসীর স্বপ্নও চুরমার হয়ে গিয়েছে।

আসলে ওজনের কারণে মহিলাদের ৫০ কেজির ক্যাটাগরি থেকে ডিসকোয়ালিফায়েড হয়ে গিয়েছেন ভিনেশ। জানা গিয়েছে যে, তাঁর ওজন ৫০ কেজির থেকে কয়েক গ্রাম বেশি হয়েছে। সেই কারণেই এমন বেদনাদায়ক পরিণতি।

তবে সেমিফাইনালে ভিনেশের দুর্ধর্ষ জয়ের পরেই তাঁর অনুপ্রেরণাদায়ক সফরের উপর একটি ছবি করার জন্য গলা ফাটাতে শুরু করেন ভক্তরা। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “দঙ্গল ২: আমি তো বসে পড়েছি এখন থেকেই। আর প্রেক্ষাগৃহের কর্মীরা ভয় পেয়ে গিয়ে আমায় বলছেন চলে যান। কারণ এই ছবিটার ঘোষণা এখনও হয়নি। কারা অভিনয় করবেন, সেটাও চূড়ান্ত হয়নি। কিন্তু তা-ও আমি এখন থেকেই বসে পড়েছি।”

আর এক ব্যবহারকারী রিও ২০১৬, টোকিও ২০২০ এবং প্যারিস ২০২৪ অলিম্পিকস-এ ভিনেশের একটি মন্তাজও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “এবার ‘দঙ্গল ২’-এর সময়।”

তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, মুখ্য ভূমিকায় ভিনেশ ফোগটকে নিয়েই ‘দঙ্গল’ বানানো উচিত আমির খানের। বলিউডের সর্বোচ্চ আয়কারী ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘দঙ্গল’।

আরও পড়ুন- বুদ্ধদেব ভট্টাচার্য দিয়েছিলেন ‘এই’ পরামর্শ, আজও মেনে চলেন সৌরভ! বড় রহস্য ফাঁস

সারা বিশ্বে মোট ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ছবিতে মহাবীর সিং ফোগটের ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। যিনি একজন কুস্তিগীর।

দুই কন্যা গীতা ফোগট এবং ববিতা কুমারী যাতে ভারতের প্রথম বিশ্বমানের মহিলা কুস্তিগীর হতে পারেন, তাঁর জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন মহাবীর সিং ফোগটই। প্রাপ্তবয়স্ক ফোগট বোনেদের চরিত্রে দেখা গিয়েছিল ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে। তাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাক্ষী তনওয়ার।

ফাইনাল পর্যন্ত ভিনেশ ফোগটের সফরটা অসাধারণের তুলনায় কিছু কম নয়। ১৬ নম্বর রাউন্ডে বিশ্বসেরা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের ইয়ুয়ি সুসাকিকে হারিয়ে জয়ের পথ প্রশস্ত করেছিলেন ভারতীয় এই তারকা কুস্তিগীর।

প্রসঙ্গত টোকিও ২০২০ অলিম্পিকসের সময় থেকেই একবারের জন্যও হারানো যায়নি এই সুসাকিকে। তবে ঐতিহাসিক ভাবে তাঁকে হারিয়ে এগিয়ে গিয়েছেন ভিনেশ ফোগট।

এর পর তিনি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছেন ইউক্রেনের ওকসানা লিভাচের। কম ব্যবধানে তাঁকে হারিয়ে জয়ের পথে এগিয়েছেন ভিনেশ।

Olympics 2024 Vinesh Phogat: ভিনেশের রুপোর পদক মামলা নিয়ে সিদ্ধান্ত হল না! কবে রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত?

সোনার আশাভঙ্গ হলেও অনেকেই স্বপ্ন দেখছিলেন রুপো নিয়ে। কোর্ট অফ আরবিট্রেশন (সিএএস) কী সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর ছিল অনেকেরই। তবে শনিবারও ঝুলে রইল ভিনেশের রুপোর পদক নিয়ে মামলা। এখনও কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কোর্ট অফ আরবিট্রেশন। এই মামলায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় চেয়েছে সিএএস। রবিবার রাত সাড়ে ন’টায় ভিনেশের সোনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সিএএস।

ভিনেশ ফোগট রুপো পাবেন? আজ কখন সিদ্ধান্ত জানা যাবে, জেনে নিন সময়টা

তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। ভাঙা মন নিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছে ভিনেশ ফোগট। তবে সবার এখন একটাই প্রশ্ন, তিনি  কি রুপোর পদক পাবেন!
তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। ভাঙা মন নিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছে ভিনেশ ফোগট। তবে সবার এখন একটাই প্রশ্ন, তিনি কি রুপোর পদক পাবেন!
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে আজই। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজই তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু তার আগে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানালেন। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে আজই। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজই তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু তার আগে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানালেন। তিনি বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগ থেকে তিনি যোগ্যতা হারিয়ে ফেলেন৷ পাশাপাশি কুস্তির তালিকায় একদম শেষে থেকে যান ভারতীয় এই কুস্তিগির৷ ফাইনালের আগে তাঁর ওজন মাত্র ১০০ গ্রাম বেশি ছিল।
মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগ থেকে তিনি যোগ্যতা হারিয়ে ফেলেন৷ পাশাপাশি কুস্তির তালিকায় একদম শেষে থেকে যান ভারতীয় এই কুস্তিগির৷ ফাইনালের আগে তাঁর ওজন মাত্র ১০০ গ্রাম বেশি ছিল।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন ভিনেশ। তা নিয়ে শুনানি হয়েছে ৩ ঘণ্টা ধরে। রতীয় অলিম্পিক্স সংস্থা আশাবাদী ভিনেশের রুপো পাওয়ার সম্ভাবনা আছে।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন ভিনেশ। তা নিয়ে শুনানি হয়েছে ৩ ঘণ্টা ধরে। রতীয় অলিম্পিক্স সংস্থা আশাবাদী ভিনেশের রুপো পাওয়ার সম্ভাবনা আছে।
ফ্রান্সের চার জন আইনজীবী ছাড়াও ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে ছিলেন সেই শুনানিতে। তাঁরা দাবি করেন, ভিনেশ বেআইনি কিছু করেননি। তাঁর ওজন বেড়েছিল শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায়।
ফ্রান্সের চার জন আইনজীবী ছাড়াও ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে ছিলেন সেই শুনানিতে। তাঁরা দাবি করেন, ভিনেশ বেআইনি কিছু করেননি। তাঁর ওজন বেড়েছিল শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায়।
বিশ্ব কুস্তি সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা শুনানিতে তাদের যুক্তি জানিয়েছে। এবার ক্রীড়া আদালতের সিদ্ধান্ত জানানোর পালা।
বিশ্ব কুস্তি সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা শুনানিতে তাদের যুক্তি জানিয়েছে। এবার ক্রীড়া আদালতের সিদ্ধান্ত জানানোর পালা।- আজ ভারতীয় সময় রাত সাড়ে নটায় জানা যাবে, ভিনেশ রুপো পাচ্ছেন কি না!

ভিনেশ ফোগট কি রুপো পাবেন? বড় কথা জানিয়ে দিল অলিম্পিক সংস্থা, আজই ঘোষণা

এমন একটা ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ১৫০ কোটি ভারতীয় তাঁর জন্য প্রার্থনা করেছেন। সেই ভিনেশ ফোগটের ভাগ্য ঝুলে রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের উপর। আজই হবে বড় ঘোষণা।
এমন একটা ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ১৫০ কোটি ভারতীয় তাঁর জন্য প্রার্থনা করেছেন। সেই ভিনেশ ফোগটের ভাগ্য ঝুলে রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তের উপর। আজই হবে বড় ঘোষণা।
এবার অলিম্পিক্সে ৫০ কেজি কুস্তি বিভাগে খেলতে নেমেছিলেন ভিনেশ। সোনা জয়ী হিসেবে ছিলেন বড় দাবিদার। তবে শেষ পর্যন্ত মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালে নামতে পারেননি তিনি। ভেঙে পড়েন ভিনেশ। এমন ঘটনার পর মন ভেঙে যায় দেশের মানুষেরও।
এবার অলিম্পিক্সে ৫০ কেজি কুস্তি বিভাগে খেলতে নেমেছিলেন ভিনেশ। সোনা জয়ী হিসেবে ছিলেন বড় দাবিদার। তবে শেষ পর্যন্ত মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালে নামতে পারেননি তিনি। ভেঙে পড়েন ভিনেশ। এমন ঘটনার পর মন ভেঙে যায় দেশের মানুষেরও।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে আজ। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজই তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু তার আগে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানালেন।
ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে আজ। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আজই তাদের সিদ্ধান্ত জানাবে। কিন্তু তার আগে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে নিজের মতামত জানালেন।
ভিনেশের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বাক। তিনি বলেছেন, নিয়ম তো নিয়মই। আন্তর্জাতিক সংস্থাকে নিয়ম মেনে চলতে হয়। ভিনেশের জন্য বিষয়টা মেনে নেওয়া সহজ নয়। ওর জন্য আমারও খারাপ লাগছে। কিন্তু নিয়ম সকলের জন্য সমান। ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
ভিনেশের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বাক। তিনি বলেছেন, নিয়ম তো নিয়মই। আন্তর্জাতিক সংস্থাকে নিয়ম মেনে চলতে হয়। ভিনেশের জন্য বিষয়টা মেনে নেওয়া সহজ নয়। ওর জন্য আমারও খারাপ লাগছে। কিন্তু নিয়ম সকলের জন্য সমান। ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।
বাক আরও বলেছেন, আমরা কতটা নিয়ম মেনে কাজটা করি তা এবার অলিম্পিক্সে সবাই দেখেছে আরও একবার। ভিনেশের ব্যাপারটা এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। আমরা নিজেদের যুক্তি জানিয়েছি।
বাক আরও বলেছেন, আমরা কতটা নিয়ম মেনে কাজটা করি তা এবার অলিম্পিক্সে সবাই দেখেছে আরও একবার। ভিনেশের ব্যাপারটা এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। আমরা নিজেদের যুক্তি জানিয়েছি।
যদিও ভারতীয় অলিম্পিক্স সংস্থা কিন্তু ভিনেশের রুপো জয়ের ব্যাপার আশাবাদী। তাদের দাবি, শুনানি ভাল হয়েছে। সিদ্ধান্ত ভিনেশের পক্ষে যেতে পারে।
যদিও ভারতীয় অলিম্পিক্স সংস্থা কিন্তু ভিনেশের রুপো জয়ের ব্যাপার আশাবাদী। তাদের দাবি, শুনানি ভাল হয়েছে। সিদ্ধান্ত ভিনেশের পক্ষে যেতে পারে।