Tag Archives: viswakarma puja

বুলডোজারে বিশ্বকর্মা! এ কী দৃশ্য! বিসর্জন দিতে গিয়ে ঘটল চরম বিপত্তি!

বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি! নিরঞ্জন ঘাটের কাছে জেসিবি-র উপর থেকে সটান পড়ে গেল বিশ্বকর্মা প্রতিমা! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পৌরসভার কর্মীরা। নদিয়ার শান্তিপুর মানেই ১২ মাসে ১৩ পার্বণের উৎসবের শহর। অন্যান্য পুজোর তুলনায় তবে এবার সেই ভাবনাকেও অতীত করে দিল শান্তিপুর পৌরসভার কর্মচারীদের পরিচালিত বহু প্রাচীন বিশ্বকর্মার পুজোর শোভাযাত্রা। সেখানেই এমন ঘটনা!

Viswakarma Puja:বিশ্বকর্মা পুজোয় চোখ ধাঁধানো মণ্ডপ, থিমে  চন্দ্রাযান বসিরহাটে

গত বছরে দুর্গাপুজো, কালীপুজোর থিমে চন্দ্রাযান এর ছবি ধরা পড়লেও এবার বিশ্বকর্মা পুজোয় দেখা মিলল চন্দ্রাযান এর।
গত বছরে দুর্গাপুজো, কালীপুজোর থিমে চন্দ্রাযান এর ছবি ধরা পড়লেও এবার বিশ্বকর্মা পুজোয় দেখা মিলল চন্দ্রাযান এর।
দুর্গাপুজো, কালীপুজোয় বহু বছর ধরেই থিমের দেখা মেলে। বেশ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোয় দেখা যাচ্ছে থিমের। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।
দুর্গাপুজো, কালীপুজোয় বহু বছর ধরেই থিমের দেখা মেলে। বেশ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোয় দেখা যাচ্ছে থিমের। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে এমন থিম রীতিমতো নজর কেড়েছে সকলের।
গত বছর ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ইসরোর মহাকাশযান বিক্রম ল্যান্ডার। প্রসঙ্গত, চাঁদে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেলে ভারত।
গত বছর ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ইসরোর মহাকাশযান বিক্রম ল্যান্ডার। প্রসঙ্গত, চাঁদে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেলে ভারত।
সেই গর্বের মুহূর্তকেই থিম দিয়ে ফুটিয়ে তুলতে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের পুজো।
সেই গর্বের মুহূর্তকেই থিম দিয়ে ফুটিয়ে তুলতে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের পুজো।
প্রসঙ্গত, ইসরোর এই অভিযানকে সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোর এই থিম বলে জানান উদ্যোক্তা ভাস্কর মিত্র।
প্রসঙ্গত, ইসরোর এই অভিযানকে সম্মান জানাতে বিশ্বকর্মা পুজোর এই থিম বলে জানান উদ্যোক্তা ভাস্কর মিত্র।
বিশ্বকর্মা পুজোর চন্দ্রযান-৩ -এর সেই থিম চক্ষুষ করতে এলাকায় ইছামতির তীরে সাধারণ মানুষ রীতিমতো ভিড় জমাচ্ছেন।
বিশ্বকর্মা পুজোর চন্দ্রযান-৩ -এর সেই থিম চক্ষুষ করতে এলাকায় ইছামতির তীরে সাধারণ মানুষ রীতিমতো ভিড় জমাচ্ছেন।

West Bardhaman News: বিশ্বকর্মা পুজোর আগেই খারাপ খবর! উৎসবের মরশুমে বিরাট চিন্তা বাড়ছে

পশ্চিম বর্ধমান: সপ্তাহ ঘুরলেই বিশ্বকর্মা পুজো। তারপর আরও জমজমাট হয়ে উঠবে বাঙালির পুজো পুজো ভাব। কিন্তু উৎসবের মরশুমের আগেই খারাপ খবর। পুজোর ফুলে কি টান পড়বে? বাজারে ফুলের দাম অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। ফুল কিনতে গিয়ে হাত পুড়ছে সাধারণ মানুষের। পুজোর স্বার্থে যেটুকু ফুল না হলেই নয়, সেটুকু কিনছেন সবাই।

বিশেষ করে বাজারে গাঁদা ফুলের দাম এবং রজনীগন্ধার দাম আকাশ ছোঁয়া। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে এই ফুল দুটি বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। যার প্রভাব সরাসরি পড়ছে খোলা বাজারে। এক একটি গাঁদা ফুলের চেনের দাম যেখানে অন্যান্য সময় ১০ টাকা ১৫ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, এখন সেটি ৩০-৪০ টাকাতে পৌঁছে যাচ্ছে। গত অগাস্ট মাসে সেই দাম আরও বেশি ছিল বলে জানিয়েছেন বিক্রেতারা। একই অবস্থা রজনীগন্ধার ক্ষেত্রেও।

আরও পড়ুন-      বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

কিন্তু হঠাৎ এমন অবস্থা হল কেন? ফুল ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরের রজনীগন্ধার ফলন কম রয়েছে। যে কারণে চাহিদার সঙ্গে পাল্লা দিতে গিয়ে রজনীগন্ধার দাম কিছুটা বেড়েছে। কিন্তু গাঁদার ফলন ভাল রয়েছে বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে তাদের অভিযোগ, কৃষকরা বেশি দামে পাইকারি বাজারের গাঁদা বিক্রি করছেন। ফলে ছোট ব্যবসায়ীদের সেই ফুল আরও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। ক্রেতাদের হাতে পৌঁছতে পৌঁছতে দাম আরও খানিকটা বাড়ছে।

আরও পড়ুন-     বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

এমন অবস্থায় বাড়ছে আশঙ্কা। উৎসবের মরশুমে ফুলে টান পড়তে পারে, সেই আশঙ্কাও বাড়ছে। কারণ অত্যাধিক দামের কারণে শুধুমাত্র প্রয়োজনের ফুলটুকু কিনছেন ক্রেতারা। বেশি দামের জন্য গাঁদা এবং রজনীগন্ধার বিক্রিও কমেছে। যদিও এখনও পর্যন্ত গোলাপ, পদ্ম ফুলের দাম নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। কিন্তু এখন যে দামে ফুল বিক্রি হচ্ছে, সেই দাম পুজোর আগে কমার আশা দেখছেন না ব্যবসায়ীরা। সবমিলিয়ে পুজোর সময় ফুল কিনতে গিয়ে যে কিছুটা নাকাল হতে হবে, সেই বিষয়ে কার্যত নিশ্চিত ক্রেতা বিক্রেতা উভয়ই।

নয়ন ঘোষ

Vishwakarma Puja: প্রতি বছর একই দিনে কেন পড়ে বিশ্বকর্মা পুজো? অবাক করা এই ঘটনার পিছনে রয়েছে ‘এক’ বিশেষ কারণ

বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই পূজার মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা। যাকে দেব শিল্পী বলা হয়।
বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই পূজার মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা। যাকে দেব শিল্পী বলা হয়।
 ২০২৪ সালের বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যা হয়, ৩১ ভাদ্র। দিনটি মঙ্গলবার৷
২০২৪ সালের বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যা হয়, ৩১ ভাদ্র। দিনটি মঙ্গলবার৷
দিনটি বিশুদ্ধ সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণনা করা হয়। পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পূজা হয়।
দিনটি বিশুদ্ধ সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণনা করা হয়। পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পূজা হয়।
বিশ্বকর্মার পুজোর দিন ভাদ্র সংক্রান্তি অর্থাত্‍ ভাদ্র মাসের শেষ তারিখ। বিশ্বকর্মা পুজোর যে তারিখটি বাংলা পঞ্জিকা মতে বেরোয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে।
বিশ্বকর্মার পুজোর দিন ভাদ্র সংক্রান্তি অর্থাত্‍ ভাদ্র মাসের শেষ তারিখ। বিশ্বকর্মা পুজোর যে তারিখটি বাংলা পঞ্জিকা মতে বেরোয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে।
বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ থেকে কন্যা রাশিতে গমন করে, তখন উত্তরায়ণের সময় আসে।
বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ থেকে কন্যা রাশিতে গমন করে, তখন উত্তরায়ণের সময় আসে।
বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। এই  দিনটি সৌর বর্ষপঞ্জি এবং ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকায় ৫ মাসের উল্লেখ মেলে, যার দিন সংখ্যা ১৫৬ দিন। তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ ইংরাজি ক্যালেন্ডারে ১৭ সেপ্টেম্বর পড়ে। 
বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। এই দিনটি সৌর বর্ষপঞ্জি এবং ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকায় ৫ মাসের উল্লেখ মেলে, যার দিন সংখ্যা ১৫৬ দিন। তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ ইংরাজি ক্যালেন্ডারে ১৭ সেপ্টেম্বর পড়ে।
৫ মাসের মধ্যে যদি কোনও মাস ২৯ বা ৩২ দিন থাকে,  সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ  এগিয়ে বা পিছিয়ে যায়। যেমনটা হয়েছিল গত বছর।
৫ মাসের মধ্যে যদি কোনও মাস ২৯ বা ৩২ দিন থাকে, সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়। যেমনটা হয়েছিল গত বছর।