Tag Archives: zomato

Viral Video: নিজের প্রাপ্য টাকা দিলেন অন্যজনকে, ফুড ডেলিভারি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা

দিল্লি: দুই যুযুধান কোম্পানির কর্মীর সৌজন্যের দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা৷ একজন মেয়ে সুইগি ও জোম্যাটো দুটি সংস্থা থেকেই খাবার অর্ডার করেন৷ দু’জন ফুড ডেলিভারি পার্টনার প্রায় একই সময় মহিলাটির বাড়িতে উপস্থিত হয়৷

মহিলাটির জানিয়েছিলেন যে, তিনি লক্ষ করছিলেন তাঁদের মধ্যে কে আগে খাবার ডেলিভার করতে সক্ষম হবেন৷ জোম্যাটো ডেলিভারি বয়টি আগে এসে খাবার দেওয়ায় তিনি তাঁকে ৫০০ টাকার একটা নোট টিপস হিসেবে দিতে চেয়েছিলেন৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে উদ্ধার ৬৫ কেজি গাঁজা, আরপিএফের হাতে আটক ২ মহিলা

ঘটনা শুরু সেখান থেকেই ছেলেটির বক্তব্য এই টাকাটি প্রকৃতপক্ষে অন্য ডেলিভারি অ্যাপ থেকে আসা লোকটিরই প্রাপ্য৷ ছেলেটির বক্তব্য ছিল, সুইগির ডেলিভারি বয়টি অনেকদূর থেকে এসেছেন৷ তাই তাঁর সময় বেশি লাগাই স্বাভাবিক৷

কিন্তু তার পরও যেহেতু এই ছেলেটি-ই আগে এসে পৌঁছেছে, তাই মহিলাটি তাকেই পুরষ্কৃত করতে চেয়েছিলেন৷ এর পরও সেই  ছেলেটি টাকা নিতে চাননি৷

আরও পড়ুন:ডার্ক চকোলেটের ভিতর দাঁতের পাটি! পুরো ঘটনা জানলে চমকে উঠবেন

তাঁর বক্তব্য তিনি একা৷ কিন্তু অপর ব্যক্তিটি সম্ভবত ফ্যামিলি ম্যান৷ ওনার কাঁধেই বেশি দায়িত্ব থাকার কথা৷ সুতরাং টাকাটি যেন ওই ব্যক্তিকেই  দেওয়া হয়৷ অনেক বাকবিতন্ডার পর শেষ অবধি মহিলাটি অপরজনকে টাকা দিতে রাজি হন৷

এই ঘটনাটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই জোম্যাটোর ছেলেটিকে প্রশংসা করেন৷ একজন নেটিজেন লেখেন, ‘‘ভাই, তুমি আমার শ্রদ্ধা জিতে নিয়েছে৷’’ ভাইরাল ভিডিওতে অনেকেই তাঁকে এই ঘটনার জন্য কুর্নিশ জানান৷

Viral Video: রোহিত শর্মাকে ওয়াংখেড়েতে পৌছে দেয় ফুড ডেলিভারি অ্যাপ? সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ভিডিও

মুম্বই: বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে একতরফা ম্যাচে উড়িয়ে দিয়ে ৩০২ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে ভারত। চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের পর নেট দুনিয়ায় ফ্যানেরা রোহিত-বিরাটদের সমর্থনে ঝড় তুলেছে। পাশাপাশি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরের রাস্তায় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর বাইকে দেখা যায় রোহিত শর্মার ৪৫ নম্বর জার্সি পরিহিত এক ব্যক্তিকে। সামনে ফুড ডেলিভারি অ্যাপের টি-শার্ট পরে বাইক চালাচ্ছেন অপর এক ব্যক্তি। রাস্তার দু ধারে তখন ভারতীয় দলের ম্যাচের আনন্দে ঢাক-ঢোল বাজানোর শব্দ ও ফ্যানেদের উচ্ছ্বস।

এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও নেটেজেন লিখেছেন,?জোমাটো রোহিত শর্মাকে ওয়াংখেড়েতে ডেলিভারি করেছে?। কেউ আবার লিখেছেন,?হিটম্যান ভাই নিশ্চউ বড়া পাউ কিনতে গিয়েছিলেন?। অপর এক জন কমেন্ট করেছেন, ?জোম্যাটো নিশ্চিত করেছে যে রোহিত এবার ওভারস্পিডে গাড়ি না চালায়।? আরও এক নেটিজেন লেখেন, ?এটাই হবে সবচেয়ে বড় অর্ডার?।

আরও পড়ুনঃ Mohammed Shami Create 5 Records: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫টি বিশ্বরেকর্ড গড়লেন মহম্মদ শামি, বুঝিয়ে দিলেন বসিয়ে রাখার সিদ্ধান্ত ভুল ছিল

প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান করে ভারত। শুভমান গিল করেন ৯২ রান, বিরাট কোহলি ৮৮ রান ও শ্রেয়স আইয়ার ৮২ রান করেন। ৩৫৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ শামি ৫টি, মহম্মদ সিরাজ ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি, রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। ৩০২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমি ফাইনালে জায়গা পাকা করে নিল ভারত।

জনপ্রিয় বলিউড গানে Zomato ডেলিভারি বয়ের নাচের ভিডিও ভাইরাল

এই ভিডিওতে দেখা যাচ্ছে জোমাটো টি-শার্ট পরা একজন ব্যক্তি ইনস্টাগ্রাম রিল তৈরি করার জন্য তার স্কুটার পার্ক করে রাস্তার মাঝখানে নাচছেন। তার নাচের অফুরন্ত প্রাণবন্ততা নেটিজেনসদের অবাক করে দিয়েছে। ‘মাস্ক’ নামে একজন টুইটার ইউসার জোমাটো ডেলিভারি বয়ের এই ছোট ক্লিপটি টুইটারে পোস্ট করেছেন। কয়েকজন ইউসার মজা করে লিখেছেন যে আমরা ভাবি হয়তো ট্র্যাফিক জ্যামের কারণে তাদের অর্ডার পৌঁছাতে দেরি হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে যে সেটাই তার একমাত্র কারণ নয়।

৩১ সেকেন্ডের এই ছোট ক্লিপে ব্যাকগ্রাউন্ডে বাজানো মিউজিক বীটের সঙ্গে তাল মিলিয়ে জোমাটো ডেলিভারি বয়ের নাচের এই অসামান্য ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশংসা অর্জন করেছে। প্রতিটি স্টেপকে অপূর্বভাবে তুলে ধরে সে একটা কথা প্রমান করে দিয়েছে যে প্রতিভা যে কোন মানুষের মধ্যেই লুকিয়ে থাকতে পারে , তাকে শুধু সবার সামনে আনার দরকার। তবে ভিডিওটি কোথায় শ্যুট করা হয়েছে তা জানা যায়নি। ভিডিওটি এখানে দেখুন –

 

ঘটনাটি একটি বিয়েবাড়ির বাইরে ঘটেছে। বিয়েবাড়ির ভিতরে তখন জনপ্রিয় মনোজ বাজপেয়ীর গান ‘সপনে মে মিলতি হ্যায়’-তে অতিথিদের নাচতে দেখা যায় , অন্যদিকে তখন এই ডেলিভারি বয়টি বিয়েবাড়ির বাইরে প্রাণখোলা নাচের আনন্দ উপভোগ করছিলেন। ইনস্টাগ্রাম ইউসার উভয়পক্ষকেই একই সঙ্গে রেকর্ড করেছেন এবং তার ভিডিওর মাধ্যমে জীবনের একটি বড় পাঠ শেয়ার করতে চেয়েছেন।

একদিকে অতিথিদের নাচতে দেখা যায়, অন্যদিকে ডেলিভারি বয়কে দেখা যায় বিনা কোন কিছুর পরোয়া করে জীবনকে পুরোমাত্রায় উপভোগ করছে । এটি প্রমাণ করে যে আমাদের জীবনের ছোট ছোট জিনিসগুলি উপভোগ করা উচিত, পরিস্থিতি যাই হোক না কেন।

জীবন মানেই যুদ্ধ আর সেটাকে মেনে নিয়েই বেঁচে থাকার নাম জীবন। তাই জীবনে আসা ছোটোখাটো খুশি কিংবা সুখকে ভুলে যাওয়া কখনই উচিত নয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিওটি পছন্দ করেছেন এবং অনেক ভালোবাসা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর, ভিডিওটি ৫৬০০ টিরও বেশি লাইকস এবং ৬২,০০০ এর বেশি ভিউ হয়েছে। শুধু তাই না ইনস্টাগ্রামের কমেন্ট বক্স প্রশংসায় ভরে গেছিল।

একজন ইনস্টাগ্রাম ইউসার লিখেছেন “যদি আমি তাকে নাচতে দেখি, আমি সত্যিই তাকে খাবারের জন্য আমন্ত্রণ জানাবো। ”
অন্য একজন লিখেছেন, “এটি খুব সুন্দর ইয়ার।”