Tag Archives: waterlogged

বাড়ির মধ্যে জমা জলে বিষাক্ত সাপ! কলকাতার উপকন্ঠের ‘এই’ এলাকার বেহাল দশা

দক্ষিণ ২৪ পরগনা : নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, আর টানা বৃষ্টির কারণে জলমগ্ন গোটা এলাকা। এমনকী বাড়ির মধ্যে জমা জলে বাড়ছে বিষাক্ত সাপের উপদ্রব।

সাপের উপদ্রবের জেরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। নিম্নচাপের যে রাতভর টানা বৃষ্টি আর তার প্রভাবে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনা একাধিক নিচু জায়গা।

জল জমেছে বেহালা ১২৭ ওয়ার্ড সরশুনা সোনামুখী দাসপাড়া এলাকার জলমগ্ন। জলমগ্ন হওয়ার কারণে এলাকায় বাড়ছে সাপের উপদ্রব। এ বিষয়ে দেবাশীষ মন্ডল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে গোটা এলাকা বহু বাড়ি। জমা জলের কারণে কার্যত এলাকায় বাড়ছে সাপের উপদ্রব।

আরও পড়ুন- নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত ছিল হাওড়া! বুধবার বিজেপির ডাকা বনধে কী ছবি জেলায়?

বেশ কয়েকজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিষধর সাপ। এলাকার মানুষেরা বিষধর সাপ উদ্ধার করে বন দফতরকে খবর দেয়। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকেরা পৌঁছে বিষধর সাপ উদ্ধার করে নিয়ে যা

য়। সাপের উপদ্রবের কারণে রাতের ঘুম উঠেছে এলাকাবাসীদের আমরা আতঙ্কে থাকি। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপের জেরে মুষলধারে বৃষ্টির কারণে এই সমস্যার সম্মুখীন হয়েছে স্থানীয়রা।

সুমন সাহা

North 24 Parganas News: বৃষ্টিতে হাঁটুজল বিধাননগর এবং কলকাতা শহরতলির একাধিক এলাকায়, বিপর্যস্ত জনজীবন

উত্তর ২৪ পরগনা: রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জেলার উত্তর থেকে দক্ষিণে একই ছবি ধরা পড়ছে সর্বত্র। রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার ফলে যানজটের সমস্যাও তৈরি হয়েছে চারদিকে।

উত্তর ২৪ পরগনা জেলা সদর শহর বারাসাতের ১৬ নম্বর ওয়ার্ড বিধানপার্ক এলাকায় অবশ্য জলমগ্ন হয়ে পড়ার এই সমস্যা দীর্ঘদিনের বলেই জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসীরা। বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এই ওয়ার্ড। তবে এবার যেন অতিরিক্ত বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে, জল ঢুকেছে স্থানীয় বাড়িগুলিতেও। জলমগ্ন হয়ে পড়েছে বারাসাত পৌরসভার একাধিক এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ প্রায় কুড়ি বছর ধরে এমন পরিস্থিতি দেখে আসছেন তারা। রাস্তা না পুকুর তা যেন বুঝে ওঠার উপায় নেই। বছরের পর বছর এমন পরিস্থিতিতে কাটালেও বদল ঘটেনি অবস্থার।

আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে নৈহাটির ঐহিকা, তবু আক্ষেপের সুর বাবার গলায়!

বারাসাত পুরসভার ৩২ এবং ৩৫ নম্বর দু’টি ওয়ার্ডই জলমগ্ন। স্থানীয়রা অনেকেই জানাচ্ছেন, নিকাশি নালার সমস্যা ও রাস্তাঘাট অনেকটাই নিচু থাকায় প্রতি বছর অল্প বৃষ্টিতে জমে জল। তবে এবার এই সমস্ত এলাকায় জমেছে হাঁটু জল। জল ঢুকেছে এলাকার বাড়িগুলিতেও। এই জল ঠেঙিয়েই এখন ছাত্র-ছাত্রী থেকে অফিসযাত্রী এবং স্থানীয় এলাকার মানুষদের যাতায়াত করতে হচ্ছে গন্তব্যে। যদিও এলাকার কাউন্সিলর অরূপ পাইন অবশ্য আশ্বাস দিচ্ছেন রাস্তা ও নিকাশি ব্যবস্থার সমস্যার সমাধান করবেন দ্রুত। বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী ক্লাবের খেলার মাঠ যেন পুকুরের আকার নিয়েছে, ঘুরে বেড়াচ্ছে মাছ।

আরও পড়ুন: ইউটিউব ছাড়া আমাদের একদিনও চলে না, জানেন কি ইউটিউব তৈরি করেছিলেন এক বাঙালি?

যদিও এই ব্যাপক বৃষ্টির কারণে গোটা জেলাই প্রায় জলমগ্ন। কলকাতা বিমানবন্দরের পার্কিংয়ের জায়গায় জমেছে জল। তবে বিমানবন্দরের রানওয়েতে কোন জল নেই বলেই জানা গিয়েছে। হলদিরাম, এয়ারপোর্ট, বাগুইহাটি যাওয়ার ভিআইপি রোডও জলমগ্ন। হাটু সমান জল রয়েছে ভিআইপি রোডের উপর। ভারী বৃষ্টির কারণে জলমগ্ন বিধাননগর পৌরসভার বিভিন্ন এলাকাও। জলমগ্ন সেক্টর ফাইভ, সল্টলেক। এখন কতক্ষণে এই জল নামে সেই অপেক্ষাতেই রয়েছেন সাধারণ মানুষ। যদিও গোটা জেলায় প্রশাসন তৎপরতার সঙ্গেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে।