Tag Archives: WB HS Result

HS Result 2024: হাঁটাচলা করতে ভরসা মায়ের কোল! অদম্য জেদেই উচ্চ মাধ্যমিকে বাজিমাত পায়েলের

দক্ষিণ দিনাজপুর : শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়া এলাকার পায়েল পাল। পায়েলের শারীরিক প্রতিবন্ধকতা আশি শতাংশ সরকারি হিসেবে হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে সে ৪৬০ নম্বর পেয়েছে।

বাড়ির বাইরে গেলেই মায়ের কোল একমাত্র ভরসা। মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল। গতকাল ফল প্রকাশের পর তাক লাগিয়েছে পায়েল। এবারে সে ৯২ শতাংশ নম্বর পেয়েছে। আগামীদিনে ব্যাঙ্ককর্মী হতে চায় পায়েল। আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে। বালুরঘাট সদর শহর থেকে ১০ কিলোমিটার দূরে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দা পায়েল পাল।

আরও পড়ুন: ধারদেনায় ডুবে রয়েছেন TMC প্রার্থী! কিন্তু সোনা-গাড়ি-বাড়ি? চমকে দিলেন সায়নী ঘোষ

এবার সে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল। স্বাভাবিক জীবনযাপন করতে পারে না সে। হাঁটাচলা করতে পারেনা। কামারপাড়া এলাকা থেকে বাদামাইল গ্রামে তার স্কুলের দূরত্ব প্রায় দু’কিলোমিটার। এই রাস্তায় তাঁর মা কখনও সাইকেলে, কখনও কোলে করে স্কুলে যাতায়াত করেছে এতদিন। প্রাকৃতিক নিয়মেই বয়স বেড়েছে। এখন আর বাবার কোলে চেপে যেতে চায় না পায়েল। তার ফলে সমস্ত চাপ এখন মায়ের।

আরও পড়ুন: রাজ্যের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? নাম জানেন? NIRF-এর তালিকা দেখুন

লক্ষ্য ভূগোলে অনার্স নিয়ে পড়াশোনা করা এবং তারপরে আরও বড় লক্ষ্য ব্যাঙ্কে চাকরি পাওয়া। তার জন্য প্রস্তুতিও শুরু করেছে পায়েল। মেয়ের সাফল্যে আনন্দিত হলেও, উচ্চ শিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে, এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কী করে তা নিয়ে দুশ্চিন্তায় তাঁর বাবা মা। কারন মেয়ের চিকিৎসা করাতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার। এখন মেয়ের ভাল কলেজে পড়াশোনার খরচ চালানো কিভাবে যাবে, তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পায়েলের বাবা মা।

সুস্মিতা গোস্বামী

WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম পূর্ব বর্ধমানের এই তিন পড়ুয়া, দেখুন বিস্তারিত 

পূর্ব বর্ধমান: প্রকাশিত হয়েছে ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল। প্রথম দশের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের পড়ুয়ারাও। পরীক্ষার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক ২০২৪ এর ফলাফল। পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম দশের মেধা তালিকায় রয়েছে মোট ৫৮ জন কৃতি শিক্ষার্থী। যাদের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার মোট চার জন পড়ুয়া।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, বাড়ল পাশের হার, এ বছর পাশ ৯০ শতাংশ পড়ুয়া

উচ্চ মাধ্যমিক ২০২৪ এর প্রথম ১০ এর মেধা তালিকায় জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের আফরিন মণ্ডল, অন্তরা শেঠ, ইন্দ্রানী সেন এবং সোহম কোনার। তবে এই চার জন পড়ুয়ার মধ্যে আফরিন মণ্ডল রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। আর পূর্ব বর্ধমানের বাকি তিন পড়ুয়া রয়েছে দশম স্থানে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিকে দশম পূর্ব বর্ধমানের এই তিন পড়ুয়া ঠিক কী জানাচ্ছেন। দশম স্থানাধিকারী অন্তরা শেঠ জানায়, “ফল ভাল হবে আশা করেছিলাম কিন্তু মেধাতালিকায় জায়গা পাব সেটা আশা করিনি। পড়তে বসার কোনও নির্দিষ্ট টাইম ছিল না। যতক্ষণ মন হত ততক্ষণই পড়তাম। প্রিয় বিষয় ইংরেজি, ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে শিক্ষিকা হতে চাই। পড়াশোনার বাইরে গল্প শুনতে ভালো লাগে।”

উচ্চ মাধ্যমিকে দশম স্থানাধিকারী ইন্দ্রানী সেন জানিয়েছে , \”এত ভাল ফল হবে আমি আশা করিনি। ভবিষ্যতে আমি কেমিস্ট্রি তে রিসার্চ এর বিষয় নিয়ে এগিয়ে যেতে চাই। পড়াশোনার পাশাপাশি আমি শুধু ছবি আঁকতাম। আমার ৬ জন শিক্ষক ছিলেন এবং আমার এই সাফল্যের পিছনে প্রত্যেকেরই অবদান রয়েছে। “দশম স্থান অর্জন করে পূর্ব বর্ধমানের সোহম কোনার জানিয়েছে, “মাধ্যমিকে রাজ্যে দশম হয়েছিলাম আবার উচ্চমাধ্যমিকে ও রাজ্যে সেই একই স্থান ধরে রাখতে পেরে খুবই আনন্দ হচ্ছে। পড়াশোনা করার নির্দিষ্ট কোনও সময়সূচী ছিল না তবে সারাদিনের নয় থেকে ১০ ঘন্টা পড়াশোনা করেছি। আমার এই সাফল্যের পিছনে অবদান রয়েছে আমার মা বাবা দাদু এবং অবশ্যই শিক্ষক-শিক্ষিকাদের। এরপর আমি মেডিকেল লাইন নিয়েই পড়াশোনা করতে চাই। “

পূর্ব বর্ধমানের চারজনের মধ্যে তিনজনই দশম স্থান অধিকার করেছে। তিনজনের মধ্যে অন্তরা শেঠ ছিল মেঝিয়ারি সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। ইন্দ্রানী সেন ছিল নসরতপুর পারুলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া এবং সোহম কোনার ছিল মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে এই তিন পড়ুয়ার সাফল্যে খুশি হয়েছেন নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের লোকজন সকলেই।

বনোয়ারীলাল চৌধুরী

HS Result 2024: পরীক্ষার আগেও লুকিয়ে লুকিয়ে করত এই কাজ! উচ্চ মাধ্যমিকে পঞ্চম অঙ্কিতের অজানা গল্প জানলে চমকে উঠবেন

বাঁকুড়া: লুকিয়ে লুকিয়ে কবিতা লেখেন, উচ্চ মাধ্যমিকের রাজ্যে পঞ্চম স্থান অধিকারী, অঙ্কিত পাল। বাসে চাপলেই লিখতে শুরু করেন কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। রবি ঠাকুরকে নিজের অনুপ্রেরণা বলে মনে করা বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্র,অঙ্কিত পাল। ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম হয়েছে সে।

দুর্দান্ত রেজাল্ট এর আনন্দ তার মাধ্যমিকে ব়্যাঙ্ক না করতে পারার আক্ষেপ মিটিয়েছে বলেই মনে করে অঙ্কিত। অঙ্কিত এর বাবা রথীন কুমার পাল প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রথীনবাবু বলেন, রাত ১২ টার সময়ও একবার কবিতা লিখতে দেখেছেন তাঁর ছেলে অঙ্কিতকে। কবিতাপ্রেমী কৃতি অঙ্কিত বিজ্ঞান বিভাগ এর ছাত্র। আগামী দিনে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় অঙ্কিত।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

বাবা মায়ের বাঁধভাঙ্গা খুশি। আর সেই খুশির মধ্যেই বেরিয়ে এল কৃতী ছাত্রের ব্যাপারে না জানা গল্প। গান শোনা, গান করা থেকে শুরু করে ক্রিকেট খেলা, সবই করতে ভালবাসে অঙ্কিত । তবে বিশেষ নেশা কবিতা লেখার। নিজের মনেই পাতার পর পাতা কবিতা লিখতে পারে সে। বিজ্ঞানমনস্ক সংস্কৃতি প্রেমী এই ছাত্র যেন পড়াশোনার জগতে এক অনন্য উদাহরণ রাখার চেষ্টা করছে। অঙ্কিতের বাবা-মা জানান, ছোট থেকেই পড়াশোনায় ভাল তাদের সন্তান। মাধ্যমিকেও নজর কাড়া ফল (৬৭৮) করেছিল। এবার উচ্চমাধ্যমিকে পঞ্চম হল।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক ফলাফল। মাধ্যমিকে কৃতির তালিকায় ছিলেন চারজন ছাত্র-ছাত্রী। তবে উচ্চমাধ্যমিকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে জেলা। নয় জন রয়েছেন কৃতির তালিকায়। তাদের মধ্যে জেলায় প্রথম এবং রাজ্যে পঞ্চম হলেন কবিতা প্রেমী, বিজ্ঞানমনস্ক অঙ্কিত পাল।

নীলাঞ্জন ব্যানার্জী