Tag Archives: Whatsapp feature

WhatsApp New Feature: নয়া ফিচার হোয়াটসঅ্যাপে! ব্যাকঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখা এখন আরও সহজ, দেখে নিন কী কী থাকছে

উচ্চস্তরের এনক্রিপশনের মাধ্যমে চ্যাটের ব্যাক আপ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। তবে প্রক্রিয়াটি বেশ জটিল। সবাই ঠিক মতো পারে না। এবার এই প্রক্রিয়াটিকেই সহজ করার কাজে হাত দিল হোয়াটসঅ্যাপ।
উচ্চস্তরের এনক্রিপশনের মাধ্যমে চ্যাটের ব্যাক আপ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। তবে প্রক্রিয়াটি বেশ জটিল। সবাই ঠিক মতো পারে না। এবার এই প্রক্রিয়াটিকেই সহজ করার কাজে হাত দিল হোয়াটসঅ্যাপ।
নয়া ফিচারের মাধ্যমে যে কেউ চ্যাটের ব্যাক আপ রাখতে পারবেন। এর জন্য প্রযুক্তি জ্ঞান না থাকলেও চলবে। ভুল হওয়ার ভয়ও থাকবে না।
নয়া ফিচারের মাধ্যমে যে কেউ চ্যাটের ব্যাক আপ রাখতে পারবেন। এর জন্য প্রযুক্তি জ্ঞান না থাকলেও চলবে। ভুল হওয়ার ভয়ও থাকবে না।
অনেকেই আবার পাসওয়ার্ড ভুলে যান। বারবার বদল করেন। তাঁদের জন্য ব্যাক আপ চ্যাটের পাসকি অপশন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
অনেকেই আবার পাসওয়ার্ড ভুলে যান। বারবার বদল করেন। তাঁদের জন্য ব্যাক আপ চ্যাটের পাসকি অপশন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
পাসকি বায়োমেট্রিক সিকিউরিটি ফিচার ব্যবহার করে। ফলে পাসওয়ার্ড মনে রাখার দরকার পড়ে না। আইফোনে যেমন ফেস আইডি কিংবা অ্যান্ড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাপোর্ট করে, তবে সেটা ইউজারকে ম্যানুয়ালি করতে হবে।
পাসকি বায়োমেট্রিক সিকিউরিটি ফিচার ব্যবহার করে। ফলে পাসওয়ার্ড মনে রাখার দরকার পড়ে না। আইফোনে যেমন ফেস আইডি কিংবা অ্যান্ড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাপোর্ট করে, তবে সেটা ইউজারকে ম্যানুয়ালি করতে হবে।
সর্বশেষ হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.24.18.13-এ পাসকি-এর মাধ্যমে ব্যাক আপ চ্যাট সুরক্ষিত রাখার কাজ শুরু হয়েছে। এই বিষয়ে টেক বিশেষজ্ঞরাও একমত। তবে এই ফিচারের উপর এখনও কাজ চলছে।
সর্বশেষ হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.24.18.13-এ পাসকি-এর মাধ্যমে ব্যাক আপ চ্যাট সুরক্ষিত রাখার কাজ শুরু হয়েছে। এই বিষয়ে টেক বিশেষজ্ঞরাও একমত। তবে এই ফিচারের উপর এখনও কাজ চলছে।
জানা গিয়েছে, আগামী সপ্তাহে বিটা টেস্টারদের কাছে তা পাঠানো হবে। আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাক আপ সেটিংসে এই ফিচার থাকবে। ইউজাররা ম্যানুয়ালি চালু করতে পারবেন।
জানা গিয়েছে, আগামী সপ্তাহে বিটা টেস্টারদের কাছে তা পাঠানো হবে। আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাক আপ সেটিংসে এই ফিচার থাকবে। ইউজাররা ম্যানুয়ালি চালু করতে পারবেন।
পরিসংখ্যান বলছে, সব হোয়াটসঅ্যাপ ইউজাররা চ্যাট ব্যাক আপ ব্যবহার করেন না। যাঁরা গোপনীয়তা বজায় রাখতে এবং ব্যক্তিগত চ্যাট সংরক্ষণ করতে চান, তাঁরাই তাঁরা যে এনক্রিপশন আপগ্রেডকে দু’হাত তুলে স্বাগত জানাবেন তাতে সন্দেহ নেই।
পরিসংখ্যান বলছে, সব হোয়াটসঅ্যাপ ইউজাররা চ্যাট ব্যাক আপ ব্যবহার করেন না। যাঁরা গোপনীয়তা বজায় রাখতে এবং ব্যক্তিগত চ্যাট সংরক্ষণ করতে চান, তাঁরাই তাঁরা যে এনক্রিপশন আপগ্রেডকে দু’হাত তুলে স্বাগত জানাবেন তাতে সন্দেহ নেই।
এখানেই শেষ নয়। আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এবার থেকে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এবং ফিল্টার যোগ করতে পারবেন। ইউজারের অভিজ্ঞতা বাড়াতেই এই ফিচার নিয়ে আসতে চলেছে মেসেজিং অ্যাপ।
এখানেই শেষ নয়। আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এবার থেকে অগমেন্টেড রিয়েলিটি বা এআর এবং ফিল্টার যোগ করতে পারবেন। ইউজারের অভিজ্ঞতা বাড়াতেই এই ফিচার নিয়ে আসতে চলেছে মেসেজিং অ্যাপ।
এআর-এর মাধ্যমে কলিং অজ্ঞিতাও অন্য মাত্রায় পৌঁছবে। একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে WeBetaInfo। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে শীঘ্রই এই ফিচার চালু হবে। নতুন ফিচার iOS বিটা সংস্করণ 24.15.10.70 –এ পরীক্ষা করা হচ্ছে।
এআর-এর মাধ্যমে কলিং অজ্ঞিতাও অন্য মাত্রায় পৌঁছবে। একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে WeBetaInfo। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে শীঘ্রই এই ফিচার চালু হবে। নতুন ফিচার iOS বিটা সংস্করণ 24.15.10.70 –এ পরীক্ষা করা হচ্ছে।
WeBetaInfo আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ‘টাচ আপ’ এবং ‘লো লাইট’ নামে দুটি মোড থাকবে। ইনস্টাগ্রামে যেমন ফেসিয়াল ফিল্টার থাকে, টাচ আপ কাজ করবে সেরকমভাবে। আর কম আলোতেও যাতে পরিস্কারভাবে মুখ দেখা যায়, তার জন্য থাকবে ‘লো লাইট’ মোড ফিচার।
WeBetaInfo আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ‘টাচ আপ’ এবং ‘লো লাইট’ নামে দুটি মোড থাকবে। ইনস্টাগ্রামে যেমন ফেসিয়াল ফিল্টার থাকে, টাচ আপ কাজ করবে সেরকমভাবে। আর কম আলোতেও যাতে পরিস্কারভাবে মুখ দেখা যায়, তার জন্য থাকবে ‘লো লাইট’ মোড ফিচার।

WhatsApp ব‍্যবহার করেন? নতুন ফিচার আসতে চলেছে অ‍্যাপে, এখনই দেখে নিন

একটি নতুন প্রিভেসি ফিচার নিয়ে কাজ করছে WhatsApp। এর ফলে Passkey ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন। Passkey হল ডিজিটাল পরিচয়পত্র। যা ট্র্যাডিশনাল পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসিয়াল রেকগনিশনের মতো বায়োমেট্রিক ডেটা ব্যবহার ব্যবহার করবে। এই বৈশিষ্ট্যটি Android সংস্করণ 2.24.18.13-এর জন্য সর্বশেষ WhatsApp বিটাতে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

বিটা হাইলাইটসে এই নতুন Passkey এনক্রিপশন ফিচারটি প্রথম লক্ষ্য করেছে Wabetainfo। মূলত ইউজার ডেটা সিকিউরিটি শক্তিশালী করার জন্য এমনিতেই কাজ করছে সংশ্লিষ্ট সংস্থা। আর এই নয়া ফিচার তারই অংশ। বর্তমানে ব্যাকআপের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা দেয় WhatsApp।

আরও পড়ুন: আর ভুল নয়, সকালে খালি পেটে ঠান্ডা জল নাকি গরম জল, কোনটা খাওয়া উচিত? ওজন কমাতে এখনই জানুন

ফলে একটি কাস্টম পাসওয়ার্ড অথবা ৬৪ ডিজিট এনক্রিপশন কি-এর মাধ্যমে ইউজারদের ব্যাকআপ ডেটা সুরক্ষিত থাকে। যদিও এই পদ্ধতিগুলি উচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করে, এটি ব্যবহারকারীদেরকে জটিল পাসওয়ার্ড মনে রাখতে বা দীর্ঘ এনক্রিপশন কীগুলি পরিচালনা করতে নির্দেশ দেয়। যা ব্যবহারকারীদের পক্ষে পরিচালনা করা কষ্টকর এবং তাঁদের নিজস্ব ডেটা লক আউট হওয়ার ঝুঁকিও বাড়ায়।

তবে এই নতুন Passkey ফিচারের মাধ্যমে এই প্রক্রিয়াকে সরল করে দিচ্ছে WhatsApp। ফলে তাঁরা নিজেদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান অথবা স্ক্রিন লকের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ফোন আনলক করার জন্য ব্যবহৃত বায়োমেট্রিক মেথড ব্যবহার করেই এনক্রিপ্টেড ব্যাকআপ অ্যাক্সেস অথবা রেস্টোর করা যাবে। ফলে পাসওয়ার্ড আর এনক্রিপশন কি আর মনে রাখতে হবে না। আপাতত এটা বিটা-তে মিলছে।

আরও পড়ুন: বুধ, সূর্য, শুক্র, কেতু, ৪ বড় গ্রহের স্থান পরিবর্তন! সেপ্টেম্বরেই ঘরে টাকাপয়সা উপচে পড়বে ৪ রাশির, সোনায় সোহাগা জীবন

WhatsApp ব্যবহারকারীদের কাছে পৌঁছতে এখনও বেশ কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। আর একবার এসে গেলে তা এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপের জন্য নিরাপত্তার অতিরিক্ত সুবিধা প্রদান করবে। এখানেই শেষ নয়, আরও একটি প্রিভেসি ফিচার নিয়ে কাজ করছে WhatsApp। এর মাধ্যমে একাধিক ডিভাইসে নিজেদের কন্ট্যাক্টস কীভাবে সিঙ্ক্রোনাইজ করা যাবে, তা পরিচালনা করতে পারবেন ব্যবহারকারীরা।

WhatsApp: মাঝরাতে WhatsApp-এ বারবার বিরক্ত করছে অচেনা ব্যক্তি? জব্দ করুন এভাবে…! রইল সেরা ট্রিকস

WhatsApp যেন বর্তমানে একটি স্প্যাম এবং হুমকিতে পরিণত হয়েছে। কারণ যে কেউ এতে মেসেজ করতে পারে বা এমনকি ফোন নম্বর জেনে কল করতে পারে৷ কিন্তু এই মেসেজিং অ্যাপ শীঘ্রই ইউজারদের কোন বার্তা পড়তে চায় এবং কোনটি ব্লক করতে চায় তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে পারে। WhatsApp এমন একটি বৈশিষ্ট্য পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের অপরিচিত বা অপরিচিত নম্বরের বার্তাগুলিকে ব্লক করতে দেয়।

WhatsApp অজানা নম্বর ব্লক করে – কেন এটি নিরাপত্তার জন্য বড় হতে পারে –

এই সপ্তাহে নির্ভরযোগ্য WABetaInfo দ্বারা WhatsApp এর বৈশিষ্ট্যটি পরীক্ষা করা হয়েছে। নতুন বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৪.১৭.২৪-এ পরীক্ষা করা হচ্ছে, যা এখনও বিকাশের পর্যায়ে রয়েছে। মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই WhatsApp-এর এই নতুন ফিচার চালু করা হতে পারে। নতুন ব্লক বৈশিষ্ট্যটি সিকিউরিটি অপশনে উপলব্ধ হতে পারে, যেখানে টগল বাটনের সাহায্যে টুলটি সক্ষম করার জন্য ইউজারদের কাছে উন্নত বিভাগ রয়েছে।

আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

WhatsApp দাবি করে যে, এই বৈশিষ্ট্যটি সক্ষম করা কোনওভাবে ডিভাইসের কার্যকারিতা উন্নত করতে পারে। তবে ইউজাররা নিশ্চিতভাবে অপরিচিতদের কাছ থেকে আরও ভাল সিকিউরিটি পেতে পারে, বিশেষত প্ল্যাটফর্মে এই সরঞ্জামটির প্রয়োজন এমন মহিলাদের জন্য। বিটা সংস্করণে উল্লিখিত অন্যান্য আকর্ষণীয় বিট হল ব্লক অ্যাকাউন্ট বৈশিষ্ট্যটি কাজ করবে, যদি তারা একটি নির্দিষ্ট ভলিউম অতিক্রম করে।

আরও পড়ুন-  বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

WhatsApp-এর মতো একটি নিরাপদ মেসেজিং অ্যাপের জন্য, মেসেজ/কল একই সময়ে খুবই সহজ ব্যাপার। এর তুলনায়, সিগন্যাল গোপনীয়তার উদ্বেগ সম্পর্কে অনেক বেশি সচেতন, এবং অজানা নম্বর থেকে বার্তা পেলে লোকেদের সমস্ত অ্যাক্সেস দেয় না। আমরা আশা করছি WhatsApp-এর গোপনীয়তা বৈশিষ্ট্যটি শীঘ্রই পাবলিক বিটা সংস্করণের জন্য রোল আউট হবে। একটি বৈশিষ্ট্য যা এখন সমস্ত WhatsApp ব্যবহারকারীদের জন্য উপলব্ধ, তা হল মেটা এআই ব্যবহার করে কাস্টম স্টিকার তৈরি করার ক্ষমতা। তাদের কাছে এখন মেসেজিং অ্যাপের মধ্যে GIPHY-এর মাধ্যমে পাওয়া স্টিকার এবং GIF চিত্রগুলির একটি বিস্তৃত পরিসর রয়েছে।

ফোন নম্বর ছাড়াই WhatsApp! হবে বিরাট বদল, নয়া ফিচার কী আসছে জানেন?

WhatsApp একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের তাঁদের অ্যাকাউন্টের জন্য ইউনিক ইউজারনেম তৈরি করতে দেবে। কিন্তু এই ফিচারটি আপাতত শুধুমাত্র WhatsApp ওয়েবে আসবে।

WhatsApp, সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন, একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা অ্যাপটিতে বিপুল পরিবর্তন করবে। অ্যাপ্লিকেশনটি পরিচিতি নম্বর ব্যবহার করে কাজ করে এবং এটিই হোয়াটসঅ্যাপের মূল প্রয়োজনীয়তা ছিল।

তবে শীঘ্রই আর এমনটি থাকবে না। WABetaInfo রিপোর্ট অনুসারে, WhatsApp একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের তাঁদের প্রোফাইলের জন্য অনন্য ইউজারনেম তৈরি করতে দেবে।

আরও পড়ুন: A-র পর S, V-এর পাশে B…কিবোর্ডে ABCD পর পর লেখা থাকে না কেন বলুন তো? ‘উল্টোপাল্টা’ লেখার পেছনে আসল কারণ জেনে নিন

ব্যবহারকারীর নাম এবং যোগাযোগ নম্বর বিনিময় ছাড়াই এবারে বিভিন্ন ব্যক্তির সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। কিন্তু এই ফিচারটি আপাতত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের কাছেই উপলব্ধ। ফিচারটি এখনও ডেভেলপ করা হচ্ছে এবং এতেই দেখে মনে হচ্ছে যে, WhatsApp তার ডিজাইনে আমূল পরিবর্তন আনতে চলেছে। হোয়াটসঅ্যাপ ওয়েবের সর্বশেষ ভার্সন একটি নতুন ইন্টারফেস প্রদর্শন করবে।

আরও পড়ুন: হাড় থেকে কিডনি, হাজার সমস‍্যার সমাধান, তবুও বারণ! কাদের খাওয়া উচিত নয় ভুট্টা? জেনে নিন

এটা কীভাবে কাজ করবে?

WhatsApp এমন একটি ফিচার চালু করার কথা বিবেচনা করছে যা ব্যবহারকারীদের অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মতো ব্যবহারকারীকে ইউনিক ইউজারনেম তৈরি করার অনুমতি দেবে। এই আসন্ন ফিচার ব্যবহারকারীদের পছন্দসই নাম সিলেক্ট করার অনুমতি দেবে, যতক্ষণ না এটি অন্য ব্যবহারকারী ব্যবহার করে নিয়েছে। এর মানে হল যে প্রতিটি ব্যবহারকারীর নাম হবে এক-এক ধরনের, এতে কোনও বিভ্রান্তি থাকবে না।

সেটআপ প্রক্রিয়া চলাকালীন, ব্যবহারকারীরা একটি অনন্য ইউজারনেম নির্বাচন করতে সক্ষম হবেন। এই পদ্ধতিটি গোপনীয়তাকে অগ্রাধিকার দেবে। তবে ব্যবহারকারী নাম সেট করলেও, যাঁদের কাছে ইতিমধ্যেই ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে তাঁরা এখনও ব্যবহারকারীকে খুঁজে পেতে এবং যোগাযোগ করতে সক্ষম হবেন।

আরও পড়ুন: মিইয়ে যাচ্ছে মুড়ি? ২ মিনিটেই হবে কুড়কুড়ে, এই টিপস মনে রাখলে মাসের পর মাস থাকবে মুচমুচে

WhatsApp বেশ কিছুদিন ধরে এই ফিচারটি নিয়ে কথা বলছে এবং এটি এখনও বিকাশাধীন। তবে এই ফিচারটি একটি নিরবচ্ছিন্ন, সুরক্ষিত এবং ত্রুটি-মুক্ত অভিজ্ঞতার গ্যারান্টি দেওয়ার জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা এবং পরিমার্জনার চেষ্টা করছে।

ইনস্ট্যান্ট ভিডিও মেসেজের রিপ্লাই হবে আরও ‘কুইক’! নয়া ফিচার নিয়ে আসছে WhatsApp-এ

গত কয়েকমাস ধরে প্রায় প্রতিদিনই নিত্যনতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সেই তালিকায় যুক্ত হল আরেকটি নতুন ফিচার। এবার থেকে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজের কুইক রিপ্লাই দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়েছে WABetaInfo। তারা রিপোর্টের পাশাপাশি একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, ইনস্ট্যান্ট ভিডিও মেসেজের পাশে একটি শর্টকাট রয়েছে। এই শর্টকাটের মাধ্যমেই ইউজাররা যে কোনও ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ আসার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আপার বার্থ! বৃদ্ধের মর্মান্তিক মৃত‍্যু, রেলের সুরক্ষা আবার প্রশ্নের মুখে?

ইউজাররা চ্যাটে ৬০ সেকেন্ডের ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ পাঠাতে পারেন। ছোট ছোট ভিডিওয় নিজের মনের ভাব প্রকাশ করা যায় এতে। এবার এর উত্তর দেওয়ার জন্য নয়া ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

এই ইউজারদের জন্য আপডেট রয়েছে: আগের আপডেটগুলিতে হোয়াটসঅ্যাপ মেসেজ মেনুতে ম্যানুয়ালি উত্তর দেওয়ার অপশন ছিল। এছাড়া ইউজারদের জেশ্চারের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য ভিডিও রেকর্ডিংয়ের অপশনও দেওয়া হচ্ছে। লেটেস্ট আপডেটে এই সব ফিচার থাকবে। হোয়াটসঅ্যাপ ইউজাররা ইনস্ট্যান্ট ভিডিও মেসেজের ইনস্ট্যান্ট ভিডিও বার্তার মাধ্যমেই উত্তর দিতে পারবেন।

আরও পড়ুন: প্রোটিনের ভান্ডার! সুস্থ থাকতে সপ্তাহে কতগুলি ডিম খাবেন? সেদ্ধ করার সঠিক পদ্ধতিও জানালেন চিকিত্‍সক

WABetaInfo জানিয়েছে, অ্যান্ড্রয়েড 2.24.14.5-এর হোয়াটসঅ্যাপ বিটাতে এই নতুন ফিচার চালু হয়েছে। বিটা টেস্টাররা সেগুলি পরীক্ষা করে দেখছেন। বিটা টেস্টিং শেষ হওয়ার পর ফিচারের স্টেবল ভার্সন বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য চালু করা হবে।

স্ট্যাটাস আপডেটের জন্য নতুন ফিচার: স্ট্যাটাস আপডেটেও বড়সড় পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। WABetaInfo-এর প্রতিবেদন অনুযায়ী কোম্পানি অ্যান্ড্রয়েড 2.24.14.2-এর জন্য হোয়াটসঅ্যাপ বিটাতে স্ট্যাটাস আপডেটের রিডিজাইন করা প্রিভিউ ফিচার চালু করছে।

আরও পড়ুন: রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

WABetaInfo এই আপডেটের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে একটি থাম্বনেইল দেখা যাচ্ছে। এই থাম্বনেইলে ট্যাপ করে ইউজাররা স্ট্যাটাস আপডেটের নতুন প্রিভিউ ফিচার চেক করতে পারবেন। চ্যানেল ফিচার ব্যবহার করে ইউজারদের জন্য কোম্পানি বিশেষভাবে স্ট্যাটাস আপডেট ট্রে ডিজাইন করছে। এতে ইউজার হরাইজেন্টাল লেআউটে আপডেট ট্যাব দেখতে পাবেন। আশা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই এর স্টেবল ভার্সন প্রকাশ করবে।

‘ভোল বদলে’ যাবে WhatsApp-এর! আসছে নয়া ফিচারও, জেনে নিন কী কী বদল হবে?

আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন কোট পেইন্ট, ইউজার ইন্টারফেস এবং বেশ কিছু ফিচার নিয়ে আসছে WhatsApp। চলতি মাস থেকেই এগুলো ব্যবহার করতে পারবেন ইউজাররা। মেটা মালিকানাধীন WhatsApp দাবি করেছে, অ্যাপকে আরও সহজ এবং নির্ভরযোগ্য করাই মূল উদ্দেশ্য।

ইউজার ইন্টারফেসেই সবচেয়ে বড় পরিবর্তন আনতে চলেছে WhatsApp। নতুন জায়গায় থাকবে নেভিগেশন বার, যেখান থেকে ইউজার চ্যাট, আপডেট এবং কল করতে পারেন। একটি ব্লগ পোস্টে WhatsApp বলেছে, “ইউজারদের স্বাচ্ছন্দ্য দিতে আমরা ক্রমাগত কাজ করে চলেছি। অ্যাপে অনেক নতুন পরিবর্তন আনা হয়েছে। থাকছে নতুন কালার প্যালেট, আইকন, ফটো নেভিগেশনের সঙ্গে আরও অনেক কিছু”।

আরও পড়ুন: YouTube-ভিডিও থেকে কত টাকা আয় হয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? ৯৯% লোকজনই জানেন না

iOS 24.9.74 আপডেট সহ WhatsApp ইউজারদের জন্য এই আপডেটটি রোল আউট করা শুরু করেছে। এই আপডেটে নতুন ইউজার ইন্টারফেস, একটা সবুজ বোতাম এবং নয়া ইলাস্ট্রেশন আনা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে লে আউট। ইউজাররা যাতে কোনও কিছু খুব দ্রুত খুঁজে পেতে পারেন, তার জন্য দেওয়া হচ্ছে নতুন আইকন।

শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ইউজাররা নতুন আপডেটে ডার্ক মোডে WhatsApp ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকছে চ্যাট ফিল্টার ফিচার। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ চ্যাট এখন থেকে সহজেই খুঁজে বের করতে পারবেন ইউজাররা। এই আপডেটগুলো বিশ্বব্যাপী সমস্ত ইউজাররাই ব্যবহার করতে পারবেন। WhatsApp জানিয়েছে, ৩৫টি রঙ ঝাড়াই-বাছাইয়ের পর সবুজ রঙ বেছে নেওয়া হয়েছে, যা এখন WhatsApp-এর রঙ।

WhatsApp খুললে একদম উপরেই রয়েছে সার্চ বার। এর ঠিক নিচেই আসছে নতুন আস্ক মেটা এআই ফিচার। এছাড়া অ্যাকাউন্টের সমস্ত অপঠিত এবং গ্রুপ চ্যাটের জন্য থাকবে নতুন ট্যাব। WhatsApp অনেকগুলি বিটা ফিচারের উপরেও কাজ করছে, যাতে ফোনের স্টোরেজ পরিচালনা করা বা মেসেজিং অ্যাপে কল নেওয়া সহজ হয়।

WhatsApp-এর ওয়েব ভার্সনেও এই পরিবর্তনগুলো দেখা যাবে। ডেস্কটপে চ্যাট লক ফোল্ডার সহ কিছু নতুন ফিচার থাকছে। WhatsApp জানিয়েছে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট করলেই নতুন ফিচার পাওয়া যাবে। আর আপডেট করার পরেও ফিচার না পাওয়া গেলে কিছুদিন অপেক্ষা করতে হবে।