Tag Archives: YouTube Video

YouTube: আজ পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও কোনটি? কীসের ভিডিও? অবাক হয়ে যাবেন শুনে! আপনি দেখেছেন?

YouTube আর কেবলমাত্র বিনোদনের একটি মাধ্যম নয়৷ রোজগারের একটি বড় রাস্তাও৷ ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো ইউটিউবার হওয়াও এখন একটি পেশা৷
YouTube আর কেবলমাত্র বিনোদনের একটি মাধ্যম নয়৷ রোজগারের একটি বড় রাস্তাও৷ ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো ইউটিউবার হওয়াও এখন একটি পেশা৷
অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকে খুলতে চান৷ ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন ধরনের চ্যানেল মানুষ সবচেয়ে বেশি দেখেন? আজ পর্যন্ত কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন।
অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকে খুলতে চান৷ ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন ধরনের চ্যানেল মানুষ সবচেয়ে বেশি দেখেন? আজ পর্যন্ত কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন।
বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে এক নম্বরে রয়েছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে Pinkfong Baby Shark দ্বারা আপলোড করা হয়েছিল। এই ভিডিওটির ভিউজ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউজ সবচেয়ে বেশি৷
বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে এক নম্বরে রয়েছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে Pinkfong Baby Shark দ্বারা আপলোড করা হয়েছিল। এই ভিডিওটির ভিউজ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউজ সবচেয়ে বেশি৷
একদল লাল-নীল পুঁচকে হাঙরের দল ইউটিউবে বাজিমাৎ করেছে। পৃথিবীর লাখ লাখ কনটেন্ট বা ভিডিওয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার শিশুরাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে এতে।
একদল লাল-নীল পুঁচকে হাঙরের দল ইউটিউবে বাজিমাৎ করেছে। পৃথিবীর লাখ লাখ কনটেন্ট বা ভিডিওয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার শিশুরাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে এতে।
ইউটিউবের ইতিহাসে সর্বাধিক হিট ভিডিওর তালিকায় রয়েছে তাদের গানের ভিডিও। বেবি শার্ক। ইউটিউব দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে তারা।
ইউটিউবের ইতিহাসে সর্বাধিক হিট ভিডিওর তালিকায় রয়েছে তাদের গানের ভিডিও। বেবি শার্ক। ইউটিউব দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে তারা।
একটা শিশুদের ভিডিও, তাতে এমন কী আছে যে যার নেশায় মেতেছেন বাচ্চাদের বাবা-মা আর শিক্ষক-শিক্ষিকারাও? আসলে এই ভিডিও গানের তালটি বেশ দ্রুত লয়ের যেটা শুনতে দারুণ লাগে। তার সঙ্গে রয়েছে রঙ-বেরঙের শার্ক বা হাঙরদের মাতামাতি। অর্থাৎ এই ভিডিওকে এক কথায় বলা যায় দেখতে-শুনতে বেশ!
একটা শিশুদের ভিডিও, তাতে এমন কী আছে যে যার নেশায় মেতেছেন বাচ্চাদের বাবা-মা আর শিক্ষক-শিক্ষিকারাও? আসলে এই ভিডিও গানের তালটি বেশ দ্রুত লয়ের যেটা শুনতে দারুণ লাগে। তার সঙ্গে রয়েছে রঙ-বেরঙের শার্ক বা হাঙরদের মাতামাতি। অর্থাৎ এই ভিডিওকে এক কথায় বলা যায় দেখতে-শুনতে বেশ!

Technology News: ভিডিও সংক্রান্ত প্রশ্নের উত্তর এবার দেবে Bard; নতুন ফিচার আসছে YouTube-এ

YouTube ভিডিও থেকে কোনও তথ্য তুলে আনার কাজে এবার Google তার Bard AI চ্যাটবটকে লাগাতে চলেছে। নতুন ফিচারের জন্য Bard আপডেট করা হচ্ছে। Google বলেছে, এটিই এখন পর্যন্ত Bard-এর সবচেয়ে উন্নত সংস্করণ। এর গুণমান অনেক বেশি। এটি নির্ভুল উত্তর দিতে সাহায্য করতে পারে।

একটি ব্লগ পোস্টে, YouTube-এর আসন্ন পরিবর্তনগুলি সম্পর্কে ধারণা দিয়েছে Google। সংস্থাটি লিখেছে, ‘Bard-যাতে YouTube ভিডিও বুঝতে পারে, সেজন্য প্রথম পদক্ষেপ করছি আমরা। উদাহরণস্বরূপ, আপনি যদি অলিভ অয়েল কেক তৈরির ভিডিও খোঁজেন, তাহলে এখন জিজ্ঞাসা করা যেতে পারে, প্রথম ভিডিও-র রেসিপি-তে কতগুলি ডিম প্রয়োজন।’

সংস্থাটি আরও দাবি করেছে, ব্যবহারকারীদের দাবি অনুযায়ী YouTube ভিডিওগুলির সঙ্গে তাঁদের সম্পৃক্ততা বাড়াতে চাওয়া হচ্ছে৷ সেই লক্ষ্যেই কিছু ভিডিও-র বিষয়বস্তু বোঝার জন্য YouTube Extension বাড়ছে। যাতে Bard-এর সঙ্গে আরও নিবিড় যোগ তৈরি হয় ব্যবহারকারীর।

Bard-এর এই YouTube Extension গত সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। তবে তা নির্দিষ্ট ভিডিও খোঁজার জন্য ব্যবহার করা যাচ্ছিল। এবার সেখানে Bard-এর উন্নতি করা হচ্ছে। YouTube ভিডিও থেকে নির্দিষ্ট প্রশ্নের উত্তরও সে দিতে পারবে। এতে ব্যবহারকারীর সময় বাঁচবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে নয়া ফিচার! শুধু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই কীভাবে শেয়ার করবেন পোস্ট? জেনে নিন

আরও পড়ুন: দামি দামি গিজার ছাড়ুন…! বাড়িতে আনুন সস্তার এই বালতি! জিরো ডিগ্রিতেও মিলবে টগবগে ফুটন্ত জল

YouTube-এর জেনারেটিভ AI ফিচার—

Bard-এ এই নতুন আপগ্রেড এমন সময়ে করা হচ্ছে, যখন ভিডিও স্ট্রিমিং জায়ান্ট YouTube-এ নতুন কিছু আকর্ষণীয় AI ফিচার চালু করেছে। এর উদ্দেশ্যই হল ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ তৈরি করা।

যদিও এই ফিচারগুলি প্রাথমিক পরীক্ষার পর্যায়ে রয়েছে। কিছু YouTube প্রিমিয়াম সদস্য youtube.com/new-এ সেগুলি ব্যবহারের সুযোগ পেতে পারেন।

প্রথম পরীক্ষার লক্ষ্য হল দীর্ঘ ভিডিও-গুলিতে বিস্তৃত মন্তব্য বিভাগে নেভিগেট করা সহজ করা। সহজে বোধগম্য বিষয়গুলিতে মন্তব্যগুলি সংগঠিত করতে AI প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

অন্য একটি নতুন ফিচার হল বিষয়বস্তু গভীর বোঝার জন্য উৎসাহিত করা। এজন্য ক্যুইজের মতো বিষয়ও চালু করা হচ্ছে।