Tag Archives: Dance

India Book Of Record: আপনার প্রতিভা তুলে ধরতে চান ইন্ডিয়া বুক অফ রেকর্ডে! জেনে নিন আবেদনের পদ্ধতি

উত্তর দিনাজপুর: ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললো কালিয়াগঞ্জের রিয়া রায়। আপনিও কি রিয়ার মতো ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলতে চাইছেন ? কীভাবে তুলবেন জানেন কী?

সম্প্রতি নৃত্য, গান ও রূপসজ্জা বিষয়ের উপরে বিশেষ পারদর্শিতার জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এ নাম উঠেছে কালিয়াগঞ্জ এর নৃত্যশিল্পী রিয়া রায়। ছোটবেলা থেকে মামার বাড়ি থেকেই বড় হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ কোন ব্রেকফাস্ট বেস্ট? সকালের জলখাবারে কী খেলে ডায়াবেটিস হাতের মুঠোয়? দেখে নিন তালিকা

গত ১২ ই জুলাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আবেদনের ভিত্তিতে ১৮ই জুলাই রিয়া রায়কে এই সম্মানের জন্য সিলেক্ট করা হয়। সেই সঙ্গে তাঁকে ইমেইল মারফত দিল্লিতে একটি কনভোকেশনে আসার জন্য ইনভাইট করা হয়। রিয়া ইমেইল মারফত জানায় তাঁর দিল্লিতে যাওয়া সম্ভব নয়, এরপর তার আবেদন গৃহীত হলে কুরিয়ারের মাধ্যমে তাঁর বাড়িতে পুরস্কার এসে পৌঁছায়। রিয়ার এই সাফল্যে খুশি তাঁর পরিবারের লোকজন।

আপনার মধ্যে রয়েছে কী রিয়ার মত নাচ, গান কিংবা বিশেষ কোনো বিষয় পারদর্শিতা রয়েছে ?আপনিও কি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম কিংবা নিজে সন্তানের নাম তুলতে চাইছেন ? এর জন্য প্রথমেই ইন্ডিয়া বুক অফ রেকর্ড ডট ইন এই ওয়েবসাইটে যান। সেখান থেকেই অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের একই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিন। আপনার সমস্ত ডিটেইলস ফিলাপ করার পর আপনার মধ্যে কিংবা আপনার সন্তানের মধ্যে কি কি অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ লিখে ফেলুন।

তারপর আপনার সেই বিশেষ অ্যাক্টিভিটি গুলোর এক এক করে আলাদা আলাদা ভিডিও বানিয়ে নিতে হবে । তবে প্রত্যেকটা ভিডিও যেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে হয় । আপনি আপনার ফোন বা ল্যাপটপ থেকে আপনার ভিডিওগুলো আপলোড করে দেবেন। তবে ভিডিও করার সময় অবশ্যই কিছু কিছু বিষয়ে মাথায় রাখবেন আপনার ভিডিওর যাতে সাউন্ড ভাল হয়, ভিডিওগুলো যাতে খুব বেশি বড় না হয় এবং ভিডিওগুলো যাতে এইচডি কোয়ালিটির হয়। এই সমস্ত কিছু দিয়ে আপনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ফর্ম ফিলাপ করুন। তারপর আপনি সিলেক্টেড হলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকেই আপনাকে ইমেইল কিংবা ফোন করা হবে। এভাবে বাড়িতে বসে আপনিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলতে পারবেন। আপনার মধ্যে কোন বিষয়ে বিশেষ প্রতিভা থাকলে আপনিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলতে পারবেন।

পিয়া গুপ্তা

West Medinipur News: শরীরে যেন হাড়গোড় নেই! পড়াশোনায় তুখোড়, ছোট্ট খুদের এই প্রতিভা জানলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুর: অত্যন্ত প্রাণ চঞ্চল খুদে। যেমন পড়াশোনায় তেমনই আনুষাঙ্গিক নানান প্রতিভায়। দেখলে মনে হবে যেন শরীরে নেই কোনও হাড়গোড়। সুন্দর যোগা ডান্স পরিবেশন করে অবাক করে দেয় সকলকে। বিদ্যালয়ে তার শ্রেণিতে বেশ কয়েক বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছে। পড়াশোনার প্রতি যেমন তার আগ্রহ তেমনই নাচ, যোগা এমনকি ছবি আঁকা, স্কেটিং-এও দুর্দান্ত দক্ষতা পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খুদে উদ্দীপ্তা দাসের।

ছোট থেকেই তার আগ্রহ যোগব্যয়ামের প্রতি। মেয়ের আগ্রহকে সায় দিয়ে বাবা-মাও এগিয়ে দিয়েছেন অনুশীলনের দিকে। তার দুর্দান্ত পারফরমেন্স এনে দিয়েছে নানান স্বীকৃতি ও পুরস্কার। মঞ্চে হোক কিংবা বিভিন্ন জায়গায় তার যোগা নৃত্য প্রদর্শন মন জয় করে সকলের। পশ্চিম মেদিনীপুর দাঁতনের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্রী উদ্দীপ্তা দাস। সাড়ে তিন বছর বয়স থেকে যোগ ব্যায়ামের প্রতি ইচ্ছে এবং দক্ষতা থাকায় বাবা-মা তাকে ভর্তি করেছেন যোগব্যায়াম প্রশিক্ষণে। শুধু তাই নয় ছবি আঁকা, নাচেও বেশ পারদর্শী সে। বিদ্যালয়ে বরাবর প্রথম স্থান অধিকার করে। পড়াশোনার পাশাপাশি দিনে অন্ততপক্ষে দেড়- দু ঘন্টা যোগা নৃত্য অনুশীলন করে।

আরও পড়ুন-     চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

এছাড়াও নিজের ইচ্ছেতেই শিখেছে স্কেটিং করা। উদ্দীপ্তার বাবা অরবিন্দ দাস একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মা সুমনা দাস অপর একটি বিদ্যালয়ের শিক্ষিকা। বাড়ির ছোট মেয়ে উদ্দীপ্তা। মেয়ের এই প্রতিভায় খুশি তার বাবা-মা।

আরও পড়ুন-   শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন রিমল! ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে, উত্তরেও কি চলবে তাণ্ডব? আবহাওয়ার বিরাট আপডেট

নিজের সম্পূর্ণ ইচ্ছে এবং ভালবাসায় এতদূর এগিয়েছে সে। বড় হয়ে তার ইচ্ছে চিকিৎসক হওয়ার। তবে তার নেশা যোগা ডান্স। দুয়ে মিলে এগিয়ে যাচ্ছে ছোট্ট মেয়েটি। পেয়েছে পুরস্কার। মেয়ের এই সাফল্যে খুশি খুদে উদ্দীপ্তার বাবা-মা।

রঞ্জন চন্দ

Tribal Festival: জীবনের কথা বলবে নাচ, সারহুল উৎসবে মেতেছে ডুয়ার্স

আলিপুরদুয়ার: আদিবাসী সম্প্রদায়ের মুন্ডা, ওঁরাও, বড়াই সহ বিভিন্ন উপজাতির মানুষেরা নৃত্য ও নাটকের মাধ্যমে তুলে ধরছেন তাঁদের জীবনযাত্রা।কালচিনি ময়দানে সারহুল উৎসবে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা দেখতে জমছে ভিড়।

সারহুল উৎসব ঝাড়খণ্ডে বসবাসরত বহু উপজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিশেষ করে ওরাওঁ উপজাতির কাছে এটি অতি গুরুত্বপূর্ণ। যদিও এই উৎসবে সামিল হন অন্যান্য উপজাতির মানুষেরা। এই দেশের আদিবাসী সম্প্রদায় বরাবরই প্রকৃতির পূজারী। সরহুল উৎসবের সময় তাঁরা শাল গাছের পুজো করে থাকেন। মনে করেন শাল গাছ আশ্রয় দেয়, আবহাওয়া থেকে রক্ষা করে এবং কাঠের জোগান দেয়। তাই তাকে মা রূপে পুজো করা হয়।

আরও পড়ুন: কমছে পাখির সংখ্যা, গুরুত্ব হারাচ্ছে কুলিক পাখিরালয়

সারহুল উৎসবের উদ্যোক্তা ওমদাস লোহার জানান, এই উপলক্ষে পুজোর পাশাপাশি রোজ নাচ ও নাটকের আয়োজন করা হয়েছে। চলে মেলা। প্রতিদিন বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যনাট্য-এর মাধ্যমে দেখানো হবে বিভিন্ন জনজাতির জীবনযাত্রা। এর মধ্যে থাকছে চাষের আগে পুজো, নতুন বছরকে বরণ, মাছ শিকার সহ আদিবাসীদের জীবনযাত্রার বিভিন্ন আঙ্গিক। অজানা তথ্য জনসমক্ষে আসবে বলে জানান উদ্যোক্তারা‌।

অনন্যা দে

Indigenous Dance: কুলবুধি নাচ দেখেছেন? হাসিতে ফেটে পড়বেন

নিজস্ব প্রতিবেদন: অসমের মটক জনজাতির নিজস্ব এক বিরল নৃত্যশৈলী আছে। যা এই কুলবুধি নৃত্য সম্পর্কে আপনি কিছু জানেন বা এর নাম কখনও শুনেছেন? কুলবুধি নৃত্য গোলমটক জনসাথির একটি বিপন্ন লোকসংস্কৃতি। মটক-রা অসমের অন্যতম ভূমিপুত্র। এই ঐতিহ্যবাহী নৃত্যশৈলীর মাধ্যমে অসমের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ দুর্দান্তভাবে ফুটে ওঠে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই লোকসংস্কৃতিও হারিয়ে যেতে বসেছে।

কুলবুধি শব্দটি প্রকৃতিকে বোঝায়। প্রকৃতি রূপে বুড়ি মাথায় কম্বল দিয়ে বিশেষ ভঙ্গিতে নাচে। কুলবুধি নৃত্য সাধারণত নারীর ছদ্মবেশে মটক জনজাতির পুরুষরা পরিবেশন করেন। কুলবুধি নৃত্য লোককাহিনীর সঙ্গে জড়িত।

মটক সমাজে কুলবুধি নৃত্য পরিবেশিত হয় বিটল বিয়ে এবং বড় বিয়েতে। কুলবুধি নৃত্যে ঢোলের মত তাল বাদ্য বাজে। ঢোলের তালে এবং গানের সুরে মাথা ও কোমর ঘুরিয়ে বিশেষ ভঙ্গিতে নাচে। মটক সম্প্রদায় কুলখানের চেয়ে দোলা বেশি ব্যবহার করে। তাই কুলবুদ্ধির মাথায় দোলা পরার রীতি প্রচলিত। কখনও কখনও বুড়ির হাতে লাঠিও থাকে। তবে লাঠি নেওয়া বাধ্যতামূলক নয়।

আর‌ও পড়ুন: সত্যিকারের শহর হতে চায় কোলাঘাট

ধীরগতির ঢোলের তালে কুলবুধি তার হাঁটু বাঁকিয়ে কোমর ঘুরিয়ে, মাথায় দোলা নিয়ে লাফিয়ে নাচে। কুলবুধি নৃত্যের নির্দিষ্ট ব্যাকরণ নেই। যিনি নাচছেন তিনি নিজস্ব শারীরিক প্রবাহের সঙ্গে মিশে যে নিজের মতো করে নাচতে পারেন। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া দর্শকদের বিনোদন দেয়। তারা তাদের মাথায় বহন করা বাক্সে একজোড়া নারকেল এবং প্যান রাখে। কুলবুধি নৃত্যশিল্পী প্রতিটি পদক্ষেপে দর্শকদের বিনোদন দেন। মটক সমাজে কুলবুধি নৃত্য বিটল বিয়েতে বাধ্যতামূলক, কিন্তু বড় বিয়েতে নয়।

কুলবুধিকে দর্শকরা বিভিন্ন প্রশ্ন করেন। এই জিনিসগুলি থেকে দূরে থাকার অনেক উপায় রয়েছে। কুলবুধির অদ্ভুত উত্তরও দর্শকদের আনন্দ দেয়। লক্ষণীয় যে মটক সমাজে কেবল পুরুষরাই কুলবুধি নৃত্য করেন। নারী বুড়ি নাচে না। ঢোল বাজায় কুলবুধি নাচের জন্য এবং নামতি গান গায়।

Mamata Banerjee: বলা হল না অভাবের কথা! তবুও একই মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত ধরে নেচে খুশি মহিলারা! জানুন

আলিপুরদুয়ারে জনসভায় এসে মুখ্যমন্ত্রী নাচ করলেন রাভা ও বোরো মহিলাদের সঙ্গে
আলিপুরদুয়ারে জনসভায় এসে মুখ্যমন্ত্রী নাচ করলেন রাভা ও বোরো মহিলাদের সঙ্গে
গায়ক ইন্দ্রনীল সেনের গানে নাচতে পেরে খুশি সকলেই
গায়ক ইন্দ্রনীল সেনের গানে নাচতে পেরে খুশি সকলেই
মুখ্যমন্ত্রীর জনসভার আগেই এই গ্রুপ দুটির মহিলারা শুরু করেছিলেন তাদের নাচের মহড়া
মুখ্যমন্ত্রীর জনসভার আগেই এই গ্রুপ দুটির মহিলারা শুরু করেছিলেন তাদের নাচের মহড়া
রাভা ও বোরো মহিলাদের আশা ছিল মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু হল না কথা বলা
রাভা ও বোরো মহিলাদের আশা ছিল মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু হল না কথা বলা
কথা না বলতে পারলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে নেচে খুশি রাভা ও বোরো মহিলারা
কথা না বলতে পারলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে নেচে খুশি রাভা ও বোরো মহিলারা

জনপ্রিয় বলিউড গানে Zomato ডেলিভারি বয়ের নাচের ভিডিও ভাইরাল

এই ভিডিওতে দেখা যাচ্ছে জোমাটো টি-শার্ট পরা একজন ব্যক্তি ইনস্টাগ্রাম রিল তৈরি করার জন্য তার স্কুটার পার্ক করে রাস্তার মাঝখানে নাচছেন। তার নাচের অফুরন্ত প্রাণবন্ততা নেটিজেনসদের অবাক করে দিয়েছে। ‘মাস্ক’ নামে একজন টুইটার ইউসার জোমাটো ডেলিভারি বয়ের এই ছোট ক্লিপটি টুইটারে পোস্ট করেছেন। কয়েকজন ইউসার মজা করে লিখেছেন যে আমরা ভাবি হয়তো ট্র্যাফিক জ্যামের কারণে তাদের অর্ডার পৌঁছাতে দেরি হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে যে সেটাই তার একমাত্র কারণ নয়।

৩১ সেকেন্ডের এই ছোট ক্লিপে ব্যাকগ্রাউন্ডে বাজানো মিউজিক বীটের সঙ্গে তাল মিলিয়ে জোমাটো ডেলিভারি বয়ের নাচের এই অসামান্য ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশংসা অর্জন করেছে। প্রতিটি স্টেপকে অপূর্বভাবে তুলে ধরে সে একটা কথা প্রমান করে দিয়েছে যে প্রতিভা যে কোন মানুষের মধ্যেই লুকিয়ে থাকতে পারে , তাকে শুধু সবার সামনে আনার দরকার। তবে ভিডিওটি কোথায় শ্যুট করা হয়েছে তা জানা যায়নি। ভিডিওটি এখানে দেখুন –

 

ঘটনাটি একটি বিয়েবাড়ির বাইরে ঘটেছে। বিয়েবাড়ির ভিতরে তখন জনপ্রিয় মনোজ বাজপেয়ীর গান ‘সপনে মে মিলতি হ্যায়’-তে অতিথিদের নাচতে দেখা যায় , অন্যদিকে তখন এই ডেলিভারি বয়টি বিয়েবাড়ির বাইরে প্রাণখোলা নাচের আনন্দ উপভোগ করছিলেন। ইনস্টাগ্রাম ইউসার উভয়পক্ষকেই একই সঙ্গে রেকর্ড করেছেন এবং তার ভিডিওর মাধ্যমে জীবনের একটি বড় পাঠ শেয়ার করতে চেয়েছেন।

একদিকে অতিথিদের নাচতে দেখা যায়, অন্যদিকে ডেলিভারি বয়কে দেখা যায় বিনা কোন কিছুর পরোয়া করে জীবনকে পুরোমাত্রায় উপভোগ করছে । এটি প্রমাণ করে যে আমাদের জীবনের ছোট ছোট জিনিসগুলি উপভোগ করা উচিত, পরিস্থিতি যাই হোক না কেন।

জীবন মানেই যুদ্ধ আর সেটাকে মেনে নিয়েই বেঁচে থাকার নাম জীবন। তাই জীবনে আসা ছোটোখাটো খুশি কিংবা সুখকে ভুলে যাওয়া কখনই উচিত নয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিওটি পছন্দ করেছেন এবং অনেক ভালোবাসা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর, ভিডিওটি ৫৬০০ টিরও বেশি লাইকস এবং ৬২,০০০ এর বেশি ভিউ হয়েছে। শুধু তাই না ইনস্টাগ্রামের কমেন্ট বক্স প্রশংসায় ভরে গেছিল।

একজন ইনস্টাগ্রাম ইউসার লিখেছেন “যদি আমি তাকে নাচতে দেখি, আমি সত্যিই তাকে খাবারের জন্য আমন্ত্রণ জানাবো। ”
অন্য একজন লিখেছেন, “এটি খুব সুন্দর ইয়ার।”

Viral Video: ওয়ার্ল্ড ডান্স ডে-তে ছাত্রী-শিক্ষিকার ধামাকা পারফরম্যান্স! দুর্বার গতিতে ভাইরাল

#ভাইরাল : শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্ক এক চিরকালীন ভালোবাসার সম্পর্ক। জীবনের শুরু থেকেই ছাত্র-ছাত্রীদের আদর্শ ও জীবন দর্শন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকেরা। আর সেই কারণে পিতা-মাতার পরই স্থান দেওয়া হয় তাঁদের। পাশাপাশি, শিক্ষার্থীরাও সমীহ করে তাদের শিক্ষক-শিক্ষিকাকে। যুগের পর যুগ ধরে এই রেশ বজায় রয়েছে (Viral Video)।

সম্প্রতি নেটমাধ্যমের দৌলতে এমন কিছু মুহূর্ত ও দৃশ্য সকলের হাতের মুঠোয় এসে যায় যার উৎপত্তি কোথায় কী ভাবে তা না জেনেও সেই ভিডিও দেখে আবেগে ভাসেন নেটিজেনরা। যে কারণে ওই ভিডিওগুলি তুমুল ভাবে ভাইরাল হয় নেটমাধ্যমে (Viral Video)। সম্প্রতি ঠিক সেইরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একজন শিক্ষিকাকে ক্লাসের মধ্যেই নাচের তাল শিখিয়ে দিচ্ছে ছাত্রী। এমনকি, সেই শিক্ষিকা রীতিমত নকলও করতে থাকেন তাকে। আর এই মন ভালো করা ভিডিওটিই তোলপাড় করছে নেটমাধ্যম।

আরও পড়ুন : বিয়ে করলেই কমে যাবে নাছোড়বান্দা ‘এই’ নেশা! জানেন কি সেই বদ অভ্যেস?

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে দেখা গেল এমনই এক বিরল ভিডিও। ভাইরাল হওয়ার সুবাদে যে সকল ভিডিও পৌঁছে যায় আসমুদ্রহিমাচল। তবে, সেগুলির মধ্যেই এমন কিছু ভিডিও থাকে যা সত্যিই মানুষের মন ছুঁয়ে যায়। পাশাপাশি, তা পৌঁছে দেয় এক সামাজিক বার্তাও। বর্তমান ভিডিওটিতে ঠিক সেই ঘটনাই ঘটেছে (Viral Student Teacher Dance)।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে ক্লাসের মধ্যেই এক ছাত্রী শিক্ষিকার সামনে গানের তালে নাচতে থাকে। সেই সময়ে সেখানে উপস্থিত ছাত্রীরা ওই শিক্ষিকাকেও নাচতে বলেন। আর তারপরেই তিনি তাঁর ওই খুদে ছাত্রীকে অনুকরণ করে নাচতে শুরু করেন। এদিকে, এই দৃশ্য দেখে বাকি ছাত্রীরা আনন্দে উদ্বেল হয়ে হাততালিও দিতে থাকে। ওই ছাত্রীকে নকল করে বেশ কিছুক্ষণ নাচতে থাকেন সেখানে থাকা শিক্ষিকা। এদিকে শিক্ষিকা এবং ছাত্রীর এই অসাধারণ নৃত্যের যুগলবন্দী দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও।

আরও পড়ুন : শুভ কাজের আগে দই খাওয়ার রীতি মানেন? জানেন এর ফলে কী ঘটবে আপনার শরীরে!

আর এই ভিডিওটিই বর্তমানে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। মোট ৫০ সেকেন্ডের ভিডিওটি @ManuGulati11 নামের একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। পাশাপাশি, তিনি ক্যাপশনে লিখেছেন, “শিক্ষার্থীরা শিক্ষক হতে ভালোবাসে।” এদিকে, এই মন ভালো করা ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে ভিউয়ার্স এবং লাইক। নেটিজেনরা প্রতিক্রিয়াও জানিয়েছেন এটি দেখে। তবে, সকলেই ওই শিক্ষিকার এহেন ভূমিকাকে পঞ্চমুখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

শরীর চুঁইয়ে পড়ছে লাস্য, বৃষ্টিভেজা হলুদ শিফন লেপটে শরীরে, যুবতীদের দামাল নৃত্যে মজে নেট দুনিয়া

#কলকাতা: নেটদুনিয়া আসার পর প্যারালাল একটা এনটারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছেন৷ বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিভিন্ন শিল্পীরা নিয়মিত পারফর্ম করেন৷ তাঁদের সেই সব প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ ফ্যান -ফলোয়ার রয়েছেন৷ এখন শুধুমাত্র টলিউড-বলিউডের লাইমলাইট -লাইট-সাউন্ড-ক্যামেরা অ্যাকশন লাগে না সেলিব্রিটি হয়ে উঠতে ৷

এরকমই সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা এক পরিচিত মুখ অ্যাঞ্জেলা চৌধুরি৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ১০ হাজারের বেশি ফলোয়ার আবার ইউটিউবেও তাঁর চ্যানেলে রয়েছে লক্ষাধিক সাবস্ক্রাইবার৷

ইনস্ট্রাগ্রাম প্রোফাইল হিসেবে তাঁর দেশ দেখানো যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেখানেই নাচ-কোরিওগ্রাফার ও ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি৷ নিজের সবকটি সোশ্যাল হ্যান্ডেলেই পারফরম্যান্সের ভিডিও আপলোড করেন৷ একাধিক৷ আর প্রচুর ভিডিও-র ক্ষেত্রেও তিনি দশ লক্ষের বেশি ভিউ হামেশাই পেয়ে থাকেন৷ সম্প্রতি তাঁর ও টিমের একটি ভিডিও -নেটিজেনদের একেবারে মাথা ঘুরিয়ে দিচ্ছে৷

হলুদ শিফনের শাড়িতে তিন তন্বী-সুন্দরী একেবারে লাস্যে টইটম্বুর৷ বাটলা হাউসে নোরা ফতেহি নেচেছেন সাকি সাকি গানের সুরে৷ সেই গানের তালেই এবার নাচলেন অ্যাঞ্জেলা৷

দেখে নিন সেই ভিডিও৷

ইনস্টাগ্রামে তাঁর ভিডিও-র ভিউ ৪২ হাজারের বেশি আর ইউটিউবে এই ভিডিও ছাড়িয়েছে ৩১ লক্ষ৷

অ্যাঞ্জেলার এই নাচের পর একের পর এক ভিডিও আপলোড করেন আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷

জিমে গেয়ে নেচে উঠলেন লুঙ্গি ডান্স ! দীপিকার ভিডিও ভাইরাল

#মুম্বই: বলিউডে এখন এক নম্বর কোন নায়িকা? সবাই এক কথায় বলবেন দীপিকা পাড়ুকোন ৷ তা সৌন্দর্যে হোক বা বক্স অফিস কালেকশনে দীপিকাকে টেক্কা দেওয়া এখন বেশ কঠিন অন্য হিরোইনদের কাছে ৷ তাই দীপিকা এখন সবার কাছে এতটাই ফেভারিট যে, পাপারাৎজি থেকে শুরু করে নেটিজেনরা সবাই মুখিয়ে থাকে দীপিকা কী করলেন, দীপিকা কী পরলেন !

তবে এবার দীপিকা যা করলেন, তা দেখে রীতিমতো শোরগোল পরে গিয়েছে, বলি পাড়ায় ৷ নেটিজেনরা তো দীপিকাকে এই রূপে দেখে একেবারে হতবাক ৷

তা নতুন কী করলেন দীপিকা?

নিজেকে ফিট রাখতে রোজই জিমে যান দীপিকা ৷ নিয়মিত ব্যায়ামও করেন তিনি ৷ তবে এবার দীপিকা শুধু এক্সারসাইজ করলেন না, বরং সুযোগ পেয়ে নেচে উঠলেন লুঙ্গি ডান্সের গানে৷ জিমে উপস্থিত অন্যরা দীপিকাকে এই অবস্থায় দেখে একেবারে হতবাক ৷ আর দীপিকার এই জিমে গিয়ে নাচ এখন ঝড়ের মতো ভাইরাল….

মাঝ রাস্তায় হঠাৎ নাচতে শুরু করলেন নেহা কক্কর ! দিলেন হুমকি ! দেখুন ভিডিও

#মুম্বই: নেহা কক্কর ! গানের জগতের এক ঝলমলে তারার নাম নেহা । নেহা একটি রিয়ালিটি শো-এর জাজ। সেখানে উদিত নারায়ণের ছেলে আদিত্যর সঙ্গে তাঁর বিয়ে নিয়ে কত কিছুই না করা হল। বিয়ে হবে কি হবে না পরের কথা, জল ঘোলা তো কম হয়নি।

তবে নেহা কোনও কিছুতেই থেমে থাকার মেয়ে নন। তিনি সব সময় জীবনটাকে মজা করে কাটাতে চান। এই যেমন তিনি ইনস্টাতে তাঁর একটি নাচের ভিডিও পোস্ত করেছেন। একটি বাচ্চা মেয়ের সঙ্গে মাঝ রাস্তায় নাচতে শুরু করে সে। কিন্তু এই ভিডিও পোস্ট করে নেহা লেখেন, “লাভ ইউ গুড্ডু” তারপর হটাৎ করেই নাম না করে হুমকি দিতে থাকেন নেহা। বলেন ইশ্বরের দেওয়া সব আছে আমার কাছে। আমার থেকে দূরে থাক। কাকে বললেন এই সব কথা ? আদিত্যকে নয়তো? কিছুই খোলসা করেননি গায়িকা।

 

View this post on Instagram

 

Love You Guddu ?? . Bhagwaan Ki Daya Se, By The Grace of God, I have Everything one wishes from Life ?? Really Really Happy that I’m living a Happiest Life and that’s because of Good Deeds, Good Karma! ❤️??? Log Jo Bhi Bura Bolte Hain Mere Baare Mein They’re nothing but FAKE AND JEALOUS and USING MY FAME to appear in News. Pehle bhi Use Kiya, Mere Peeche se bhi Use Kar Rahe Hain. Oye! Get Famous coz of Your Work, Not bcz of Me. Don’t Use My Name to get famous again. If I open My Mouth…………. I’ll bring here your Mother, Father and Sister’s deeds too.. What all they did and said to me. Don’t You Dare Use My Name and Dont become Bechaara in front of the world, making me look like a villain, Warning You!!!!! ⚠️ Stay Away from Me and My Name!!!!!! ??

A post shared by Neha Kakkar (@nehakakkar) on