Tag Archives: delivery boy

ডেলিভারি বয়দের দিনে কত টাকা উপার্জন? সমীক্ষার চাঞ্চল্যকর রিপোর্ট, হা হয়ে যাবেন

কলকাতা: ডেলিভারি বয় হিসেবে কাজ করলে মাসে কত টাকা উপার্জন করা যায়? এমন প্রশ্ন অনেকের মনেই জাগে। ডেলিভারি বয়দের জন্য কিন্তু এখন আমাদের হাতের নাগালে দুনিয়া। দিন হোক বা রাত, যে কোনও খাবার বা জিনিসপত্র চাইলেই আমরা হাতে পেয়ে যাই। একেবারে বাড়ির দ্বোরগোড়ায় সেসব পৌঁছে দেন ডেলিভারি বয়রা।

জ্যোমাটো, সুইগি, ব্লিঙ্কিট, জেপটো, ফ্লিপকার্ট, অ্যামাডন- এমনই প্রচুর অ্যাপ রয়েছে। সেই সব অ্যাপ-এর হয়ে কাজ করেন কয়েক লাখ ডেলিভারি বয়। সারাদিন কাজ করতে হয় তাঁদের। রোদে পুড়ে, জলে ভিজে। তবে এত কাজ করার পরও কিন্তু খুব বেশি টাকা উপার্জন হয় না তাঁদের। এমনই তথ্য দিচ্ছে সাম্প্রতিক একটি সমীক্ষা। বিভিন্ন অ্যাপ পণ্য বিক্রি করে বছরে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে। কিন্তু ডেলিভারি বয়দের আর্থিক অবস্থা কিন্তু শোচনীয়।

আরও পড়ুন- মানুষের পরই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি জানেন? মিলেছে প্রমাণ! কোন প্রাণী?

বোরজো নামক একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট বলছে, ভারতে যারা ডেলিভারি কর্মী হিসাবে কাজ করেন, তাদের ৭৭.৬ শতাংশ কর্মীরই বার্ষিক উপার্জন আড়াই লক্ষ টাকার নীচে। অর্থাৎ বেশিরভাগ ডেলিভারি বয়দের দৈনিক আয় ৭০০ টাকারও কম।

ভারতের মোট ৪০টি শহরে জোমাটো, সুইগি, অ্যামাজন, ফ্লিপকার্টের প্রায় ২ হাজারেরও বেশি ডেলিভারি কর্মীর উপরে সমীক্ষা করা হয়েছিল। তাতেই এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষার রিপোর্ট বলছে, ডেলিভারি বয়দের মধ্যে মাত্র ২৪ শতাংশ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে টাকা জমান। তবে তাঁদের জমানো টাকার অঙ্ক ১ হাজার থেকে ৩ হাজারের মধ্যেই সীমাবদ্ধ।

আরও পড়ুন- কালো অংশকে মণি বা পিউপিল বলে! কিন্তু চোখের সাদা অংশের নাম কী? ৯৯ শতাংশই জানেন না

আরও জানা গিয়েছে, ২৩ শতাংশ ডেলিভারি কর্মী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। তাঁদের মধ্যে ৭১ শতাংশের বিনিয়োগের অঙ্ক মাত্র ৫০০ থেকে ১০০০ টাকা। ডেলিভারি বয়দের মধ্যে মাত্র ২৬ শতাংশ সরাসরি স্টক মার্কেটে বিনিয়োগ করেন। আরও যেটি সব থেকে চিন্তার বিষয়, ভারতের ডেলিভারি কর্মীদের মধ্যে ৬২ শতাংশের জীবনবিমা নেই।

Crime News: ভয়ঙ্কর কাণ্ড! ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকেই করল সর্বনাশ…! হাড়হিম ঘটনায় বিরাট আতঙ্ক

উওর ২৪ পরগনা: দিনে হোক বা রাতে ফুড ডেলিভারির জন্য ডেলিভারি বয়রা আসেন বাড়িতে। দিয়ে যান অর্ডার অনুযায়ী খাবার। তবে এবার যে ঘটনা ঘটল তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়াল বরানগর এলাকায়। দিনের আলোতে ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে ৫৮ বছরের বৃদ্ধা মহিলার মাথা ফাটিয়ে গলার সোনার চেন ও লকেট ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালাল এক ছিনতাইবাজ।

জানা গিয়েছে, সুইগির ড্রেস পরে ডেলিভারি বয় সেজে বরানগর ১৯৫/১/১এ গোপাল লাল ঠাকুর রোডে বেহায়া পাড়ায় এক বাড়িতে হানা দেয় ছিনতাইবাজ। ৫৮ বছরের বৃদ্ধা বুলু গোস্বামীকে মাটিতে ফেলে, মাথা ফাটিয়ে গলার সোনার চেন ও লকেট ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসিটিভি-তে  বন্দী হলেও, এমন ঘটনায় মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

ওই দুস্কৃতি বাইকে চেপে এসেছিল বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। বরানগর থানার পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখে ওই দুস্কৃতির খোজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা পরিবার। ফলে ডেলিভারি বয় সেজে এসে এভাবে ছিনতাই এর ঘটনায়, প্রকৃত ডেলিভারি বয়দের কাজ করা কর্মীদেরও নিরাপত্তা জনিত সমস্যায় পড়তে হতে পারে এবার থেকে বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।

Rudra Narayan Roy

Viral Video: নিজের প্রাপ্য টাকা দিলেন অন্যজনকে, ফুড ডেলিভারি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা

দিল্লি: দুই যুযুধান কোম্পানির কর্মীর সৌজন্যের দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা৷ একজন মেয়ে সুইগি ও জোম্যাটো দুটি সংস্থা থেকেই খাবার অর্ডার করেন৷ দু’জন ফুড ডেলিভারি পার্টনার প্রায় একই সময় মহিলাটির বাড়িতে উপস্থিত হয়৷

মহিলাটির জানিয়েছিলেন যে, তিনি লক্ষ করছিলেন তাঁদের মধ্যে কে আগে খাবার ডেলিভার করতে সক্ষম হবেন৷ জোম্যাটো ডেলিভারি বয়টি আগে এসে খাবার দেওয়ায় তিনি তাঁকে ৫০০ টাকার একটা নোট টিপস হিসেবে দিতে চেয়েছিলেন৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে উদ্ধার ৬৫ কেজি গাঁজা, আরপিএফের হাতে আটক ২ মহিলা

ঘটনা শুরু সেখান থেকেই ছেলেটির বক্তব্য এই টাকাটি প্রকৃতপক্ষে অন্য ডেলিভারি অ্যাপ থেকে আসা লোকটিরই প্রাপ্য৷ ছেলেটির বক্তব্য ছিল, সুইগির ডেলিভারি বয়টি অনেকদূর থেকে এসেছেন৷ তাই তাঁর সময় বেশি লাগাই স্বাভাবিক৷

কিন্তু তার পরও যেহেতু এই ছেলেটি-ই আগে এসে পৌঁছেছে, তাই মহিলাটি তাকেই পুরষ্কৃত করতে চেয়েছিলেন৷ এর পরও সেই  ছেলেটি টাকা নিতে চাননি৷

আরও পড়ুন:ডার্ক চকোলেটের ভিতর দাঁতের পাটি! পুরো ঘটনা জানলে চমকে উঠবেন

তাঁর বক্তব্য তিনি একা৷ কিন্তু অপর ব্যক্তিটি সম্ভবত ফ্যামিলি ম্যান৷ ওনার কাঁধেই বেশি দায়িত্ব থাকার কথা৷ সুতরাং টাকাটি যেন ওই ব্যক্তিকেই  দেওয়া হয়৷ অনেক বাকবিতন্ডার পর শেষ অবধি মহিলাটি অপরজনকে টাকা দিতে রাজি হন৷

এই ঘটনাটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই জোম্যাটোর ছেলেটিকে প্রশংসা করেন৷ একজন নেটিজেন লেখেন, ‘‘ভাই, তুমি আমার শ্রদ্ধা জিতে নিয়েছে৷’’ ভাইরাল ভিডিওতে অনেকেই তাঁকে এই ঘটনার জন্য কুর্নিশ জানান৷

যোধপুরে আজব ডেলিভারির ঠিকানা শুধু মানুষ না গুগল ম্যাপকেও হতভম্ব করে দেবে

রাজস্থানের যোধপুরে পার্সেল ডেলিভারির একটি ঠিকানা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। পার্সেলের উপরে এমন কিছু জিনিস লেখা ছিল যা যে কোন ডেলিভারিকর্মীকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। লেখাটি এখানে তুলে দেওয়া হল –

‘ভিখারাম, হরি সিং নগর গিলাকোর গাভ সে ১ কিমি পাহলে রাইট সাইডে আপনে খেত কা গেট হে লোহে কা গেট হে পাস মেরা এক ছোটি ফাটাক হে অউর গেট কে পাস কালা মুঙ্গিয়া ডালা হুয়া হে ওয়াহা আকে ফোন কর দেনা মে সামনে আ জাউঙ্গা যোধপুর জেলা, 342312 রাজস্থান’।

আধুনিক যুগে প্রযুক্তিগত উন্নতি আমাদের পরিশ্রম অনেক কমিয়ে দিয়েছে। তাই আগের মতো আর রাস্তা খুঁজে পেতে এতো কষ্ট করতে হয় না। গুগল ম্যাপ খুব সহজেই আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। যে কোন জায়গা নেভিগেট করার জন্য এখন জিপিএস আমাদের জীবনে খুব বড় হাতিয়ার।

তবে এই অনন্য ডেলিভারি ঠিকানা সবাইকে হতবাক করে দিয়েছে। এমন ঠিকানা যা গুগল ম্যাপকেও ফেসপাম করতে পারে। সম্পূর্ণ লাইন সহ এই ডেলিভারি ঠিকানার ছবি টুইটারে শেয়ার হওয়ার পর থেকে এটি ৯২ হাজারের বেশি ভিউ পেয়েছে। নিশান্ত নামে একজন ব্যক্তি টুইটারে এই ছবিটি শেয়ার করেছেন এবং পোস্টের ক্যাপশনে লিখেছেন , “ডেলিভারি ওয়ালা মরতে দম তক ইসকা ঠিকানা ইয়াদ রাখেগা”। ভিডিওটি এখানে দেখুন-


ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভিন্ন লোকেরা তাদের ভিন্ন মতবাদ দিয়েছে কমেন্ট বক্সে।

নেটিজেনদের প্রতিক্রিয়া :
একজন ইউসার লিখেছেন, “এই লোকেরা কোথা থেকে হাসির ইমোজি নিয়ে আসে”।
অন্য একজন কমেন্ট করেছেন , “আরে। কোয়ি তকলীফ নেহি দেনা হ্যায় ডেলিভারি ওয়ালে কো”।
ওপর একজন ইউসার মজা করে বলেছেন যে তিনিও এমন একটি ঠিকানা লেখার চেষ্টা করবেন। “হাম ভি ট্রাই করেঙ্গে। “

জনপ্রিয় বলিউড গানে Zomato ডেলিভারি বয়ের নাচের ভিডিও ভাইরাল

এই ভিডিওতে দেখা যাচ্ছে জোমাটো টি-শার্ট পরা একজন ব্যক্তি ইনস্টাগ্রাম রিল তৈরি করার জন্য তার স্কুটার পার্ক করে রাস্তার মাঝখানে নাচছেন। তার নাচের অফুরন্ত প্রাণবন্ততা নেটিজেনসদের অবাক করে দিয়েছে। ‘মাস্ক’ নামে একজন টুইটার ইউসার জোমাটো ডেলিভারি বয়ের এই ছোট ক্লিপটি টুইটারে পোস্ট করেছেন। কয়েকজন ইউসার মজা করে লিখেছেন যে আমরা ভাবি হয়তো ট্র্যাফিক জ্যামের কারণে তাদের অর্ডার পৌঁছাতে দেরি হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে যে সেটাই তার একমাত্র কারণ নয়।

৩১ সেকেন্ডের এই ছোট ক্লিপে ব্যাকগ্রাউন্ডে বাজানো মিউজিক বীটের সঙ্গে তাল মিলিয়ে জোমাটো ডেলিভারি বয়ের নাচের এই অসামান্য ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশংসা অর্জন করেছে। প্রতিটি স্টেপকে অপূর্বভাবে তুলে ধরে সে একটা কথা প্রমান করে দিয়েছে যে প্রতিভা যে কোন মানুষের মধ্যেই লুকিয়ে থাকতে পারে , তাকে শুধু সবার সামনে আনার দরকার। তবে ভিডিওটি কোথায় শ্যুট করা হয়েছে তা জানা যায়নি। ভিডিওটি এখানে দেখুন –

 

ঘটনাটি একটি বিয়েবাড়ির বাইরে ঘটেছে। বিয়েবাড়ির ভিতরে তখন জনপ্রিয় মনোজ বাজপেয়ীর গান ‘সপনে মে মিলতি হ্যায়’-তে অতিথিদের নাচতে দেখা যায় , অন্যদিকে তখন এই ডেলিভারি বয়টি বিয়েবাড়ির বাইরে প্রাণখোলা নাচের আনন্দ উপভোগ করছিলেন। ইনস্টাগ্রাম ইউসার উভয়পক্ষকেই একই সঙ্গে রেকর্ড করেছেন এবং তার ভিডিওর মাধ্যমে জীবনের একটি বড় পাঠ শেয়ার করতে চেয়েছেন।

একদিকে অতিথিদের নাচতে দেখা যায়, অন্যদিকে ডেলিভারি বয়কে দেখা যায় বিনা কোন কিছুর পরোয়া করে জীবনকে পুরোমাত্রায় উপভোগ করছে । এটি প্রমাণ করে যে আমাদের জীবনের ছোট ছোট জিনিসগুলি উপভোগ করা উচিত, পরিস্থিতি যাই হোক না কেন।

জীবন মানেই যুদ্ধ আর সেটাকে মেনে নিয়েই বেঁচে থাকার নাম জীবন। তাই জীবনে আসা ছোটোখাটো খুশি কিংবা সুখকে ভুলে যাওয়া কখনই উচিত নয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিওটি পছন্দ করেছেন এবং অনেক ভালোবাসা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর, ভিডিওটি ৫৬০০ টিরও বেশি লাইকস এবং ৬২,০০০ এর বেশি ভিউ হয়েছে। শুধু তাই না ইনস্টাগ্রামের কমেন্ট বক্স প্রশংসায় ভরে গেছিল।

একজন ইনস্টাগ্রাম ইউসার লিখেছেন “যদি আমি তাকে নাচতে দেখি, আমি সত্যিই তাকে খাবারের জন্য আমন্ত্রণ জানাবো। ”
অন্য একজন লিখেছেন, “এটি খুব সুন্দর ইয়ার।”

Food Delivery Boy Cried: সময়ে খাবার পৌঁছে দিতে গিয়ে তিনবার দুর্ঘটনা, গ্রাহকের সামনে কেঁদে ফেলল ডেলিভারি বয়

#নয়াদিল্লি: সামান্য কিছু টাকা বেতন। তা দিয়ে ভাল করে সংসারও চলে না। তবে চাকরির এই মন্দার বাজারে সেটাই বা কে দেয়! সামান্য কটা টাকা বেতনের চাকরিতেও এত চাপ! সময়মতো খাবার পৌঁছে দিতে হবে। সে যেভাবেই হোক! না হলে গ্রাহকের তিরস্কার, বস-এর কটূ কথা! কত কী সামলাতে হয় ডেলিভারি বয়দের।

এখ অনেকেই Zomato এবং Swiggy-র মতো ফুড অ্যাগ্রিগেটর থেকে খাবার অর্ডার করেন। ডেলিভারি বয় সময়মতো দরজায় খাবার পৌঁছে দিতে না পারলে অনেকে তিরস্কার করেন। অনেকেই জেলিভারি বয়দের দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করেন না। জানতেই চান না, কোনো দুর্ঘটনার কারণে কি দেরি হয়েছিল? তাঁর পরিবারে কোনও সমস্যা হয়েছিল?

আরও পড়়ুন- পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ রান্নার উনুনে ভাঙচুর, তারপর যা হল

কমেডিয়ান সাহিল শাহ টুইটারে পোস্ট করেছেন, কীভাবে একজন ফুড ডেলিভারি বয় তাঁর সামনে কেঁদে ফেলেছিলেন। কারণ খাবার সরবরাহ করার সময় তাঁর তিনবার দুর্ঘটনা ঘটেছিল। সাহিলের পোস্ট এখন ভাইরাল। গ্রাহকদের উদ্দেশে তিনি লিখেছেন, ডেলিভারি বয়দের প্রতি আচরণ করাউচিত সব সময়।

সাহিল শাহ লিখেছেন, ‘আজ একজন ফুড ডেলিভারি বয় আমার সামনে এসে কেঁদে ফেলে। কারণ ও আমাদের খাবার ডেলিভারি করতে গিয়ে ৩ বার দুর্ঘটনার কবলে পড়েছিল। আমি ওকে জল দিই। ওকে কিছু টাকা টিপ দিই। তারপর ওর কাছে ক্ষমা চেয়ে নিই{ কারণ আমার 500 টাকার খাবার ওর জীবনের চেয়ে বেশি দামি হতে পারে না। যারা ডেলিভারি করে তাদের প্রতি দয়া করে ভাল ব্য়বহার করুন।

আরও পড়ুন- মেঘের উপর দিয়ে চলবে ট্রেন! পৃথিবীর উচ্চতম রেলসেতু তৈরি হচ্ছে ভারতের এই জেলায়!

তিনি আরও লিখেছেন, ‘ক্ষুধার্ত হলে এবং খাবার ডেলিভার হতে দেরি হলে ফুড ডেলিভারি বয়ের উপর রাগ দেখাবেন না। খাবার আপনার কাছে পৌঁছানোর জন্য কেউ তো নিজের জীবনের ঝুঁকি নিতে পারে না! আপনি যতই ক্ষুধার্ত থাকুন না কেন, কারও জীবনের মূল্যে আপনার কাছে খাবার পৌঁছক, সেটা নিশ্চয়ই চাইবেন না! তাই ডেলিভার বয়দের সমস্যাগুলোও সবার বোঝা উচিত।