ঝরালেন প্রায় ৫০০ কেজি ওজন

Viral Story: হু হু করে কমল ওজন, ৬০০ কেজি কমে হল ৬৩! তারপর কী হল? দেখলে চমকে যাবেন

দুবাই: সারা পৃথিবীতে ওবিসিটি এখন প্রায় মহামারীর আকার ধারণ করেছে৷ দুবাইতে বাস করা খালিদ বিন মোহসেন শারিও এই ওবিসিটিতে আক্রান্ত ছিলেন৷

সাল ২০১৩, তাঁর ওজন বেড়ে দাঁড়ায় ৬১০ কেজি৷ এই অত্যাধিক ওজনের কারণে তিনি প্রায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন৷ ওজন কমানোর চেষ্টা যে করেননি, তাও নয়৷ কিন্তু কোনওকিছুতেই ফল আসেনি৷ তাঁর মা বাবারাও ক্রমশ ভেঙে পড়তে শুরু করে৷

আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড! সবুজ পাতার আড়ালে ওটা কী! লুকিয়ে রয়েছে যে ভয়ঙ্কর প্রাণীটি

ব্যাপারটি নজরে আসে সৌদি আরবের প্রাক্তন রাজার৷ পরবর্তী কালে রাজা বাদশাহ খালিদ বিনের সাহায্যে মোহসেন উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা পায়৷

তাঁকে রিয়াদ প্রদেশের এক হাসপাতালে ভর্তি করানো হয়৷ সিঁড়ি দিয়ে আসতে না পারায় লিফ্ট দিয়ে তাঁকে নিয়ে আসতে হয়েছিল৷

আরও পড়ুন: অবাক করা কাণ্ড! জল ভরা গর্তকে পুজো, বেহাল রাস্তা মেরামতের দাবিতে বেনজির প্রতিবাদ

মোহসেনের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করতে হয়েছিল৷ তারপর তাঁকে সঠিক ডায়েট দেওয়াও হয়েছিল৷ ফিজ়িওথেরাপিও করতে হয়৷ সবকিছু নিয়মমাফিক করে হু হু করে কমতে থাকে মোহসেনের ওজন৷

বর্তমানে তাঁর ওজন মাত্র ৬৩.৫ কেজি৷ অবিশ্বাস্য লাগছে তো! মনে হচ্ছে গল্পের গরু সোজা মগডালে চেপে বসেছে৷ কিন্তু ওই যে কথায় আছে না ‘ইচ্ছা থাকলে উপায় হয়’৷ সেই ইচ্ছার জোড়েই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মোহসেন৷