বাইকে অযোধ্যা

Weekend Spot: হোলিতে ঘুরতে যাওয়ার প্ল‍্যান করছেন? দু-দিনের জন‍্য সেরা পলাশে মোড়া এই জায়গা

শীতের মরশুম একপ্রকার শেষ হয়েছে পুরুলিয়া। ফের আসছে বসন্তের মরশুম। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন হোটেল , টুরিস্ট লজ ও হোমস্টে গুলোর বুকিং।
শীতের মরশুম একপ্রকার শেষ হয়েছে পুরুলিয়া। ফের আসছে বসন্তের মরশুম। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন হোটেল , টুরিস্ট লজ ও হোমস্টে গুলোর বুকিং।
আর তা হবে না এবার কেন। বসন্তে পলাশের রঙে সেজে ওঠে গোটা পুরুলিয়া জেলা। এমন আবিরে রাঙা রঙিন পলাশের মোড়া দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলা পুরুলিয়াতেই দেখতে পাওয়া যায়‌।
আর তা হবে না এবার কেন। বসন্তে পলাশের রঙে সেজে ওঠে গোটা পুরুলিয়া জেলা। এমন আবিরে রাঙা রঙিন পলাশের মোড়া দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলা পুরুলিয়াতেই দেখতে পাওয়া যায়‌।
আর এবার পুরুলিয়া বেড়াতে আসলে পর্যটকদের প্রকৃতির আরও কাছে থেকে দেখার সুযোগ মিলছে। ‌কারণ সম্প্রতি অযোধ্যা পাহাড়ে চালু হয়েছে বাইকে করে ভ্রমণের ব্যবস্থা।
আর এবার পুরুলিয়া বেড়াতে আসলে পর্যটকদের প্রকৃতির আরও কাছে থেকে দেখার সুযোগ মিলছে। ‌কারণ সম্প্রতি অযোধ্যা পাহাড়ে চালু হয়েছে বাইকে করে ভ্রমণের ব্যবস্থা।
আর কাঁচ বন্দি চার চাকা গাড়িতে নয় , এবার অযোধ্যা পাহাড়ের আনাচে-কানাচে পর্যটকরা ঘুরে দেখতে পারেন বাইক নিয়ে। গোয়া , পুরি , গ্যাংটকের মত লাল মাটির এই জেলায় মিলছে বাইকে ভ্রমণের সুবিধা। ‌
আর কাঁচ বন্দি চার চাকা গাড়িতে নয় , এবার অযোধ্যা পাহাড়ের আনাচে-কানাচে পর্যটকরা ঘুরে দেখতে পারেন বাইক নিয়ে। গোয়া , পুরি , গ্যাংটকের মত লাল মাটির এই জেলায় মিলছে বাইকে ভ্রমণের সুবিধা। ‌
তাহলে আর ভাবনা কিসের? এ-বছর বসন্তের টুর প্ল্যানে অতি অবশ্যই রাখুন লাল মাটির জেলা পুরুলিয়া। পলাশরাঙ্গা পুরুলিয়া দেখি মন ভরে যাবে আপনার।
তাহলে আর ভাবনা কিসের? এ-বছর বসন্তের ট‍‍্যুর প্ল্যানে অতি অবশ্যই রাখুন লাল মাটির জেলা পুরুলিয়া। পলাশরাঙ্গা পুরুলিয়া দেখি মন ভরে যাবে আপনার।