Tag Archives: Spring

Purulia News : রঙে রঙে রঙিল আকাশ…., পলাশের টানে পুরুলিয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড়

পুরুলিয়া : লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলা বড়ই বৈচিত্রপূর্ণ। ছয় ঋতুতে ছয় রকম রূপে সেজে ওঠে এই জেলা। বসন্তকালে এই জেলার রূপ আরও অনেকখানি ফুটে ওঠে। কারণ এই সময়তেই পুরুলিয়া‌ পলাশের রঙে রাঙা হয়ে ওঠে। লাল পলাশের আভায় চারিদিক অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে। ‌তাইতো এখানে পলাশ দেখতে ভিড় জমান বহু পর্যটক। সারাবছর কম-বেশি পর্যটকদের আনাগোনা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হয়ে থাকলেও। ‌ বসন্তকালে পর্যটকদের ভিড় আরও বেড়ে যায়। ‌

মূলত পলাশের টানেই বহু পর্যটক এই সময় পুরুলিয়া ছুটে আসেন। ‌ কারণ পশ্চিমবঙ্গের একমাত্র এই জেলাতেই এত সুন্দর পলাশের রূপ দেখতে পাওয়া যায়। সেই কারণেই বসন্তে পুরুলিয়ার প্ল্যান করে থাকেন বহু প্রকৃতিপ্রেমী মানুষেরা। ‌এ বিষয়ে পুরুলিয়ায় বেড়াতে আসা পর্যটকেরা বলেন , গোটা পুরুলিয়া জেলা পলাশে ভরে গিয়েছে। পুরুলিয়ার এই রূপ তাদের খুবই ভাল লাগছে। ‌তারা এত সুন্দর পলাশ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। এই পলাশের টানেই তারা ছুটে এসেছেন। ভীষণই আনন্দ উপভোগ করছেন তারা।

কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা পুরুলিয়ায় হয়ে থাকলেও বসন্তে অন্যরকম ট্যুরিজমের আমেজ উপভোগ করতে আসেন পর্যটকেরা। তাই এই সময় বহু আগে থেকেই হোটেল , রিসোর্ট , হোমস্টে গুলি বুকিং হয়ে থাকে। ‌ ছোট বড় ব্যবসায়ীরাও বাড়তি রোজগারের আশায় থাকেন এই সময়।

কারণ অনেকেরই বসন্ত উৎসবে শান্তিনিকেতনের রুট বদল হয়ে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে পুরুলিয়া। লাল পলাশের অপরূপ সৌন্দর্যের টানে তাই ছুটে আসেন ভ্রমণ পিপাসু মানুষেরা।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

IMD Rain Forecast in Kolkata: শুক্রবারও ঝড়বৃষ্টি ‘এই’ জেলাগুলিতে! কলকাতাও কি ভিজবে? কতদিন চলবে বসন্তের অকালবর্ষণ? জানুন বড় আপডেট

খাতায় কলমে বসন্ত হলেও কলকাতার আবহাওয়ায় দাপট বর্ষার৷ মেঘলা আকাশ, দিনভর বৃষ্টি, তাপমাত্রার পারদপতন-সব মিলিয়ে পুরোপুরি বর্ষার আমেজ৷
খাতায় কলমে বসন্ত হলেও কলকাতার আবহাওয়ায় দাপট বর্ষার৷ মেঘলা আকাশ, দিনভর বৃষ্টি, তাপমাত্রার পারদপতন-সব মিলিয়ে পুরোপুরি বর্ষার আমেজ৷

 

তবে বসন্তে অকালবর্ষণ বেশিদিন স্থায়ী হবে না৷ আবহবিদদের পূর্বাভাস, বৃষ্টি কমলেই ফিরবে গরম৷ বাড়বে তাপমাত্রা৷ দিনের তাপমাত্রা বাড়তে পারে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত৷
তবে বসন্তে অকালবর্ষণ বেশিদিন স্থায়ী হবে না৷ আবহবিদদের পূর্বাভাস, বৃষ্টি কমলেই ফিরবে গরম৷ বাড়বে তাপমাত্রা৷ দিনের তাপমাত্রা বাড়তে পারে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত৷

 

হাওয়া অফিস জানিয়েছে উত্তরপূর্ব ঝাড়খণ্ডে বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণেই এই অকালবর্ষণ৷ বৃষ্টি চলবে শুক্রবারও৷
হাওয়া অফিস জানিয়েছে উত্তরপূর্ব ঝাড়খণ্ডে বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণেই এই অকালবর্ষণ৷ বৃষ্টি চলবে শুক্রবারও৷
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷

 

শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে৷
শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে৷

 

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও রেহাই নেই বসন্তের বর্ষণ থেকে৷ আপাতত সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও৷
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও রেহাই নেই বসন্তের বর্ষণ থেকে৷ আপাতত সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গেও৷

Kolkata Weather Update: বসন্তর বদলে এ যেন ‘বর্ষন্ত’! ভরা চৈত্রে কেন অকালবর্ষা? কলকাতায় কি আজও বৃষ্টি? জানুন আপডেট

আসার কথা ছিল বসন্তর৷ এসে গিয়েছে বর্ষা৷ দু’য়ে মিলিয়ে এ যেন ‘বর্ষন্ত’৷ আবহাওয়ার খামখেয়ালীপনা নিয়ে এরকমই একাধিক মিম-এ ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া৷
আসার কথা ছিল বসন্তর৷ এসে গিয়েছে বর্ষা৷ দু’য়ে মিলিয়ে এ যেন ‘বর্ষন্ত’৷ আবহাওয়ার খামখেয়ালীপনা নিয়ে এরকমই একাধিক মিম-এ ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া৷

 

 আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে৷ এছাড়া একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশে৷
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে৷ এছাড়া একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশে৷

 

এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে বাংলার পরিমণ্ডলে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প৷ তার জেরেই বসন্তে অকালবর্ষা বাংলায়৷
এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে বাংলার পরিমণ্ডলে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প৷ তার জেরেই বসন্তে অকালবর্ষা বাংলায়৷

 

বুধের পর বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে৷ শুক্র এবং শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়৷
বুধের পর বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে৷ শুক্র এবং শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়৷

 

বসন্তে এরকম মরশুমে চমকে অবাক কলকাতা-সহ রাজ্যবাসী৷ ভরা চৈত্রে বৃষ্টির দাপটে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারেনি ২১.১ ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছতে পারেনি৷
বসন্তে এরকম মরশুমে চমকে অবাক কলকাতা-সহ রাজ্যবাসী৷ ভরা চৈত্রে বৃষ্টির দাপটে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারেনি ২১.১ ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছতে পারেনি৷

 

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে এর আগে ২০০৩ সালের ১৩ মার্চ কলকাতার তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস৷
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে এর আগে ২০০৩ সালের ১৩ মার্চ কলকাতার তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস৷

 

এছাড়া ১৯৭০ থেকে ২০২৪-এর মধ্যে মার্চে কলকাতার তাপমাত্রা এত নীচে নামেনি৷ কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশেও তাপমাত্রা নীচের দিকে৷ তুষারপাত হয়েছে রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু-তে৷
এছাড়া ১৯৭০ থেকে ২০২৪-এর মধ্যে মার্চে কলকাতার তাপমাত্রা এত নীচে নামেনি৷ কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশেও তাপমাত্রা নীচের দিকে৷ তুষারপাত হয়েছে রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু-তে৷

Health Tips: রোজ পাতে থাকুক এইসব ‘সুপারফুড’, কাছে ঘেঁষবে না লিভারের রোগ, ওষুধ ছাড়াই সুগার থাকবে নিয়ন্ত্রণে

*তেতো খাবার খান: প্রতিদিন নিয়ম করে ঘুরিয়ে ফিরিয়ে খান নিম পাতা এবং সজনে ফুল। এই দুই খাবারে রয়েছে অ্যান্টিভাইরাল উপাদান, যা শরীরকে মজবুত রাখে ও এই সময় বাতাসে রোগজীবাণুর সঙ্গেও শরীর লড়তে সাহায্য করে।
*তেতো খাবার খান: প্রতিদিন নিয়ম করে ঘুরিয়ে ফিরিয়ে খান নিম পাতা এবং সজনে ফুল। এই দুই খাবারে রয়েছে অ্যান্টিভাইরাল উপাদান, যা শরীরকে মজবুত রাখে ও এই সময় বাতাসে রোগজীবাণুর সঙ্গেও শরীর লড়তে সাহায্য করে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
*পর্যাপ্ত প্রোটিন খান: নিয়ম করে মাছ, মাংস, মুসুর ডাল, ডিম, সয়াবিন এগুলি খান। উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিন দুটিরই ব্যালান্স করে খাওয়া প্রয়োজনীয়।
*পর্যাপ্ত প্রোটিন খান: নিয়ম করে মাছ, মাংস, মুসুর ডাল, ডিম, সয়াবিন এগুলি খান। উদ্ভিজ ও প্রাণীজ প্রোটিন দুটিরই ব্যালান্স করে খাওয়া প্রয়োজনীয়।
*মধু খান: সকালে খালি পেটে মধু খেলে শরীর চাঙ্গা থাকে। আপেল সাইডার ভিনিগারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লুয়ের ভাইরাস ও ঠেকানো যাবে।
*মধু খান: সকালে খালি পেটে মধু খেলে শরীর চাঙ্গা থাকে। আপেল সাইডার ভিনিগারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লুয়ের ভাইরাস ও ঠেকানো যাবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
*কাঁচা হলুদ খান: কাঁচা হলুদ লিভারের জন্য অব্যর্থ ওষুধ। শুধু তাই নয়, কাঁচা হলুদের অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান শরীরকে অনেক রোগের হাত থেকে বাঁচায়। বিশেষ করে শ্লেষ্মা ও বসন্তে চর্মরোগ থেকেও দূরে রাখে।
*কাঁচা হলুদ খান: কাঁচা হলুদ লিভারের জন্য অব্যর্থ ওষুধ। শুধু তাই নয়, কাঁচা হলুদের অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান শরীরকে অনেক রোগের হাত থেকে বাঁচায়। বিশেষ করে শ্লেষ্মা ও বসন্তে চর্মরোগ থেকেও দূরে রাখে।
*ফল ও সবজি খান: এ ছাড়াও, প্রতিদিন নিয়ম করে একটা ফল এবং প্রচুর পরিমাণ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। শরীরের ইমিউনিটি বাড়বে। বসন্ত রোগের সঙ্গেও লড়াই করতে পারবে।
*ফল ও সবজি খান: এ ছাড়াও, প্রতিদিন নিয়ম করে একটা ফল এবং প্রচুর পরিমাণ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। শরীরের ইমিউনিটি বাড়বে। বসন্ত রোগের সঙ্গেও লড়াই করতে পারবে।
*পর্যাপ্ত জল পান করুন: পর্যাপ্ত জল পান করা জরুরি, তা যেসময়ই হোক। বসন্তকালে শরীরকে ঠান্ডা-গরম দু'রকম মিশ্র আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হয়, তাই অবশ্যই পর্যাপ্ত জল খান।
*পর্যাপ্ত জল পান করুন: পর্যাপ্ত জল পান করা জরুরি, তা যেসময়ই হোক। বসন্তকালে শরীরকে ঠান্ডা-গরম দু’রকম মিশ্র আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হয়, তাই অবশ্যই পর্যাপ্ত জল খান। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Bitter Food in Spring: পাতে রাখুন এই তিতো খাবারের যে কোনও একটা…পালাবে হাজারো জটিল রোগ

ফাল্গুন শুধু প্রেমের মাসই নয়৷ এটা ঋতু বা মরশুম পরিবর্তনেরও সময়৷ এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করা দরকার৷ অরুচি হলে স্বাদও ফিরিয়ে আনতে হবে৷ এই দুই কাজের জন্যই অদ্বিতীয় হল তিতো৷
ফাল্গুন শুধু প্রেমের মাসই নয়৷ এটা ঋতু বা মরশুম পরিবর্তনেরও সময়৷ এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করা দরকার৷ অরুচি হলে স্বাদও ফিরিয়ে আনতে হবে৷ এই দুই কাজের জন্যই অদ্বিতীয় হল তিতো৷

 

এ সময় মুচমুচে নিমপাতা ভাজা বা নিমবেগুন ভাজা দিয়ে ভাত মেখএ খেতে খুব ভাল লাগে৷ নিমপাতায় অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিইনফ্লেম্যাটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে আছে৷
এ সময় মুচমুচে নিমপাতা ভাজা বা নিমবেগুন ভাজা দিয়ে ভাত মেখএ খেতে খুব ভাল লাগে৷ নিমপাতায় অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিইনফ্লেম্যাটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে আছে৷

 

নিমপাতার আয়ুর্বেদিক গুণে হজমশক্তি উন্নত হয়৷ শরীর ডিটক্সিফাই করে৷ রোগ প্রতিরোধ শক্তি অটুট করে৷
নিমপাতার আয়ুর্বেদিক গুণে হজমশক্তি উন্নত হয়৷ শরীর ডিটক্সিফাই করে৷ রোগ প্রতিরোধ শক্তি অটুট করে৷

 

তিক্ত খাবার করলায় ক্যালরি বেশি নেই৷ ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর করলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে৷ হজম উন্নত করে রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে৷
তিক্ত খাবার করলায় ক্যালরি বেশি নেই৷ ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর করলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে৷ হজম উন্নত করে রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে৷

 

মেথিদানায় প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেল আছে৷ ব্লাড সুগার থাকলে ডায়েটে অবশ্যই মেথি রাখুন৷
মেথিদানায় প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেল আছে৷ ব্লাড সুগার থাকলে ডায়েটে অবশ্যই মেথি রাখুন৷

 

কালমেঘের পাতা অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টিভাইরাল ও রোগ প্রতিরোধ শক্তিতে ভরা৷ সর্দিকাশি, মরশুমি জ্বর ও হজমে সহায়ক এই পাতা৷
কালমেঘের পাতা অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টিভাইরাল ও রোগ প্রতিরোধ শক্তিতে ভরা৷ সর্দিকাশি, মরশুমি জ্বর ও হজমে সহায়ক এই পাতা৷

Weekend Spot: হোলিতে ঘুরতে যাওয়ার প্ল‍্যান করছেন? দু-দিনের জন‍্য সেরা পলাশে মোড়া এই জায়গা

শীতের মরশুম একপ্রকার শেষ হয়েছে পুরুলিয়া। ফের আসছে বসন্তের মরশুম। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন হোটেল , টুরিস্ট লজ ও হোমস্টে গুলোর বুকিং।
শীতের মরশুম একপ্রকার শেষ হয়েছে পুরুলিয়া। ফের আসছে বসন্তের মরশুম। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন হোটেল , টুরিস্ট লজ ও হোমস্টে গুলোর বুকিং।
আর তা হবে না এবার কেন। বসন্তে পলাশের রঙে সেজে ওঠে গোটা পুরুলিয়া জেলা। এমন আবিরে রাঙা রঙিন পলাশের মোড়া দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলা পুরুলিয়াতেই দেখতে পাওয়া যায়‌।
আর তা হবে না এবার কেন। বসন্তে পলাশের রঙে সেজে ওঠে গোটা পুরুলিয়া জেলা। এমন আবিরে রাঙা রঙিন পলাশের মোড়া দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলা পুরুলিয়াতেই দেখতে পাওয়া যায়‌।
আর এবার পুরুলিয়া বেড়াতে আসলে পর্যটকদের প্রকৃতির আরও কাছে থেকে দেখার সুযোগ মিলছে। ‌কারণ সম্প্রতি অযোধ্যা পাহাড়ে চালু হয়েছে বাইকে করে ভ্রমণের ব্যবস্থা।
আর এবার পুরুলিয়া বেড়াতে আসলে পর্যটকদের প্রকৃতির আরও কাছে থেকে দেখার সুযোগ মিলছে। ‌কারণ সম্প্রতি অযোধ্যা পাহাড়ে চালু হয়েছে বাইকে করে ভ্রমণের ব্যবস্থা।
আর কাঁচ বন্দি চার চাকা গাড়িতে নয় , এবার অযোধ্যা পাহাড়ের আনাচে-কানাচে পর্যটকরা ঘুরে দেখতে পারেন বাইক নিয়ে। গোয়া , পুরি , গ্যাংটকের মত লাল মাটির এই জেলায় মিলছে বাইকে ভ্রমণের সুবিধা। ‌
আর কাঁচ বন্দি চার চাকা গাড়িতে নয় , এবার অযোধ্যা পাহাড়ের আনাচে-কানাচে পর্যটকরা ঘুরে দেখতে পারেন বাইক নিয়ে। গোয়া , পুরি , গ্যাংটকের মত লাল মাটির এই জেলায় মিলছে বাইকে ভ্রমণের সুবিধা। ‌
তাহলে আর ভাবনা কিসের? এ-বছর বসন্তের টুর প্ল্যানে অতি অবশ্যই রাখুন লাল মাটির জেলা পুরুলিয়া। পলাশরাঙ্গা পুরুলিয়া দেখি মন ভরে যাবে আপনার।
তাহলে আর ভাবনা কিসের? এ-বছর বসন্তের ট‍‍্যুর প্ল্যানে অতি অবশ্যই রাখুন লাল মাটির জেলা পুরুলিয়া। পলাশরাঙ্গা পুরুলিয়া দেখি মন ভরে যাবে আপনার।

Weather Update: ‘বসন্ত এসে গেছে’! তবে কী ফাইনালি বিদায় নিচ্ছে শীত? সোমবার থেকে বড় বদল আবহাওয়ার

উত্তরবঙ্গে শীত থাকলেও দক্ষিণবঙ্গে শীত বিদায়ের ঘণ্টা বেজেই গেছে। ফ‍্যান চালোনো শুরু করে দিয়েছে বঙ্গবাসী।
উত্তরবঙ্গে শীত থাকলেও দক্ষিণবঙ্গে শীত বিদায়ের ঘণ্টা বেজেই গেছে। ফ‍্যান চালোনো শুরু করে দিয়েছে বঙ্গবাসী।
আগামী সপ্তাহ থেকেই বসন্তের হাওয়া বাংলায়। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ আর দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকবে।
আগামী সপ্তাহ থেকেই বসন্তের হাওয়া বাংলায়। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ আর দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকবে।
তবে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে উপকূলের জেলাগুলিতে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
তবে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে উপকূলের জেলাগুলিতে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
৭২ ঘন্টার মধ‍্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, আবার ঠান্ডা পড়ার সম্ভাবনা খুব কম।
৭২ ঘন্টার মধ‍্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, আবার ঠান্ডা পড়ার সম্ভাবনা খুব কম।
কলকাতায় ১৮ ডিগ্রির কাছাকাছি পারদ। ফের সোম-মঙ্গলবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকবে কলকাতাতেই।আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
কলকাতায় ১৮ ডিগ্রির কাছাকাছি পারদ। ফের সোম-মঙ্গলবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকবে কলকাতাতেই।আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Purulia News : মাঘেই পলাশে লাল পুরুলিয়া! দোসর হলদু কুঁড়িও! কেন আসছে আগাম ‘বসন্ত’? বিশেষজ্ঞ বলে দিলেন বড় কারণ

পুরুলিয়া: পুরোপুরি শীত বিদায়ের আগেই আভাস মিলছে পলাশের আগমনের। এখনও বেশ কিছুটা সময় বাকি মাঘের বিদায়ের কিন্তু তার আগেই রাঙ্গামাটির জেলা পুরুলিয়াতে পলাশের কুঁড়ি ফুটতে শুরু করেছে। ফেব্রুয়ারি পড়তে না পড়তেই একেবারেই পলাশময় হয়ে উঠেছে চারিদিক। ভ্যালেন্টাইন্স ডের পূর্বেই ভালোবাসার আগুন ঝরাচ্ছে পলাশ, তার উপর প্রকৃতির রং-বদল মনে যেন দোলা দিয়ে যাচ্ছে।

এই সময়টা পুরোপুরি পলাশের মরশুম নয় কিন্তু তার আগেই পলাশ গাছে কুঁড়ি ফুটতে শুরু করেছে। বিগত দু-তিন বছরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই পলাশ গাছে কুঁড়ি দেখা গিয়েছে। এই অসময়ে পলাশের কুঁড়ি দেখা যাওয়ার প্রধান কারণ জলবায়ুর পরিবর্তন বলে মনে করছেন বনাধিকারিক থেকে উদ্ভিদ বিশেষজ্ঞরা। একদিকে যেমন উষ্ণতা, শুষ্কতা, তেমনই অনিয়মিত বৃষ্টিপাত, মাটিতে জলের পরিমাণ কমে যাচ্ছে। তাই ক্যালেন্ডারে বসন্ত না এলেও লাল পলাশে পুরুলিয়ার প্রকৃতিতে বসন্ত যেন চলে এসেছে মাঘেই।

আরও পড়ুন : শুভেন্দু-সহ ৬ বিধায়ক সাসপেন্ড! সন্দেশখালি ইস্যুতে তুলকালাম, হট্টগোল! উত্তপ্ত বিধানসভা

উচ্ছ্বসিত এই জেলার প্রকৃতিপ্রেমীরা। ইতিমধ্যেই মাঘের পলাশের ছবি নেট মাধ্যমে ভাইরাল। আর সেই ছবি দেখেই বসন্তে পলাশের টানে ট্যুর প্ল্যান সাজাতে শুরু করেছে ভ্রমণপিপাসুরা।এ বিষয়ে অযোধ্যা পাহাড়ে একটি চার তারা রিসর্টের জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন, প্রতিবছরই পলাশ দেখতে অযোধ্যা পাহাড়ে বহু পর্যটক ভিড় জমান। বিশেষ করে দোলের সময়ে পলাশের ভিড় অনেকটাই বেশি থাকে। এ-বছর বেশ খানিকটা আগে থেকেই পলাশ ফুটতে শুরু করেছে। এই লাল পলাশের টানে বিদেশি পর্যটকরাও পুরুলিয়ায় আসেন। ভ্রমণ পিপাসুদের গতে বাধা বসন্তের টুর প্লানে বোলপুর- শান্তিনিকেতনের রুট বদলে লালমাটি জেলা পুরুলিয়া সংযোজন হয়েছে। ও শীতের মরশুমের মতোই পলাশের মরসুমেও সরকারি বেসরকারি রিসর্ট, অতিথি আবাস, হোটেল, লজ, কটেজ সমস্ত হাউসফুল হয়ে যায়।

আরও পড়ুন : দেউলিয়া করে ছেড়ে দেবে…! ‘ভুল’ দিকে, ‘ভুল’ ভাবে আয়না রাখেননি তো? ১৮০ ডিগ্রি ঘুরে যাবে ভাগ্যের চাকা! জানুন কী বলছেন বাস্তু বিশেষজ্ঞ

এ বিষয়ে পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত রাহা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কিছু জায়গায় পলাশ ফুল ফুটতে শুরু করেছে। মূলত আবহাওয়ার তাপমাত্রার বৃদ্ধির কারণেই এই দৃশ্য চোখে পড়ছে। যে অঞ্চলগুলো শুষ্ক, যেখানে মাটিতে জলের পরিমাণ কম, সেখানেই আগেভাগে পলাশ দেখা মিলছে। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, বেশ কয়েক বছর ধরেই পুরুলিয়ায় ভরা শীতেই পলাশের দেখা মিলছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই দৃশ্য দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

পুরুলিয়ার পর্যটনের অন্যতম অঙ্গ পলাশ। তাই পলাশের মরশুমের পূর্বেই ট্যুর প্ল্যান শুরু হয়ে যায় ভ্রমণপিপাসু মানুষদের। এমন আগুন ঝরানো পলাশের দেখা যেন পশ্চিমবঙ্গের আর কোথাওই সেভাবে মেলে না। তাই বহু পর্যটকের ভিড় জমে অযোধ্যা পাহাড়ে। লাল পলাশের পাশাপাশি গত বছর থেকে পুরুলিয়ার পলাশের সংযোজনের জুড়েছে হলুদ পলাশ। ‌ আর তাতেই যেন পলাশের টান আরও বেড়েছে পর্যটকদের। ‌

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

Kolkata Weather Update: পাহাড়ে তুষারপাত? কলকাতায় কি ঠান্ডা ফিরবে? নাকি সরস্বতীপুজোর আগেই বসন্ত জাগ্রত দ্বারে! আবহাওয়ার বড় আপডেট জানুন

এ যেন রাতারাতি ভোলবদল আবহাওয়ার। ছিল রুমাল, হয়ে গেল বিড়াল দশা। ছিল হাড়কাঁপানো ঠান্ডা। তার জায়গায় চলে এলে প্রাক বসন্ত। কলকাতার অবস্থা এখন সেরকমই প্রায়।
এ যেন রাতারাতি ভোলবদল আবহাওয়ার। ছিল রুমাল, হয়ে গেল বিড়াল দশা। ছিল হাড়কাঁপানো ঠান্ডা। তার জায়গায় চলে এলে প্রাক বসন্ত। কলকাতার অবস্থা এখন সেরকমই প্রায়।

 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

 

একদিনেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। অথচ খাতায় কলমে মাঘ মাস এখনও ক্যালেন্ডারে আছে। কিছুদিন আগেও মাঘের মাস টের পাওয়া যাচ্ছিল সত্যিই বাঘের গায়ে।
একদিনেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। অথচ খাতায় কলমে মাঘ মাস এখনও ক্যালেন্ডারে আছে। কিছুদিন আগেও মাঘের মাস টের পাওয়া যাচ্ছিল সত্যিই বাঘের গায়ে।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩ দিন রাজ্যের সর্বত্র ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে শীতের অনুভূতি ফিরবে কিনা, তার নিশ্চয়তা দেননি আবহবিদরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩ দিন রাজ্যের সর্বত্র ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে শীতের অনুভূতি ফিরবে কিনা, তার নিশ্চয়তা দেননি আবহবিদরা।

 

আবহবিদদের মতে, ঠান্ডাকে বিদায় জানিয়ে মাঘেই বসন্তের অনুপ্রবেশ ঘটেছে বাংলায়। আগামী কিছু দিন তাপমাত্রা কমে যাওয়ার কোনও পূ্র্বাভাস নেই।
আবহবিদদের মতে, ঠান্ডাকে বিদায় জানিয়ে মাঘেই বসন্তের অনুপ্রবেশ ঘটেছে বাংলায়। আগামী কিছু দিন তাপমাত্রা কমে যাওয়ার কোনও পূ্র্বাভাস নেই।

 

দক্ষিণবঙ্গে কোনও কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। রবিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়।
দক্ষিণবঙ্গে কোনও কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। রবিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়।

 

উত্তরবঙ্গ কিন্তু রবিবার পর্যন্ত শুষ্ক থাকবে না। রবিবার পর্যন্ত সেখানে বৃষ্টির পূর্বাভাস আছে। মঙ্গলবার তো দার্জিলিঙের পার্বত্য অংশে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও আছে।
উত্তরবঙ্গ কিন্তু রবিবার পর্যন্ত শুষ্ক থাকবে না। রবিবার পর্যন্ত সেখানে বৃষ্টির পূর্বাভাস আছে। মঙ্গলবার তো দার্জিলিঙের পার্বত্য অংশে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও আছে।

 

জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।
জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।

চেরি ব্লসম-এর মতো ফুলের গোলাপি আভায় ঢাকা বেঙ্গালুরু যেন এক নতুন কনে

বেঙ্গালুরুতে বসন্ত প্রায় এসেই গেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, গোলাপি রঙে ভরা মন্ত্রমুগ্ধ করা পরিবেশ মনকে নিমেষে চঞ্চল করে তোলে। শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত রাস্তার দুইপাশে শুধু গোলাপি ফুলের বাহার। আকাশের নীল রং আর ফুলের গোলাপি রঙের সমন্বয়ে বেঙ্গালুরু শহর যেন তার নবযৌবন ফিরে পেয়েছে। দেখে মনে হচ্ছে জাদু কাঠির ছোঁয়ায় কেউ এই শহরকে গোলাপি স্বর্গে পরিণত করেছে।

শহরের রাস্তাগুলো যখন গোলাপি রঙের তাবিবুইয়া রোসিয়া ফুলের কার্পেটে পরিণত হয় , তখন মনে হয় বসন্ত এসে গেছে। এই জাদুকরী ফুলের মরসুমে বেঙ্গালুরু শহরটি নতুন গোলাপি কনের সাজে সেজে ওঠে। পথচারীদের কাছে রাস্তা চলতে প্রাকৃতিক সৌন্দর্যের এমন অভিজ্ঞতা তাদের স্মৃতির সিন্ধুকে চিরন্তন হয়ে থাকে। দেখে মনে হয় কোন এক শিল্পী তার তুলির ছোঁয়ায় শহরটিকে গোলাপির রঙে রাঙিয়ে দিয়েছে। প্রতি বছর বসন্তের শুরুতে এই ফুলগুলি ফুটতে শুরু করে এবং ঘরে ঘরে বসন্তের আগমনের বার্তা পৌঁছে দেয়।

এটা বলা হয়ে থাকে যে ব্রিটিশাররা গোলাপী ট্রাম্পেট গাছের সঙ্গে এই শহরের পরিচয় ঘটিয়েছিল কারণ তাদের হোমসিকনেস দূর করার এটি একটি বড় পন্থা ছিল। চারিপাশে গোলাপী ফুলের বাহার তাদের বসন্তের কথা মনে করিয়ে দিত। এরাই তাবিবুইয়া রোসিয়া গাছগুলি এই শহরে রোপন করেছিল। তাই স্বাধীনতার পর তারা দেশ ছেড়ে চলে গেলেও এর সৌন্দর্য আজ অটুট এবং আকর্ষণীয়। আজও এখানকার স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা শহরের এই গোলাপি রূপ দেখে মোহিত হয়ে যায়।

বহু ফটোগ্রাফার ইতিমধ্যেই বেঙ্গালুরু শহরের এই গোলাপি রূপকে নিজেদের ক্যামেরায় বন্দি করে রেখেছে। তাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করে প্রশংসা অর্জন করেছে। শাটারবাগ বিপ্লব মহাপাত্রের কয়েকটি স্টিল ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ছবিগুলি আইটি হাবের হোয়াইটফিল্ড এলাকায় তোলা হয়েছিল। পোস্টটি এখানে দেখুন –

ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পর প্রচুর প্রশংসা এবং লাইকস পেয়েছে। এদিকে, একজন ব্যবহারকারী যিনি শহরের চেরি ফুলের মরসুম সম্পর্কে অনেক কিছু জানেন বলে মনে হচ্ছে তিনি লিখেছেন, “এইবার বেশ তাড়াতাড়ি। গোলাপী ট্রাম্পেট এবং জ্যাকারান্ডা গাছগুলি সাধারণত মার্চের শেষের দিকে – এপ্রিলের শুরুতে প্রস্ফুটিত হয় এবং তার পরে জ্বলন্ত লাল গুলমোহর ফুল ফুটতে শুরু করে ।”