গ্রামে পুজোর ডংকা

Durga Puja 2024: এই গ্রামের পুজো টেক্কা দেয় শহরকে, দেখুন

বাঁকুড়া: প্রত্যন্ত এই গ্রামের পুজো টেক্কা দেয় শহরের বাঘা বাঘা পুজো গুলির সঙ্গে। শুশুনিয়া সার্বজনীনের ১৬ তম বর্ষের থিম পার্বণ প্রিয় বাঙালি। শুশুনিয়া পাহাড়ের নিচে ছোট্ট গ্রাম শুশুনিয়া। আর এই গ্রামেই দীর্ঘ ১৫ বছর ধরে মা দুর্গার আরাধনা করে আসছে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। এবার তাদের পুজো ১৬ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরের মতো এই বছরও আলোকসজ্জা থেকে মন্ডপসজ্জা সবেতেই চমক থাকবে বলে জানাচ্ছেন তারা। এবারে এই পুজো কমিটির থিম পার্বণপ্রিয় বাঙালি। খড়, বাঁশ, সুতলি, মাটি প্রভৃতি পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। থিমের মাধ্যমে ফুটে উঠবে গ্রাম বাংলার পরিবেশ ও বাঙালির ১২ মাসের বিভিন্ন পুজো পার্বণ লোকাচারের ছবি। এবারের থিমের বাজেট ১০ লক্ষ টাকা।

আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ করল মালদহ মেডিকেল কলেজ, দেখুন

বেশ কয়েক বছর ধরেই জেলার সেরা পুজোর তকমা পেয়ে আসছে এই পুজো কমিটি। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত ভিড় লেগেই থাকে শুশুনিয়া পাহাড়ের কোলে এই পুজো প্যান্ডেলে। প্রতিবছর নিত্যনতুন থিমের মধ্য দিয়ে চমক দিয়ে আসছে এই পুজো কমিটি। এই বছরের থিমও নজর কাড়বে জেলাবাসীর এমনই মনে করছেন আয়োজকরা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাজ।

বাঁকুড়া শুশুনিয়ার দুর্গাপুজোর প্রতি একটা বিশেষ আগ্রহ থাকে সাধারণ মানুষের। কারণ শুশুনিয়া পাহাড়ের তলায় দুর্গাপুজোর স্বাদ অন্যরকম। পর্যটক এরাও বেশ উপভোগ করেন এই দুর্গাপুজো। সরকারের তরফ থেকেও মিলেছে বিশেষ তকমা বহুবার। তবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সমাজের বার্তা দিতেই পছন্দ করে শুশুনিয়া দুর্গোৎসব কমিটি।

নীলাঞ্জন ব্যানার্জী