কেদারনাথে সাইকেল নিয়ে তিন বন্ধু 

Kedarnath: সাইকেলে চেপে কেদারনাথ, ঘুরে এল মন্দিরবাজারের তিন যুবক

দক্ষিণ ২৪ পরগনা: মনের ইচ্ছাপূরনে সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা ঘুরে এল মন্দিরবাজারের ৩ যুবক। বিপ্লব সরদার, ছোট্টু পুরকাইত ও মেসি পুরকাইত-দের এই কাণ্ড ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে। এর আগে পাহাড়ে চড়ার অভিজ্ঞতা ছিল না ওই যুবকদের।

সাইকেল নিয়ে যাত্রার কথা প্রথম মাথায় আসে বিপ্লবের। তিনিই অন্য বন্ধুদের কথাটা বললে সবাই রাজি হয়। সেই থেকে শুরু হয় এই যাত্রা‌র প্রস্তুতি। চারধাম যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করতে প্রতিবছর ছুটে যান লাখ লাখ পূণ্যার্থী। এই চারধামের মধ্যে শোনা যায় কেদারনাথে স্বর্গ থেকে হাওয়া আসে। সেই হাওয়াই এবার খেয়ে দেখবেন।

আর‌ও পড়ুন: এই গরমে চড়ুইভাতি! অবাক কাণ্ড অধ্যাপকদের

২৩ এপ্রিল বাড়ি থেকে বের হয়েছিলেন ওই যুবকরা। সেই সময় তাঁদের বিদায় জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন। প্রায় একমাস সাইকেল চালিয়ে লক্ষ্যে পৌঁছন। পথে একাধিক ছোট বাধা এসেছিল। তবে তাঁদের উদ্যমের কাছে সেই বাধা হার মানে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফিরে এসে এক অন‍্য জগৎকে উপলব্ধি করেছেন তাঁরা।

বাড়ি থেকে তারা যখন সাইকেল নিয়ে বের হয়েছিলেন তখন পাশে পেয়েছিলেন বাবা, মা ও গ্রামবাসীদের। তবে ফিরে আসার সময় পরিচিতির বৃত্ত টা অনেক বড় হয়ে গিয়েছিল। এই নিয়ে ছোট্টু পুরকাইত জানান, অজানাকে জানতে বের হয়েছিলেন। জেনেছেন অনেককিছুই।‌ দিয়েছেন সামাজিক কিছু বার্তা। তাঁদের এই অভিজ্ঞতা উপলব্ধি করে আর‌ও অনেকে এমন পথে এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নবাব মল্লিক