গাছ লাগলেন দেব

West Medinipur News: ভোটের আগে দিয়েছিলেন কথা, ভোট মিটতেই কথা রেখে মন জিতে নিলেন দেব

পশ্চিম মেদিনীপুর: কথা দিয়ে কথা রাখলেন তিনি। শুধু ভোট জিতে রাজনীতি নয়, পরিবেশ বাঁচাতে অভিনব ভূমিকা নিলেন নব নির্বাচিত এই সাংসদ। ভোটের নমিনেশন জমা করেছিলেন রক্তদান করে। সেদিন ঘোষণা করেছিলেন যত ভোটে তিনি পাবেন তার লোকসভা এলাকায় তত গাছ লাগাবেন। তবে অবশ্য জয় পেয়ে কিছুটা সিদ্ধান্ত বদল করলেন। যত ভোট পড়েছে লোকসভা এলাকায় ঠিক তত গাছ তিনি লাগাবেন।

রবিবাসরীয় সকাল থেকে বিশেষ এই ভাবনাকে ফলপ্রসূ করলেন অভিনেতা তথা তৃতীয়বার নির্বাচিত সাংসদ দেব। আক্রমণ, পাল্টা আক্রমণ নয়, গাছ লাগিয়ে ভোটে জয়ের বিজয় উৎসব পালন করলেন সাংসদ। কথায় নয়, কাজে বরাবর এগিয়ে দেব। শেষ দশ বছরে উত্তপ্ত বাক্য বিনিময় নয়, বরং শান্ত, ধির-স্থির দেবকে দেখেছে ঘাটালবাসী। তবে এবারে বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। টাফ লড়াই হলেও প্রায় এক লক্ষ বিরাশি হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছেন তিনি।

মনোনয়নের দিন সিদ্ধান্ত নিয়েছিলেন যত ভোট তিনি পাবেন লোকসভা এলাকায় তত গাছ রোপন করবেন। তবে কিছুটা সিদ্ধান্ত বদল করলেন দেব। যত মানুষ ভোট দিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রকে সবুজ করতে তত গাছ লাগাবেন তিনি।প্রথম দিনে রবিবার তার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন সবং থেকে। সবং-এ প্রায় ৬০০ এর বেশি গাছ লাগিয়ে শুরু করলেন এই কর্মসূচি।

আরও পডুনঃ Knowledge Story: এই মুরগির লেগ পিসের ওজন দেড় কেজি, স্বাদে অতুলনয়ী! খেয়েছেন কখনও? জেনে নিন কোথায় পাবেন

প্রথম দিনে দশ হাজারের বেশি টার্গেট রয়েছে। এদিন ৭ টা বিধানসভায় কর্মসূচি ছিল দেবের।এদিন ডেবরা ক্ষীরপাই দাসপুর সহ একাধিক জায়গায় বৃক্ষরোপণ করেন তিনি। জয়, পরাজয় কেন্দ্র নয় সব জায়গায় তিনি গাছ লাগাবেন। দেবের এই উদ্যোগ, এবং পরিবেশ বাঁচাতে একজন সাংসদের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ