পাহাড়েশ্বর পার্ক

Tourist Spot: বীরভূমের পাহাড়েশ্বর পার্ক গেছেন কখনও? না ঘুরলে মিস করবেন!

বীরভূম: বীরভূম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দুবরাজপুর পাহাড়েশ্বরের মামাভাগ্নে পাহাড়। চারিধারে সুন্দর গাছপালার মধ্যে ছোট বড় পাহাড়ের মেলবন্ধন মুগ্ধ করে পর্যটকদের। আমরা সকলেই মামা ভাগ্নে পাহাড়ের নাম শুনেছি। এই নামটির সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় ছোটবেলায় ভূগোল বইয়ে। এই পাহাড়টি কিন্তু বেশ রহস্যময়। এই পাহাড়ের দুটি পাথর যেভাবে ব্যালেন্স করে রয়েছে তা সবাইকে বিস্ময় করে দেয়। অপরদিকে এই দুটি পাহাড়ের উচ্চতাও ভিন্ন। দুটি ভিন্ন উচ্চতর পাথর কীভাবে একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে তা আমাদের বিস্ময় করে দেয়।

আরও পড়ুনঃ নির্বাচনে জেতার পর একজন এমপি কী কী সুযোগ-সুবিধা পান, বেতনই বা কত? জানুন

রাজ্যের দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন ভ্রমণ করতে।এমনকী শিশুদের মনোরঞ্জনের জন্য দুবরাজপুর পৌরসভার অধীনে রয়েছে একটি পার্ক।নাম দেওয়া হয়েছে পাহাড়েশ্বর পার্ক।পার্কে রয়েছে টয় ট্রেন।তবে বিগত এক বছরের ও বেশি অকেজো অবস্থায় রয়েছে। দ্রুত মেরামতির দাবি শহরবাসীর। নির্বাচন পর্ব মিটে গেছে। এবার আবার নতুন করে সবকিছু মেরামতি করার পর টয় ট্রেনের চাকা গড়াবে বলে আশ্বাস দিয়েছেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান।

দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পাহাড়েশ্বর এলাকায় পার্কের মধ্যে রয়েছে টয়ট্রেন। টয় ট্রেনটি এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে।কিন্তু সেদিকে নজর নেই দুবরাজপুর পৌরসভার। যদিও বা গত বছরের ডিসেম্বর মাসে টয় ট্রেনটি মেরামত করে চালানোর কথা বলেছিলেন পৌর প্রধান।

তবে তা সম্ভব হয়নি। কিন্তু আগে যেমন বন্ধ অবস্থায় ছিল, এখনও তাই। সেই ট্রেনে জল জমছে, টুকরো ইট পড়ে রয়েছে, এমনকী যে লাইন দিয়ে টয় ট্রেনটি চালানো হয় সেই লাইনও জং লেগে নস্ট হচ্ছে। তাছাড়াও বড় বড় ঘাসে ঢেকে গিয়েছে। দুবরাজপুর পৌরসভার বাসিন্দাদের দাবি, পাহাড়েশ্বর পার্ক ৮ থেকে ৮০ সকলের অক্সিজেন নেওয়ার প্রাণকেন্দ্র। এই পার্কেই রয়েছে টয় ট্রেন। অন্যতম বিনোদন। দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে।যত দ্রুত সম্ভব মেরামতি করে দেওয়া হোক।দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, টয় ট্রেনটি মেরামত করার জন্য টেন্ডার হয়েছে।নির্বাচন বিধি কেটে যাচ্ছে । এবার যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটি পুনরায় বাচ্চাদের জন্য চালু করা হবে।

তবে এখন প্রশ্ন থাকতে পারে কীভাবে পৌঁছাবেন এই পার্কে? এই পার্কে যেতে গেলে আপনাদেরকে দুবরাজপুর স্টেশন থেকে টোটো করে মাত্র আড়াই কিলোমিটার দূরত্বে যেতে হবে। আর আড়াই কিলোমিটার দূরত্বে গেলেই আপনি পেয়ে যাবেন এই পার্ক। তবে এবার বীরভূম ভ্রমণে এলে মামা ভাগ্নে পাহাড়ের সঙ্গে এই পার্ক অবশ্যই আপনার ভ্রমণের লিস্টে রাখুন। রইল গুগল লোকেশন
https://maps.app.goo.gl/iM2joKHcqkoF1qMj8

সৌভিক রায়