কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা

Train Accident: কাউন্টার থেকে বন্ধ টিকিট বিলি! বাবার শ্রাদ্ধে পৌঁছন হল না ছেলের, বাধ মানছে না চোখের জল

জলপাইগুড়ি: জলপাইগুড়ি কাউন্টার থেকে বন্ধ রেলের টিকিট বিলি! বাবার শ্রাদ্ধানুষ্ঠানে পৌঁছোনো হল না ছেলের! মুখ ভার করে ফিরতে হল।সপ্তাহের প্রথমদিন সোমবার সকাল হতেই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশনের খানিক আগে রাঙাপানি এলাকায় ঘটে এদিনের ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা পেছন থেকে এসে ধাক্কা মারে তীব্র গতিতে ছুটে আসা একটি মালগাড়ি। ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় আড়াআড়িভাবে মালগাড়ি উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা।

ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির ইঞ্জিন চালক-সহ ৫ জনের। আহতের সংখ্যা একাধিক। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে। এই সংখ্যাগুলি পরবর্তীতে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। এই ঘটনার প্রভাব পড়েছে জলপাইগুড়ি স্টেশনেও।

আরও পড়ুনঃ সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু! আহত বহু

জলপাইগুড়ি রোড স্টেশনের কাউন্টারে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে যাত্রীদের টিকিট দেওয়া। জলপাইগুড়ি রেল স্টেশনে টিকিট বন্ধ করে দিল স্টেশনে কর্তৃপক্ষ। এতেই সমস্যার সম্মুখীন যাত্রীরা। কীভাবে পৌঁছনো যাবে গন্তব্যস্থল? আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা।

এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। একাটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধারকাজেও দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছচ্ছে সেখানে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না বলেই খবর। ইতিমধ্যেই ফাঁসিদেওয়া থেকে আধিকারিকরা পৌঁছেছেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

সুরজিৎ দে