*জানা গিয়েছে, এ দিন আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের পেরনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ সকাল পৌনে ৯টা নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে৷

Kanchanjunga express accident: ‘মনে হল ট্রেনের মধ্যে ভূমিকম্প!’ কী বলছেন কাঞ্চনজঙ্ঘার যাত্রী, দেখুন ভিডিও

‘হঠাৎই মনে হল, ট্রেনের মধ্যে ভূমিকম্প হচ্ছে৷’ এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা৷ এ দিন সকালে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে সরাসরি ধাক্কা মারে একটি মালগাড়ি৷  এ দিন সকালে এনজেপি স্টেশনের থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে রাঙাপানির কাছে এই দুর্ঘটনা ঘটে৷ যার জেরে লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ট্রেনের লাগেজ ভ্যান৷ এই দুর্ঘটনায় ফের রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ওই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷