দেশ Train Ticket Reservation Rule Changed: বদলে গেল রিজার্ভেশনের নিয়ম, কতদিন আগে কাটলে কনফার্ম টিকিট মিলবে? রেলের বড় ঘোষণা Gallery October 17, 2024 Bangla Digital Desk আগামী পয়লা নভেম্বর, ২০২৪ থেকে রেল যাত্রীদের জন্য সুখবর। ১২০ দিনের বদলে ৬০ দিন আগে থেকে বুকিং করা যাবে ট্রেনের টিকিট। বিদেশি নাগরিকদের ৩৬৫ দিন আগে বুকিং করা যাবে। টিকিট বাতিল করা যাবে ৬০ দিন আগে। বৃহস্পতিবার ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। বর্তমানে কোনও নির্দিষ্ট দিনের টিকিট কাটতে হলে চার মাস আগে সেই দিনের টিকিট রিজার্ভেশন পাওয়া যায়। প্রতীকী ছবি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পয়লা নভেম্বর থেকে এই রিজার্ভেশন টিকিট কাটা যাবে ২ মাস আগে। যদিও এর ফলে টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে চাহিদা বাড়বে, ফলে চাপও বাড়বে। যদিও টিকিটের দাম বাড়বে কি না তা নিয়ে এখনও রেলের তরফে কিছু জানানো হয়নি। (রিপোর্টার– আবীর ঘোষাল)