বাজি

North Dinajpur News: বাজিবাজারে কোন বাজির চাহিদা এবার তুঙ্গে? দামই বা কত? জানুন

উত্তর দিনাজপুর: বাজিবাজারে কোন বাজি গুলোর চাহিদা এবার তুঙ্গে জানেন? আলোর উৎসব দীপাবলি। প্রদীপ, মোমবাতির পাশাপাশি বাজারে দেদার বিক্রি শুরু হয়েছে আতসবাজি। তবে পরিবেশবান্ধব বাজির সামগ্রী নিয়ে রায়গঞ্জে উদ্বোধন হল সবুজ বাজিবাজারের, যেখানে রয়েছে ৫০টি স্টল।

জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে বসেছে পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের আতসবাজির স্টল। কালীপুজো উপলক্ষে এই আতসবাজির চাহিদাও তুঙ্গে। পরিবেশ বান্ধব বাকিগুলোর মধ্যে এবারে দেদার বিকোচ্ছে চড়কি থেকে শুরু করে তুবড়ি, রঙমশালের মতো আতশবাজি ছাড়াও এবারে বাজারে জনপ্রিয় আরও কিছু বাজি। কী কী বাজি রয়েছে এবারের?

আরও পড়ুন: বাজি কিনে ফেরার পথে কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দাদা, আশঙ্কাজনক ভাই

বাজারে এবার চাহিদা তুঙ্গে ড্রোনের আকারে তৈরি বাজি। আগুন দিলেই ড্রোনের মতো আকাশে উড়ে যাবে এই বাজি। ক্যামেরা বাজির চাহিদাও প্রচুর রয়েছে এবার দীপাবলিতে। বাজি বাজারের এবারের অন্যতম আকর্ষণ ক্যামেরা বাজি। সেই বাজিতেই আগুন দিলেই ক্যামেরার ফ্ল্যাশের মত আলো জ্বলবে।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা, ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি