Tag Archives: Fire Crackers

North Dinajpur News: বাজিবাজারে কোন বাজির চাহিদা এবার তুঙ্গে? দামই বা কত? জানুন

উত্তর দিনাজপুর: বাজিবাজারে কোন বাজি গুলোর চাহিদা এবার তুঙ্গে জানেন? আলোর উৎসব দীপাবলি। প্রদীপ, মোমবাতির পাশাপাশি বাজারে দেদার বিক্রি শুরু হয়েছে আতসবাজি। তবে পরিবেশবান্ধব বাজির সামগ্রী নিয়ে রায়গঞ্জে উদ্বোধন হল সবুজ বাজিবাজারের, যেখানে রয়েছে ৫০টি স্টল।

জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে বসেছে পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের আতসবাজির স্টল। কালীপুজো উপলক্ষে এই আতসবাজির চাহিদাও তুঙ্গে। পরিবেশ বান্ধব বাকিগুলোর মধ্যে এবারে দেদার বিকোচ্ছে চড়কি থেকে শুরু করে তুবড়ি, রঙমশালের মতো আতশবাজি ছাড়াও এবারে বাজারে জনপ্রিয় আরও কিছু বাজি। কী কী বাজি রয়েছে এবারের?

আরও পড়ুন: বাজি কিনে ফেরার পথে কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দাদা, আশঙ্কাজনক ভাই

বাজারে এবার চাহিদা তুঙ্গে ড্রোনের আকারে তৈরি বাজি। আগুন দিলেই ড্রোনের মতো আকাশে উড়ে যাবে এই বাজি। ক্যামেরা বাজির চাহিদাও প্রচুর রয়েছে এবার দীপাবলিতে। বাজি বাজারের এবারের অন্যতম আকর্ষণ ক্যামেরা বাজি। সেই বাজিতেই আগুন দিলেই ক্যামেরার ফ্ল্যাশের মত আলো জ্বলবে।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা, ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি

Kolkata Accident Death: বাজি কিনে ফেরার পথে কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দাদা, আশঙ্কাজনক ভাই

কলকাতা: খাস কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। নুঙ্গি থেকে বাজি কিনে ফেরার পথে সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দুই ভাই গিয়েছিল বাজি কিনতে। প্রতীকী ছবি।
কলকাতা: খাস কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। নুঙ্গি থেকে বাজি কিনে ফেরার পথে সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দুই ভাই গিয়েছিল বাজি কিনতে। প্রতীকী ছবি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাস দুটিতে প্রায় ১১০ জন যাত্রী ছিলেন, যার ফলে আহতের সংখ্যাও অনেক বেশি। তবে কী ভাবে ঘটনা ফেরার পথে ছোট হাতির ধাক্কায় ছিটকে পড়ে বলে অভিযোগ। হাসপাতাল নিয়ে যাওয়া হলে বাইক চালক অভিজিৎ হালদারকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। অভিজিতের ছোট ভাই চিকিৎসাধীন। প্রতীকী ছবি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাস দুটিতে প্রায় ১১০ জন যাত্রী ছিলেন, যার ফলে আহতের সংখ্যাও অনেক বেশি। তবে কী ভাবে ঘটনা ফেরার পথে ছোট হাতির ধাক্কায় ছিটকে পড়ে বলে অভিযোগ। হাসপাতাল নিয়ে যাওয়া হলে বাইক চালক অভিজিৎ হালদারকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। অভিজিতের ছোট ভাই চিকিৎসাধীন। প্রতীকী ছবি।
রাতে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মহেশতলা কলেজের কাছে ঘটে পথ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পথ দুর্ঘটনায় আহত ছিল মোট তিনজন। এদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করা হয়েছে। প্রতীকী ছবি।
রাতে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মহেশতলা কলেজের কাছে ঘটে পথ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পথ দুর্ঘটনায় আহত ছিল মোট তিনজন। এদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করা হয়েছে। প্রতীকী ছবি।
জানা গিয়েছে, বাইক নিয়ে বাটার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার পথে মহেশতলা কলেজের কাছে অপর দিক থেকে আসা একটি ছোট মালবাহী গাড়িকে ধাক্কা মারে বাইকটিকে। প্রতীকী ছবি।
জানা গিয়েছে, বাইক নিয়ে বাটার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার পথে মহেশতলা কলেজের কাছে অপর দিক থেকে আসা একটি ছোট মালবাহী গাড়িকে ধাক্কা মারে বাইকটিকে। প্রতীকী ছবি।
দুর্ঘটনা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাঁরা পুলিশে খবর দেন। একজন বাইক আরোহী এবং ছোট হাতির চালক আহত অবস্থায় চিকিৎসাধীন। প্রতীকী ছবি।সহ-প্রতিবেদক: সমীর মণ্ডল
দুর্ঘটনা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাঁরা পুলিশে খবর দেন। একজন বাইক আরোহী এবং ছোট হাতির চালক আহত অবস্থায় চিকিৎসাধীন। প্রতীকী ছবি। সহ-প্রতিবেদক: সমীর মণ্ডল

Fire Crackers: আতসবাজির বিরাট বাজার জেলার মাঠে! মিলছে নানা বাজি, রইল বিস্তারিত

মালদহ: এক ছাতার তলায় সমস্ত দোকান। ঘুরে ঘুরে আপনাকে বাজি কিনতে হবেনা। জেলা প্রশাসন ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে মেলার আকারে বসানো হচ্ছে বিশাল বাজি বাজার। যেখানে ৫০টিরও বেশি দোকান বসেছে।

শহরের স্থায়ী দোকানে মিলবে না কোনও বাজি। বাজি কিনতে হলে আপনাকে আসতেই হবে অস্থায়ী এই বাজি বাজারে। আসন্ন কালীপুজো ও ছট পুজো উপলক্ষে মালদহ শহরের এক প্রান্তে ফার্মের মাঠে বসানো হয়েছে এই বাজির বাজার। নিরাপত্তার জন্য গত দুই বছর ধরে শহরের বাইরে বাজি বাজার বসানো হচ্ছে। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই বাজির বাজারের আয়োজন করা হয়েছে। মালদহ বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক সাহা বলেন, “এক জায়গায় সমস্ত দোকান বসায় আমাদের সুবিধে হচ্ছে। ক্রেতাদেরও অনেক সুবিধা হবে। সাধারণ মানুষকে বলব আপনারা বাজির বাজারে আসুন, এখান থেকেই বাজি কিনুন। কোনও রকম শব্দবাজি এখানে বিক্রি হচ্ছে না”।

আরও পড়ুন: দুর্বল হলেও এখনও ভয়ঙ্কর দানা! কলকাতা-সহ বহু জেলায় বৃষ্টির তাণ্ডবের ইঙ্গিত, রেহাই কবে?

২৪ নভেম্বর অনুষ্ঠানিক ভাবে এই অস্থায়ী বাজি বাজারে উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র মালদহ শহরে নয়, জেলার আরও পাঁচটি ব্লকের সদরে বাজির বাজার বসানো হয়েছে। নিরাপত্তার জন্য প্রশাসনের এমন উদ্যোগ। নির্দিষ্ট জায়গায় অস্থায়ী বাজী বাজার বসানোয় নজরদারি করতে প্রশাসনের ও সুবিধা হচ্ছে। মালদহ মারছেন চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, “মালদহ জেলা প্রশাসন ও মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে শহরের বাইরে বাজি বাজার বসানো হয়েছে। প্রশাসন আমাদের সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নিরাপত্তার জন্য এমন উদ্যোগ। মালদহ শহর ছাড়াও অন্যান্য ব্লকেও বাজি বাজার বসানো হয়েছে”।

আরও পড়ুন: দানার আতঙ্কের মধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা, থমকে গেল বন্দে ভারত

বাজারগুলিতে দুর্ঘটনা এড়াতে মোতায়েন থাকছে দমকল বাহিনী, সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। শহরের মাধবনগর এলাকায় ফার্মের মাঠের একাংশে বাজি বাজার বসানো হয়েছে। মালদহের প্রায় সমস্ত বাজি ব্যবসায়ীরা এখানে পাইকারি ও খুচরো মূল্যে দোকান বসিয়েছেন। বাজারে বাজারে প্রায় ৫০টি স্টল রয়েছে। বাজারে আগ্নি নির্বাপণ ব্যবস্থা থেকে সমস্ত রকম সুযোগ-সুবিধা করা হয়েছে এই বাজারে।

Diwali 2024: পরিবেশবান্ধব আতশবাজি মিলছে সবথেকে সস্তায়! কোথায় পাবেন? জেনে নিন

পুরুলিয়া : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সামনেই কালীপুজো। ‌ কালী পুজো বা দিওয়ালিতে বাজি ফাটানো একটা ট্রেনড। তাই এই সময় ব্যাপক হারে আতশবাজি বিক্রি হয়। কিন্তু সে আতশবাজি থেকে পরিবেশ দূষণ হয়। তাই পরিবেশবিদরা আতশবাজি বিক্রির সমর্থন কখনওই করেন না। আর তাই পরিবেশের ভারসাম্যর কথা মাথায় রেখে সবুজ আতশবাজি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জেলা পুরুলিয়ার আতশবাজি উন্নয়ন সমিতি। শহরের মাঝে তারা সবুজ আতশবাজির একটি বাজার খুলেছেন। সেখানে সম্পূর্ণ পরিবেশ বান্ধব আতশবাজি বিক্রি হচ্ছে। আর ক্রেতারাও তাই ভিড় করে এখান থেকে আতশবাজি কিনছেন।

বিক্রেতারাও খুশি এই বাজারে বাজি বিক্রি করতে পেরে। দামও অন্যান্য জায়গার তুলনায় কম ও সকলের সাধ্যের মধ্যে। এ বিষয়ে আতশবাজি উন্নয়ন সমিতির সেক্রেটারি দীপক কুমার জোশী বলেন ,”তারা এই বাজারে সম্পূর্ণ পরিবেশ বান্ধব বাজি বিক্রি করছেন সরকারি গাইডলাইন মেনে। আতশবাজির পাশাপাশি এখানে শব্দবাজিও বিক্রি হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী বিগত বছর থেকে ১২০ ডেসিমেল শব্দবাজি বিক্রির পারমিশন রয়েছে সেই অনুযায়ী তারা বাজি বিক্রি করছেন। তারা আশা রাখছেন কালীপুজোর আগে তাদের ভালো ব্যবসা হবে।

এ বিষয়ে বিক্রেতা পরমা মল্লিক বলেন ,”তিনি গত বছরও এই বাজারে বাজির দোকান দিয়েছিলেন, এ বছরও দিলেন। তিনি আশা রাখছেন তার ভালো বিক্রি হবে।” এ বিষয়ে ক্রেতা অশ্বিনী মাহাতো বলেন ,”তিনি এর আগেও এই বাজার থেকে বাজি কিনেছেন। এ বছরও নিজের ছেলের জন্য এখান থেকেই বাজি কিনলেন। এই বাজি থেকে কোনও সাইডএফেক্ট হয় না তাই তিনি অন্যান্য জায়গায় ছেড়ে এখান থেকে বাজি কেনেন।”

আরও পড়ুনঃ KKR News: স্টার্কের বিদায় পাকা! সাড়ে ছয় ফুটের ভয়ঙ্কর বিদেশী পেসারকে নেবে কেকেআর! বড় আপডেট

কালীপুজো বা দীপাবলীর সময় রং-বেরঙের বিভিন্ন ধরনের বাজি পাওয়া যায়। তাই অনেকেরই দীপাবলি ও কালীপুজো উদযাপন করার জন্য বাজি কিনতে আগ্রহী হন। তবে পরিবেশে অনেকখানি ক্ষতি করে আতশবাজি। সেই কথা মাথায় রেখেই পরিবেশ বান্ধব আতশবাজি বিক্রি হচ্ছে পুরুলিয়ায়। যার রীতিমতসাড়া ফেলে দিয়েছে গোটা জেলায়।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Fire Crackers Exhibition: আতসবাজির চোখ ধাঁধানো ঝলকানিতে মেতে উঠল কাশীনগর! দেখুন ভিডিও

দক্ষিণ ২৪ পরগনা: আতসবাজির চোখ ধাঁধানো ঝলকানিতে মেতে উঠল কাশীনগর। প্রতিবছর এখানে আতসবাজির প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন। উদ্যোক্তাদের মতে এবছর আতসবাজির প্রদর্শনী দেখতে সেখানে প্রায় ১০ হাজার স্থানীয় বাসিন্দা একত্রিত হয়েছিলেন। রঙবেরঙের আতসবাজির ঝলকানি প্রত‍্যক্ষ‍ করতে তাঁরা সেখানে এসেছিলেন।

আরও পড়ুন- পার্টিতে অচেনা ব্যক্তিকে ‘নির্দোষ’ চুম্বনের পর বিকট রোগে আক্রান্ত তরুণী! চৌপট হতে চলেছে তাঁর জীবন?

ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা, ফুলবাহার সহ একাধিক আতসবাজির প্রদর্শিত হয় সেখানে। এই আতসবাজির প্রদর্শনী ঘিরে মানুষের মধ‍্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। কাশীনগর বাজার ব‍্যবসায়ী সমিতির উদ‍্যোগে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান করতে খরচ পড়ে প্রায় ৫ লক্ষ টাকা। আতসবাজি থেকে যাতে কোনোরকম দুর্ঘটনা না হয় সেজন‍্য নিরাপদ দূরত্বে বাঁশের বেড়া দেওয়া হয়েছিল। সঙ্গে ছিল পর্যাপ্ত জলের ব‍্যবস্থা।

আরও পড়ুন- অতিরিক্ত ঘাম হচ্ছে? কোন ভিটামিনের ঘাটতি শরীরে, জানলে চমকাবেন! বড় ক্ষতির আশঙ্কা আছে কি?

যে কোনোরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছিল কড়া নিরপত্তার ব‍্যবস্থা। এ নিয়ে ব‍্যবসায়ী সমিতির পক্ষ থেকে কৃষ্ণ হালদার বলেন, “প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এই আতসবাজির প্রদর্শনীতে কোনও শব্দ বাজি ব‍্যবহার করা হয়না। ফলে আট থেকে আশি সকলেই এই আতসবাজির প্রদর্শনী দেখতে আসেন।”

নবাব মল্লিক