সব স্মার্টফোনে এই ছোট্ট ফুটো কেন থাকে? খেয়ালই করেননি নির্ঘাত! বলতে পারবেন না ৯৯%

Smartphone Tips:সব স্মার্টফোনে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? খেয়ালই করেননি নির্ঘাত! বলতে পারবেন না ৯৯%

স্মার্টফোন (Smart Phone Tips) সবার আছে। মোবাইল ফোনে চার্জারের কেবল গোঁজেন যেখানে, ঠিক তার পাশেই ছোট্ট একটা ফুটো আছে! খেয়াল করেছেন? কী কাজে লাগে ওই ছোট্ট ছিদ্র? বলুন দেখি?
স্মার্টফোন (Smart Phone Tips) সবার আছে। মোবাইল ফোনে চার্জারের কেবল গোঁজেন যেখানে, ঠিক তার পাশেই ছোট্ট একটা ফুটো আছে! খেয়াল করেছেন? কী কাজে লাগে ওই ছোট্ট ছিদ্র? বলুন দেখি?
আমরা সবাই সারাদিন মোবাইল ফোন ঘাঁটি, দিনের বেশিরভাগ অংশ কেটে যায় স্মার্টফোনের (Smartphone Tips) দিকে তাকিয়েই। কিন্তু কত জিনিস জানিই না! এই যেমন এখন আপনি ভাবতে বসেছেন! সত্যিই তো, কতবার ভেবেছেন আগে, এই ফুটোর কাজ কী? জানেন?
আমরা সবাই সারাদিন মোবাইল ফোন ঘাঁটি, দিনের বেশিরভাগ অংশ কেটে যায় স্মার্টফোনের (Smartphone Tips) দিকে তাকিয়েই। কিন্তু কত জিনিস জানিই না! এই যেমন এখন আপনি ভাবতে বসেছেন! সত্যিই তো, কতবার ভেবেছেন আগে, এই ফুটোর কাজ কী? জানেন?
ফোনের ভিতরের যন্ত্রাংশ বাদ দিলেও বাইরে ডিজাইন সম্পর্কেও সঠিকভাবে ওয়াকিবহাল নন সকলে। অবাক হবেন, সত্যিই কতটা গুরুত্বপূর্ণ এই চোখে না পড়ার মতো ছোট ছিদ্র! ভাবতেই পারছেন না!
ফোনের ভিতরের যন্ত্রাংশ বাদ দিলেও বাইরে ডিজাইন সম্পর্কেও সঠিকভাবে ওয়াকিবহাল নন সকলে। অবাক হবেন, সত্যিই কতটা গুরুত্বপূর্ণ এই চোখে না পড়ার মতো ছোট ছিদ্র! ভাবতেই পারছেন না!
কোনও কোনও ফোনে এটি চার্জিং পয়েন্টের কাছে থাকে, আবার কোনও ফোনে থাকে ক্যামেরার পাশে। যেটির কাজ শুনলে চমকে যাবেন।
কোনও কোনও ফোনে এটি চার্জিং পয়েন্টের কাছে থাকে, আবার কোনও ফোনে থাকে ক্যামেরার পাশে। যেটির কাজ শুনলে চমকে যাবেন।
সব স্মার্টফোনের পিছনের দিকে থাকে একটি ক্যামেরা সেট আপ আর সামনের দিকে থাকে ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের চারপাশে ফ্রেমের মধ্যে আরও অনেক কিছুই দেখা যায়। ফোনের নীচে থাকে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, কলিং মাইক্রোফোন। চার্জিং পোর্টে চার্জার কানেক্ট করলেই ফোন চার্জ করা সম্ভব হয়। এছাড়াও ফোনের স্পিকার গ্রিলের ভিতরে থেকে বেরিয়ে আসে আওয়াজ। কলিং মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস ও ভিডিয়ো কলের সময় আপনার কণ্ঠ ক্যাপচার হয়।
সব স্মার্টফোনের পিছনের দিকে থাকে একটি ক্যামেরা সেট আপ আর সামনের দিকে থাকে ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের চারপাশে ফ্রেমের মধ্যে আরও অনেক কিছুই দেখা যায়। ফোনের নীচে থাকে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, কলিং মাইক্রোফোন। চার্জিং পোর্টে চার্জার কানেক্ট করলেই ফোন চার্জ করা সম্ভব হয়। এছাড়াও ফোনের স্পিকার গ্রিলের ভিতরে থেকে বেরিয়ে আসে আওয়াজ। কলিং মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস ও ভিডিয়ো কলের সময় আপনার কণ্ঠ ক্যাপচার হয়।
এছাড়াও ফোনের চারপাশে থাকে ভলিউম বাটন, পাওয়ার বাটন, সিম ট্রে, হেডফোন জ্যাক। যে সব ফোনে স্টিরিয়ো স্পিকার সেট আপ ব্যবহার হয় সেই সব ফোনের উপরে আরও একটি স্পিকার গ্রিল দেখা যায়। কিন্তু এই সব কিছু ছাড়াও প্রায় সব ফোনের উপরে থাকে একটি ছোট্ট ছিদ্র। এই প্রতিবেদন যদি আপনি কোন স্মার্টফোন থেকে পড়েন তবে সেই ফোনের উপরেও এই ছোট্ট ছিদ্র থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব স্মার্টফোনের উপরে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? কারণ জানেন কি?
এছাড়াও ফোনের চারপাশে থাকে ভলিউম বাটন, পাওয়ার বাটন, সিম ট্রে, হেডফোন জ্যাক। যে সব ফোনে স্টিরিয়ো স্পিকার সেট আপ ব্যবহার হয় সেই সব ফোনের উপরে আরও একটি স্পিকার গ্রিল দেখা যায়। কিন্তু এই সব কিছু ছাড়াও প্রায় সব ফোনের উপরে থাকে একটি ছোট্ট ছিদ্র। এই প্রতিবেদন যদি আপনি কোন স্মার্টফোন থেকে পড়েন তবে সেই ফোনের উপরেও এই ছোট্ট ছিদ্র থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব স্মার্টফোনের উপরে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? কারণ জানেন কি?
আসলে, এই ছোট্ট গর্তে ভর্তি রহস্য! এটি আসলে শব্দের সঙ্গে যুক্ত একটি কাজ করে! বলুন তো কী? ফোনে আমরা যখন কথা বলি, সেই শব্দটাকে ধরাই ওই ছিদ্রের কাজ। এটি আসলে মাইক্রোফোন নয়, "মাইক্রোফোন গ্রিল"। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
আসলে, এই ছোট্ট গর্তে ভর্তি রহস্য! এটি আসলে শব্দের সঙ্গে যুক্ত একটি কাজ করে! বলুন তো কী? ফোনে আমরা যখন কথা বলি, সেই শব্দটাকে ধরাই ওই ছিদ্রের কাজ। এটি আসলে মাইক্রোফোন নয়, “মাইক্রোফোন গ্রিল”। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
এই ছিদ্রের মাধ্যমেই আমাদের কন্ঠস্বর ফোনের মধ্যে প্রবেশ করে। অন্য প্রান্তের মানুষটি এর পরেই আপনার বক্তব্য শুনতে পান! দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
এই ছিদ্রের মাধ্যমেই আমাদের কন্ঠস্বর ফোনের মধ্যে প্রবেশ করে। অন্য প্রান্তের মানুষটি এর পরেই আপনার বক্তব্য শুনতে পান! দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
কেবল কথাটুকু ভালভাবে ধরাই এই খুদে মাইক্রোফোনের কাজ। আশপাশের যাবতীয় সব শব্দ ধরে না এই মাইক। ফোনের নীচের দিকে এই ফুটোর অবস্থান বলেই আসলে সমস্ত শব্দ এটি ধরে না। নয়েজ রিডাকশনে বড় ভূমিকা নেয় এটি।
কেবল কথাটুকু ভালভাবে ধরাই এই খুদে মাইক্রোফোনের কাজ। আশপাশের যাবতীয় সব শব্দ ধরে না এই মাইক। ফোনের নীচের দিকে এই ফুটোর অবস্থান বলেই আসলে সমস্ত শব্দ এটি ধরে না। নয়েজ রিডাকশনে বড় ভূমিকা নেয় এটি।
যে সব ফোনে এই ছিদ্রের অবস্থান ক্যামেরার ফ্ল্যাশলাইটের পাশে, সেখানেও এই ছিদ্র নয়েজ কমাতেই সাহায্য করে।
যে সব ফোনে এই ছিদ্রের অবস্থান ক্যামেরার ফ্ল্যাশলাইটের পাশে, সেখানেও এই ছিদ্র নয়েজ কমাতেই সাহায্য করে।