যখন কারিগরের চিকিৎসা চলছে হাসপাতালে

Nadia News: সোনার গহনা নির্মাণ করতে গিয়ে ব্লোল্যাম্প ব্লাস্ট! আগুনে ঝলসে জখম দুই স্বর্ণ কারিগর

নদিয়া: বাড়িতেই সোনা রুপোর অলংকার নির্মাণ করতে গিয়ে ব্লোল্যাম্প ব্লাস্ট করে ঝলসে গেল দুজনের সর্বাঙ্গ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই কারিগর। কাকাকে বাঁচাতে এসে ভাইপোরও পুড়ল প্রায় সর্বাঙ্গ। দুজনেই গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হাসপাতালে।

সোনার দোকানে অনেক সময় আমরা দেখতে পাই সোনা গলাতে এক ধরনের গ্যাসের সিলিন্ডার থেকে আগুন বের হতে। অত্যন্ত দ্রুত গতিতে সেই আগুন বের হয় যাতে খুব সহজেই কঠিন সোনাকে গলানো যায়। তবে সেই আগুনেই যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা হয়তো বুঝতে পারেনি দোকানের কারিগর।

ঘটনাটি নদিয়ার শান্তিপুর নিশ্চিন্তপুর এলাকার। সেখানকার অসীম দত্ত বাড়িতে বসেই বিভিন্ন দোকানের পাইকারি সোনা রুপোর অলংকার নির্মাণ করে থাকেন, আর পাঁচটা সাধারণ দিনের মত আজ কাজ করছিলেন ব্লোল্যাম্প নিয়ে। সেটাই হয়তো গরম হয়ে কোনও কারনে তীব্র শব্দ করে বিস্ফোরণ করে গরম গ্যাস সারা শরীরে লাগে।

আরও পড়ুনঃ Bankura News: ইচ্ছে ও জেদ একমাত্র সম্বল! বাঁকুড়ার এই দম্পতির জীবন সংগ্রাম জানলে অবাক হবেন

আগুন লেগে যায় অসীম দত্তের গেঞ্জিতে। পাশের ঘর থেকে ছুটে আসে ভাইপো দীপন। কাকাকে প্রাণে বাঁচালেও তারও প্রায় সর্বাঙ্গে প্রচন্ড গরম গ্যাস সারা গায়ে স্পর্শ করে। পরিবারের অন্য সদস্যরা তড়িঘড়ি দুজনকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানেই প্রাথমিক চিকিৎসার করার পর ভর্তি রাখা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। গ্যাস চোখে লাগলে বড়সড় ক্ষতি হতে পারতো দুজনেরই বলে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা।

Mainak Debnath