প্র‍্যাকটিসের সময়

Alipurduar News: ‘বাংলা’-র ক্রিকেট দলে খেলবে আলিপুরদুয়ারের দুই পড়ুয়া

আলিপুরদুয়ার: অনুর্ধ্ব ১৭ স্কুল বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্টে সুযোগ পেল আলিপুরদুয়ারের ২ খেলোয়ার। এই দুই খেলোয়ারের টুর্নামেন্টে সুযোগ পাওয়াকে কেন্দ্র করে খুশির হাওয়া জেলা জুড়ে। আলিপুরদুয়ারের ২ কৃতির নাম অরিজিৎ ও অভিজিৎ। আলিপুরদুয়ার জংশন রেলওয়ে উচ্চতর বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র তারা।

অরিজিৎ চক্রবর্তী ও অভিজিৎ কুমার দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। গত ২৭শে ডিসেম্বর কলকাতায় আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় স্কুল বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্টের ট্রায়ালে আলিপুরদুয়ার থেকে অংশগ্রহণ করেন তারা। এরপরেই অনূর্ধ্ব ১৭ স্কুল বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্টে নির্বাচিত হওয়ার খবর পান তারা। সেই খবর পেতেই আনন্দে আত্মহারা আলিপুরদুয়ারের দুই পড়ুয়া ও তাদের পরিবার।

কলকাতা হয়ে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে তারা। আগামী ১৬ ই জানুয়ারি থেকে ২৩ শে জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট চলবে। সেখানে নিজেদের প্রমাণ করতে পুরো দমে প্রস্তুতি সেড়েছেন এই দুই খেলোয়ার। এই বিষয়ে অরিজিৎ চক্রবর্তী জানান,”প্র‍্যাকটিসে গাফিলতি দেইনি।বিশ্বাস আছে ভাল কিছু করব।ক্রিকেটার হিসেবে নিজের নাম ও জেলার মুখ উজ্জ্বল করতে চাই।”

আরও পড়ুনঃ Rohit Sharma: ধোনির রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, মোট ৫ রেকর্ড হিটম্যানের ঝুলিতে

শীতের সকালে যখন ঘুম ভাঙে না কারও। তখন কুয়াশার চাদর ভেদ করে ক্রিকেট প্র‍্যাকটিসের জন‍্য মাঠে যেতে দেখা গিয়েছে অরিজিৎ ও অভিজিৎকে। প্রথমে পুরো মাঠ দৌড়, তারপর ব‍্যাট হাতে প্র‍্যাকটিস। সকাল আটটার মধ‍্যে প্র‍্যাকটিস শেষ করে টিউশন। তারপর স্কুলে যাওয়া এই হল দুই পড়ুয়ার রুটিন। ছেলেরা খেলতে যাচ্ছে বাংলা দলের হয়ে,গর্বিত তাদের বাবা ও মা।

Annanya Dey