Italy vs Spain: ইতালিতে হারিয়ে ইউরোর শেষ ষোলোর স্পেন, হতাশ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফুটবল

বৃহস্পতিবার মধ্যরাতে এবারের ইউরোর এখনও পর্যন্ত সবথেকে উত্তেজক ম্যাচ দেখার আশায় ছিল গোটা ফুটবল বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ও ৩ বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের দ্বৈরথ অন্য মাত্রা পাবে ভেবেছিল সকলেই। কিন্তু আদতে স্পেনের বিরুদ্ধে সেভাবে লড়াই দিতে পারল না ইতালি। ১-০ গোলে ম্যাচ জিতে ইউরোর শেষ ষোলোয় পৌছে গেল স্প্যানিশ আর্মাডারা।

গোটা ম্যাচে একটি গোল হল, তাও আবার আত্মঘাতী। সেই গোলে স্পেন জিতলেও গোটা ম্যাচ জুড়ে ছিল তাদের দাপট। ম্যাচের স্কোরলাইন দেখে মনে হতেই পারে সাদামাটা একটা ম্যাচ। কিন্তু আদতে তা একদমই নয়। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইতালিকে রীতিমত নাস্তানাবুদ করে ছাড়ে স্পেনের অ্যাটাক। শুধু ফুটবল দেবতা সহায় ছিল না বলে তা গোলে রূপান্তরিত হয়নি।

একইসঙ্গে ইতালির এমন ফুটবল দেখে হতাশ গোটা বিশ্ব। কে বলবে এই দেশটা ৪ বার বিশ্বজয় করেছে। উল্টে গত দুই বিশ্বকাপে কেন ইতালি যোগ্যতা অর্জন করতে পারেনি এই ম্যাচ তার উদাহরণ হতে পারে। ইতালির যদি একজনের কথা বলতে হয় যে গোটা ম্যাচ জুড়ে লড়াই চালিয়ে গিয়েছে সে হল গোলকিপার ডোন্নারুম্মা। গোলপোস্টের নীচে তিনি অভেদ্য না হয়ে উঠলে লজ্জার হারের সম্মুখীন হতে হত ইতালিকে।

এই জয়ের ফলে গ্রুপ বি থেকে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ সিক্সটেনে পৌছে গেল স্পেন। ২ ম্য়াচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল ইতালি। ইতালির হারের ফলে এই গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা আলবেনিয়া ও ৪ নম্বরে থাকা ক্রোয়েশিয়ারও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকল।