এই মাঠ নিয়েই সমস্যা 

Villagers Protest: খেলার মাঠের উপর দিয়ে রাস্তা তৈরি, কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

দক্ষিণ ২৪ পরগনা: খেলার মাঠের উপর দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করছিল স্থানীয় প্রশাসন। প্রতিবাদ করে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে জয়নগরের উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের লস্করপাড়া এলাকায়। খেলার মাঠ নষ্ট করে রাস্তা তৈরির প্রতিবাদে পরে ব্লক অফিসে গিয়ে স্মারকলিপিও দেন গ্রামবাসীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় উত্তর দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাঠ রয়েছে। ওই মাঠে স্কুলের পড়ুয়াদের পাশাপাশি গ্রামের ছেলেরাও খেলাধুলো করে। সম্প্রতি ওই মাঠের উপর দিয়েই একটি রাস্তা তৈরির পরিকল্পনা করে পঞ্চায়েত। এর জন্য কয়েক দিন ধরে মালপত্র ফেলা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে কাজ শুরুর তোরজোড় হয়। এরপরই বহু গ্রামবাসী জড়ো হয়ে রাস্তা তৈরির প্রতিবাদ করেন। খবর পেয়ে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বড় কাণ্ড, ১০ কোটি টাকা দিয়ে হচ্ছে এই কাজ!

গ্রামবাসীরা জানান, মাঠের উল্টো দিকে একটি মাত্র পরিবারের বাস। সেই পরিবারের কথা ভেবেই ওই রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু এর ফলে বহু ছেলেমেয়ে খেলাধুলো থেকে বঞ্চিত হবে বলে দাবি তাঁদের। পঞ্চায়েত সূত্রে পাল্টা দাবি, স্কুল-সহ পুরো জায়গাটার মালিক ওই পরিবার। স্কুলের জায়গা তাঁরা দান করে দিয়েছেন। কিন্তু মাঠ সহ অন্যান্য জায়গা তাঁদের মালিকানাধীন আছে। সেই জায়গায় রাস্তা তৈরির জন্য ওই পরিবারের তরফে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। সেই মতই রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকর পঞ্চায়েত সদস্য কংগ্রেসের। অভিযোগ, তাঁকে না জানিয়েই এলাকায় রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই পঞ্চায়েত সদস্য সালেয়া গাজি বলেন, রাস্তা তৈরির ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। আমি মাঠ নষ্ট করে রাস্তা তৈরি সমর্থন করি না। গ্রামবাসীদের প্রতিবাদে আমার সমর্থন রয়েছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রায় একশো বছরের কাছাকাছি মাঠটি খেলাধুলোর জন্য ব্যবহার হয়ে আসছে। আজ হঠাৎ সেখানে রাস্তা তৈরি হচ্ছে। এক শ্রেণির নেতার মদতে রাস্তা তৈরি করে ধীরে ধীরে ওই মাঠ দখল করার পরিকল্পনা করা হয়েছে। আমরা রাস্তা তৈরির বিরুদ্ধে নই। কিন্তু খেলার মাঠ বাঁচিয়ে রাস্তা হোক।

গোটা ঘটনা প্রসঙ্গে উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান বলেন, জায়গাটি ব্যক্তি মালিকানাধীন। ওই জায়গায় রাস্তা তৈরির জন্য পাড়ায় সমাধান কর্মসূচিতে আবেদন করা হয়েছিল। সেই মত পঞ্চায়েতের সাধারণ সভায় রাস্তা তৈরির সিদ্ধান্ত হয়। স্কুলের পাশ দিয়েই মাঠের উপর রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছিল। ওখানে রাস্তা হলে শুধু ওই পরিবার নয়, স্কুলের পড়ুয়া, অঙ্গনওয়াড়ির পড়ুয়া, নলকূপে জল নিতে আসা গ্রামবাসীরা সকলে উপকৃত হতেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্লক দফতরের তরফেও জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সুমন সাহা