দেবতার স্থান

Viral News: এই লৌকিক দেবতার কাছে গেলেই যা চাইবেন পাবেন! বিশ্বাসে ছুটছে মানুষ

জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ইতিহাস। এমনই এক ইতিহাসের নিদর্শন লৌকিক দেবতা।
জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইতিহাস। এমনই এক ইতিহাসের নিদর্শন লৌকিক দেবতা।
জঙ্গলমহল ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার অন্তর্গত কালুয়া ষাঁড় এলাকায় রয়েছে লৌকিক দেবতার মন্দির। গাছের নিচে দেবতার অবস্থান।
জঙ্গলমহল ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার অন্তর্গত কালুয়া ষাঁড় এলাকায় রয়েছে লৌকিক দেবতার মন্দির। গাছের নিচে দেবতার অবস্থান।
জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় লোধা অধ্যুষিত গ্রামে জঙ্গলের মধ্যে লৌকিক দেবতার অবস্থান। এখানে মূলত হাতি ঘোড়াকেই পুজো করা হয়।
জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামীন এলাকায় লোধা অধ্যুষিত গ্রামে জঙ্গলের মধ্যে লৌকিক দেবতার অবস্থান। এখানে মূলত হাতি ঘোড়াকেই পুজো করা হয়।
ইতিহাসবিদরা মনে করেন প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো এই লৌকিক দেবতার অবস্থান। লোকিক দেবতার উত্থান নিয়ে রয়েছে নানা অজানা কাহিনী।
ইতিহাসবিদরা মনে করেন প্রায় ৩৫০ বছরে পুরনো এই লৌকিক দেবতার অবস্থান। লৌকিক দেবতার উত্থান নিয়ে রয়েছে নানান অজানা কাহিনী।
পৌষ সংক্রান্তির দিনে বড় উৎসব হলেও সপ্তাহের শনি এবং মঙ্গলবার বেশ ভিড় জমে এখানে।
পৌষ সংক্রান্তির দিনে বড় উৎসব হলেও সপ্তাহের শনি এবং মঙ্গলবার বেশ ভিড় জমে এখানে।
মনস্কামনা পূরণের আশায় শুধু বাংলা নয়, ওড়িশা বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। ইতিহাস গবেষক অতনুনন্দন মাইতি বলেন, মূলত লৌকিক দেবতা এই কালুয়া ষাঁড়, প্রথমে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের দেবতা হলেও ধীরে ধীরে ব্যাপ্তি ঘটে।
মনস্কামনা পূরণের আশায় বহু মানুষ শুধু বাংলা নয়, ওড়িশা থেকেও আসেন এখানে পুজো দিতে। ইতিহাস গবেষক অতনুনন্দন মাইতি বলেন, মূলত লৌকিক দেবতা এই কালুয়া ষাঁড় প্রথমে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের দেবতা হলেও ধীরে ধীরে ব্যাপ্তি ঘটে।