তদন্তে পুলিশ

Viral Video: জয়ন্ত সিং-এর আরেক কুকীর্তি! আড়িয়াদহের ক্লাবে মহিলাকে পেটানোর ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

উত্তর ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আড়িয়াদহ ক্লাবের মধ্যে মহিলাকে ঝুলিয়ে গণপিটুনির ভিডিও নিয়ে এবার স্বতঃপ্রণোদিত মামলার রুজু করল পুলিশ। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তদন্ত থেকে যা জানা যাবে সেই অনুযায়ী উপযুক্ত সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনারেটের পক্ষ থেকে ‘এক্স’ হ্যান্ডেলে জানানো হয়েছে।

মহিলাকে ক্লাবের মধ্যে ঝুলিয়ে গণপিটুনির মত নির্মম ঘটনায় ইতিমধ্যেই দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দু’জনকে ভিডিওতে দেখা গিয়েছিল। বাকিদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, আড়িয়াদহে মা ও ছেলেকে গণপিটুনি কাণ্ডে ইতিমধ্যেই জেল হেফাজতে আছেন জয়ন্ত সিং। তারই মাঝে বঙ্গ বিজেপির তরফ থেকে ভাইরাল এক গণপিটুনির ভিডিও সামনে নিয়ে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখা যাচ্ছে এবারও অভিযুক্ত সেই জয়ন্ত সিং ও তার সাগরেদরা। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি নিউজ ১৮ বাংলার তরফ থেকে।

আরও পড়ুন: সরকার নয়, মাথায় ছাদ দিলেন দুই প্রতিবেশী যুবক! অবাক কাণ্ড সাগরদিঘি’তে

এই চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গিয়েছে, তিনজন লোক এক মহিলাকে চ্যাংদোলা করে ধরে আছে। আরেকজন লাঠি দিয়ে অনবরত পিটিয়ে যাচ্ছে! আক্রান্ত মহিলা যন্ত্রণায় তীব্র মহিলা চিৎকার করছেন। আর বেশ কয়েকজন লোক পাস থেকে মহিলার সেই আর্তনাদ শুনে হাসাঠাট্টা করছেন। এই ভিডিও দেখা যাওয়া কর্মকাণ্ডটি কামারহাটির আড়িয়াদহের তালতলা ক্লাবের মধ্যে ঘটেছে বলে দাবি করা হচ্ছে। বিজেপি-র তরফ থেকে পোস্ট করা ওই নৃশংস ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৃণমূলের তরফ থেকে যদিও দাবি করা হয়েছে, ভিডিওটি পুরনো।

বঙ্গ বিজেপি-র একাধিক নেতা-নেত্রী তো বটেই, সাধারণ নেট নাগরিকরাও ভিডিওটি শেয়ার করছেন। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিপির কাছে তিনদিনের মধ্যে এই বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি এই ভিডিওটি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

রুদ্রনারায়ণ রায়