Varanasi ganga

Ganga river water level: জুন মাসেও শুকিয়ে অর্ধেক গঙ্গা, বারাণসীর ঘাটের এই ছবি দেখলে আঁতকে উঠবেন!

বারাণসী: তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। অনেক জায়গাতেই বৃষ্টির দেখা নেই, উত্তর ভারতের একাধিক রাজ্য পুড়ছে দাবদাহে। বৃষ্টির দেখা নেই অনেক রাজ্যেই। এর মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। শুকিয়ে অর্ধেকেরও নীচে চলে এসেছে গঙ্গার জলস্তর।

আরও পড়ুন: রুদ্রপ্রয়াগে ভয়াবহ দুর্ঘটনা, পাহাড় থেকে নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৮, আহত অন্তত ১৫

বারাণসীতে শুকিয়ে গিয়েছে গঙ্গার জল, অনেক নীচে নেমে গিয়েছে জলস্তর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গঙ্গার জল আগে কখনও এত নীচে নামেনি। সাধারণত বারাণসীতে গঙ্গা নদীর প্রস্থ থাকে ৭০ থেকে ৮০ মিটার, তবে এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৩৫ মিটার। এরকম গরমে জল শুকিয়ে যেতে থাকলে আরও কত নীচে নামবে গঙ্গার জলস্তর তা নিয়েই দুশ্চিন্তায় স্থানীয় মানুষ।

গঙ্গার জল শুকিয়ে এতটাই নীচে নেমে গিয়েছে যে বেরিয়ে এসেছে ভাঙা নৌকার অবশেষ, আবর্জনা, পাথর। যা নিয়ে সৌন্দর্য নষ্ট হচ্ছে বারাণসী ঘাটের। বারাণসীতে সর্বোচ্চ তাপমাত্রা  রোজই প্রায় ৪৫-এর বেশি। শুক্রবার বারাণসীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.০২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে ১৯ তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুধু বারাণসীই নয় উত্তর ভারতের একাধিক জায়গায় চলছে তাপপ্রবাহ।