Tag Archives: Ganga river

Ganga river land erosion: গঙ্গায় ভয়াবহ ভাঙন, তলিয়ে গেল একের পর এক বাড়ি! গ্রামবাসীদের হাহাকার

মুর্শিদাবাদ: আবার সামশেরগঞ্জের লোহরপুর গ্রামে ভয়াবহ ভাঙন।শনিবার সকাল থেকেই প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে ভাঙন শুরু হয়।

ভয়াবহ ভাঙনে ৫টি পাকা বাড়ি ও লোহরপুর মহরিলের বাগানের বেশ কিছু জমি গঙ্গায় তলিয়ে যায়। যে কোনও মুহুর্তে তলিয়ে যেতে পারে আরও বেশ কয়েকটি ঘরবাড়ি। আতঙ্কে বাড়ির ইট, টালি জানলা, দরজা খুলে আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

আবার ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। গোটা গ্রাম জুড়ে ভাঙন বিধ্বস্তদের হাহাকার। কোথায় যাবেন পরিবার নিয়ে, কোথায় আশ্রয় নেবেন তার ঠিক ঠিকানা না থাকায় দিশেহারা তাঁরা। তবে বছরের পর বছর গঙ্গা ভাঙন চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।‍

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

ভাঙন বিধ্বস্ত রেকশানা বিবি বলেন, “সারারাত আতঙ্কে ঘুমাতে পারিনি। সকাল হতে না হতেই গঙ্গা আমার বাড়িটাকে গিলে নিল। এখন আমরা কোথায় যাব কিছুই জানি না। সরকারের পক্ষ থেকে আমাদের থাকার কিছু ব্যবস্থা করে দেওয়া হোক”। ভাঙন বিধ্বস্ত রফিকুল ইসলাম বলেন, “বাড়ি জমি সব নদীতে চলে গেল। আমাদের আর কিছু নেই নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। সরকার আমাদের জন্য ব্যবস্থা নিচ্ছে না। গঙ্গার ভাঙন রোধে দ্রুত কোনও ব্যবস্থা না নিলে সব শেষ হয়ে যাবে।

Ganga river water level: জুন মাসেও শুকিয়ে অর্ধেক গঙ্গা, বারাণসীর ঘাটের এই ছবি দেখলে আঁতকে উঠবেন!

বারাণসী: তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ। অনেক জায়গাতেই বৃষ্টির দেখা নেই, উত্তর ভারতের একাধিক রাজ্য পুড়ছে দাবদাহে। বৃষ্টির দেখা নেই অনেক রাজ্যেই। এর মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। শুকিয়ে অর্ধেকেরও নীচে চলে এসেছে গঙ্গার জলস্তর।

আরও পড়ুন: রুদ্রপ্রয়াগে ভয়াবহ দুর্ঘটনা, পাহাড় থেকে নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৮, আহত অন্তত ১৫

বারাণসীতে শুকিয়ে গিয়েছে গঙ্গার জল, অনেক নীচে নেমে গিয়েছে জলস্তর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গঙ্গার জল আগে কখনও এত নীচে নামেনি। সাধারণত বারাণসীতে গঙ্গা নদীর প্রস্থ থাকে ৭০ থেকে ৮০ মিটার, তবে এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৩৫ মিটার। এরকম গরমে জল শুকিয়ে যেতে থাকলে আরও কত নীচে নামবে গঙ্গার জলস্তর তা নিয়েই দুশ্চিন্তায় স্থানীয় মানুষ।

গঙ্গার জল শুকিয়ে এতটাই নীচে নেমে গিয়েছে যে বেরিয়ে এসেছে ভাঙা নৌকার অবশেষ, আবর্জনা, পাথর। যা নিয়ে সৌন্দর্য নষ্ট হচ্ছে বারাণসী ঘাটের। বারাণসীতে সর্বোচ্চ তাপমাত্রা  রোজই প্রায় ৪৫-এর বেশি। শুক্রবার বারাণসীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.০২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে ১৯ তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুধু বারাণসীই নয় উত্তর ভারতের একাধিক জায়গায় চলছে তাপপ্রবাহ।

Boat Accident: বান্ধবীকে নিয়ে নৌকায় তুমুল মদ্যপান, হঠাৎ বার্জে ধাক্কা! তারপর ৬ জনের যা হল

হুগলি: গরমের পড়ন্ত বিকেলে গঙ্গায় নৌকা বিহারে বেরিয়ে ছিলেন ছয় বন্ধু। সঙ্গে চলছিল মদ্য পান। কিন্তু সেই দিলখুশ মেজাজ বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎই বার্জে ধাক্কা মেরে বসল ডিঙি নৌকা! সঙ্গে সঙ্গে উল্টে যায় নৌকাটি। ঝপাত করে নদীতে গিয়ে পড়েন ছয় বন্ধুই। কোন‌ওরকমে সাঁতরে পাড়ে উঠে প্রাণ বাঁচান তাঁরা। দু’দিনের পুরনো এই ঘটনার রেশ এখনও থেকে গিয়েছে।

উত্তরপাড়া ও আডিয়াদহ ঘটের মাঝখানে এই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি স্টিমার নিয়ে উদ্ধার করতে ছুটে যান। তাঁদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ওই ৬ যুবক প্রাণে বাঁচেন।

আর‌ও পড়ুন: এই ৩ টি যোগার মাধ্যমে সহজেই ওবেসিটি থেকে মুক্তি পান

পুলিশ সূত্রে খবর, রিষড়া থেকে শনিবার বিকালে চার যুবক ও এক মহিলা একটি ডিঙি নৌকা করে গঙ্গা ভ্রমণে বের হয়েছিলেন। মাঝিকে নিয়ে মোট ছয় জন ছিলেন ওই নৌকায়। যাত্রা শুরুর কিছুক্ষণ পর থেকেই দেদার মদ্যপান শুরু হয়। সন্ধে সাতটা নাগাদ উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝখানে গঙ্গায় একটি বার্জে ধাক্কা মারে নৌকাটি। তারপরই উল্টে যায়। নৌকায় থাকা ছয়জনই গঙ্গায় পড়ে যান। সাঁতার কেটে পারের দিকে আসার চেষ্টাও করেন। খেয়া ঘাট থেকে লঞ্চে করে মাঝিরা এসে সবাইকেই উদ্ধার করেন।

আর‌ও পড়ুন: হাতির মাথায় কী বুদ্ধি! গাছ ফেলে ফেন্সিং উপড়ে ঢুকছে গ্রামে

দুর্ঘটনার খবর পেয়ে খেয়া ঘাটে আসে উত্তরপাড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া ওই ছয়জনকে থানায় নিয়ে যাওয়া হয়। নৌকা ডুবির পর উদ্ধার হওয়া এক যাত্রী বলেন, আমরা ঘুরতে বেরিয়েছিলাম। নৌকায় মদ্যপান করছিলাম। হঠাৎ নৌকাটা উল্টে যায়। তবে উদ্ধার হওয়ার সকল যাত্রী সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

রাহী হালদার