West Bengal News

West Bengal news: চুরি হয়েছিল টাকা-সহ ব্যাগ, হালিসহর থেকে মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ 

হালিসহর: ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার সময় টাকার ব্যাগ হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। দেড় মাস পর দুষ্কৃতী দলের পাণ্ডাকে উত্তর চব্বিশ পরগনার হালিশহর থেকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। দলের বাকিদের হদিস পেতে এবং চুরি করা টাকা উদ্ধার করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করচ্ছে পুলিশ।

ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় মুহূর্তের অসতর্কতায় বাড়ির সামনে থেকেই উধাও হয়ে গিয়েছিল ৫ লক্ষ ৭৭ হাজার টাকা সমেত ব্যাগ। মাথার ওপর আকাশ ভেঙে পড়েছিল পূর্ব বর্ধমানের গলসি বাজারের বাসিন্দা শিব নারায়ণ কেসের। ছুটে গিয়েছিলেন থানায়। সমস্ত ঘটনা জানিয়ে গত ৩ এপ্রিল পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করেছিলেন শিবনারায়ণ। এরপরই দ্রুততার সঙ্গে গোটা ঘটনার তদন্তে নামে গলসি পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা থেকে ঘটনার সময় উপস্থিত স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়াও অন্যান্য সূত্র কাজে লাগিয়ে চুরির ঘটনায় যুক্ত কুখ্যাত খঞ্জ গ্যাংয়ের  সন্ধান পান তদন্তকারীরা।

ঘটনার প্রায় ১ মাস ১৮ দিনের মাথায় উত্তর ২৪ পরগনার হালিসহরের কবিরাজ পাড়া, বটতলা এলাকা থেকে গলসি থানার পুলিশ সোমবার গ্রেফতার করে দলের পাণ্ডাকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রঘু প্রসাদ। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য এবং তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় রিমল! ভোট নিয়ে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন, সতর্কতা নবান্নেরও

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে হেফাজতে নিয়ে চুরি করা টাকা উদ্ধারের পাশাপাশি রাজ্যের অন্যান্য থানা এলাকায় এর আগে সংগঠিত করা অপরাধেরও তদন্ত শুরু করা হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই রঘু প্রসাদের নামে রাজ্যের বহু থানায় ২০১২ সাল থেকে বেশ কয়েকটি চুরি, ছিনতাই, মাদক, আগ্নেয়াস্ত্র-সহ নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালের মে মাসের ১০ তারিখে গলসি থানাতেই একটি চুরির ঘটনায় এই রঘু প্রসাদের নামে অভিযোগ হয়েছিল।

এছাড়াও বাঁকুড়ার কোতুলপুর, উত্তর ২৪ পরগনার বীজপুর, হাওড়ার সাঁকরাইল, কলকাতার বড়বাজার, বাগুইআটি, পোস্তা থানা, টালা থানা, ময়দান থানায় ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে এই রঘু প্রসাদের নামে চুরি, ছিনতাই, অস্ত্র আইন ও মাদক মামলায় একাধিক অভিযোগ রয়েছে।