সাঁতারে নয়া উদ্যোগ।

Swimming West Bengal news: পৌঁছে গেলেন সপ্তসিন্ধু জয়ের অনেক কাছে, নর্থ চ্যানেল জয় করে ঘরে ফিরছেন সায়নী

পূর্ব বর্ধমান: লক্ষ্য সপ্তসিন্ধু জয়। তার অনেক কাছে পৌঁছে গেলেন কালনার সায়নী দাস। উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে ৩৫ কিমি দূরত্বের নর্থ চ্যানেল সাঁতরে পার করলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি এই চ্যানেল পার করলেন। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চসিন্ধু জয়ের রেকর্ডও গড়লেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল! ক্ষুব্ধ রাজ্য সরকারের ভূমিকায়

গত এপ্রিল মাসেই সায়নী জয় করেছিলেন নিউ জিল্যান্ডের কুক প্রণালী। তার ঠিক পাঁচ মাসের মাথায় আরও একটি চ্যানেল জয় করে নিলেন তিনি। এর আগে সায়নী ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা এবং মলোকাই চ্যানেল পার করেছিলেন। পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেলও পার করেছেন তিনি। তবে তা সপ্তসিন্ধুর মধ্যে পড়ে না।  সুগারু ও জিব্রাল্টা চ্যানেল-  এই দুই প্রণালী জয় করলেই সায়নীর মাথায় উঠবে সপ্তসিন্ধুর মুকুট। সেই লক্ষ্যে এখনও অবিচল সায়নী।

আরও পড়ুন: কলকাতা শহরতলিতে মধুচক্রের হদিস! উদ্ধার কন্ডোম-সহ বিভিন্ন সামগ্রী, গ্রেফতার বহু

নর্থ চ্যানেল জয়ের জন্য ২ অগাস্ট বেলফাস্টে পৌঁছন সায়নী। ২৫ অগাস্ট থেকে ৩০ অগাস্টের মধ্যে যে কোনও দিন জলে নামার কথা ছিল তাঁর। তবে গত প্রতিকূল আবহাওয়ার কারণে জলে নামা নিয়ে অনিশ্চয়ত দেখা দেয়। ২৯ অগাস্ট বৃহস্পতিবার চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি মেলে। ৩০ অগাস্ট শুক্রবার চ্যানেল পার হওয়ার লক্ষ্যে জলে নামেন তিনি। ওই দিন উত্তর আয়ারল্যান্ডের ডোনাঘাদি থেকে স্থানীয় সময় সকাল ৭টা ৪৯ মিনিটে তাঁর সাঁতার শুরু হয়। স্কটল্যান্ডের পোর্টপ্যাট্রিকে যখন তিনি সাঁতার শেষ করেন ততক্ষণে পেরিয়ে গিয়েছে ১৩ ঘণ্টা ২২ মিনিট। সায়নী জানান, তিনি যখন জলে নামেন তখন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। এক সময়ে তাপমাত্রা নেমে যায় ৯ ডিগ্রিতে।

আরও পড়ুন: হাজার টাকা নিয়ে গেলেই এই দেশে ৩ লাখ, সস্তায় ছবির মতো সুন্দর বিদেশ ঘুরতে চলুন

নর্থ চ্যানেল জয় করে সায়নী জানিয়েছেন, অত্যন্ত প্রতিকূল পরিবেশে তাঁকে সাঁতার কাটতে হয়েছে। শেষের দিকে উত্তাল সমুদ্রের মুখে পড়েন তিনি। সায়নীর এমন সাফল্যে উচ্ছ্বসিত তাঁর শহর কালনা ও রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা গুণমুগ্ধরা। আগামীকাল শনিবার রাতে সায়নী ফিরছেন কালনার বারুইপাড়ার বাড়িতে। তাঁকে স্বাগত জানাতে তৈরি সকলেই।