WhatsApp Low Light Video Calling Mode

WhatsApp Update: হোয়াটসঅ্যাপের ভিডিও কল এবার আরও উন্নত, কম আলোতেও নিশ্চিন্তে করুন চ্যাট

ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সুযোগসুবিধা বেড়েছে অনেক। ইউজাররা এখন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন। তবে একটা ফিচার বেশিরভাগ ইউজারেরই নজর এড়িয়ে গিয়েছে। খুব সম্ভবত হোয়াটসঅ্যাপ নিজেও এই ফিচারের কথা বিশেষভাবে উল্লেখ করেনি। সেটা হল ভিডিও কলের জন্য হোয়াটস অ্যাপের নতুন ‘লো লাইট মোড’।
ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সুযোগসুবিধা বেড়েছে অনেক। ইউজাররা এখন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন। তবে একটা ফিচার বেশিরভাগ ইউজারেরই নজর এড়িয়ে গিয়েছে। খুব সম্ভবত হোয়াটসঅ্যাপ নিজেও এই ফিচারের কথা বিশেষভাবে উল্লেখ করেনি। সেটা হল ভিডিও কলের জন্য হোয়াটস অ্যাপের নতুন ‘লো লাইট মোড’।
হোয়াটসঅ্যাপে ভিডিও কলের নতুন ‘লো লাইট মোড’ কী: লো লাইট মোড হল হোয়াটসঅ্যাপে ভিডিও কলের নয়া ফিচার। কম আলোয় ভিডিও কল করলেও এই ফিচারের সাহায্যে ভিডিওর গুনগত মান বজায় রাখা যাবে। এটাই এর বিশেষত্ব।
হোয়াটসঅ্যাপে ভিডিও কলের নতুন ‘লো লাইট মোড’ কী: লো লাইট মোড হল হোয়াটসঅ্যাপে ভিডিও কলের নয়া ফিচার। কম আলোয় ভিডিও কল করলেও এই ফিচারের সাহায্যে ভিডিওর গুনগত মান বজায় রাখা যাবে। এটাই এর বিশেষত্ব।
এই ফিচার পরীক্ষা করে দেখা গিয়েছে, লো লাইট মোড অন করলেই ফ্রেমের সামগ্রিক ব্রাইটনেস বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইউজারের মুখে অতিরিক্ত আলো এসে পড়ে। কম আলোর ভিডিও ফিডে যে গ্রেইন বা দানাদার ভাবের কারণে ভিডিওর গুণমান নষ্ট হয়, সেটাকে কমিয়ে দেয়।
এই ফিচার পরীক্ষা করে দেখা গিয়েছে, লো লাইট মোড অন করলেই ফ্রেমের সামগ্রিক ব্রাইটনেস বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইউজারের মুখে অতিরিক্ত আলো এসে পড়ে। কম আলোর ভিডিও ফিডে যে গ্রেইন বা দানাদার ভাবের কারণে ভিডিওর গুণমান নষ্ট হয়, সেটাকে কমিয়ে দেয়।
হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ‘লো লাইট মোড’ ফিচার অন করার পদ্ধতি: হোয়াটসঅ্যাপে লো লাইট মোড অন করা খুব সহজ। শুধু ভিডিও কল করার পর স্ক্রিনে ট্যাপ করে ফ্রেমটিকে বাড়িয়ে দিতে হবে, তাহলেই উপরের ডানদিকের কোণে ‘বাল্ব’ লোগো দেখা যাবে। এটাতে ট্যাপ করলেই চালু হয়ে যাবে ‘লো লাইট মোড’।
হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ‘লো লাইট মোড’ ফিচার অন করার পদ্ধতি: হোয়াটসঅ্যাপে লো লাইট মোড অন করা খুব সহজ। শুধু ভিডিও কল করার পর স্ক্রিনে ট্যাপ করে ফ্রেমটিকে বাড়িয়ে দিতে হবে, তাহলেই উপরের ডানদিকের কোণে ‘বাল্ব’ লোগো দেখা যাবে। এটাতে ট্যাপ করলেই চালু হয়ে যাবে ‘লো লাইট মোড’।
ধাপে ধাপে যা করতে হব: প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এবার ইউজার বন্ধু বা আত্মীয়স্বজন যে কাউকে ভিডিও কল করতে পারেন ইউজার। ভিডিও কল করার পর ফিডকে ফুল স্ক্রিনে নিয়ে যেতে হবে। এই পর্যায়ে স্ক্রিনের উপরের ডানদিকের কোণে ‘বাল্ব’ লোগো দেখা যাবে। এতে ট্যাপ করলেই লো লাইট মোড চালু হয়ে যাবে। আবার ওই বাটন প্রেস করেই লো লাইট মোড করতে পারবেন ইউজার।
ধাপে ধাপে যা করতে হব: প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এবার ইউজার বন্ধু বা আত্মীয়স্বজন যে কাউকে ভিডিও কল করতে পারেন ইউজার। ভিডিও কল করার পর ফিডকে ফুল স্ক্রিনে নিয়ে যেতে হবে। এই পর্যায়ে স্ক্রিনের উপরের ডানদিকের কোণে ‘বাল্ব’ লোগো দেখা যাবে। এতে ট্যাপ করলেই লো লাইট মোড চালু হয়ে যাবে। আবার ওই বাটন প্রেস করেই লো লাইট মোড করতে পারবেন ইউজার।
যা ইউজারের জানা উচিত: iOS এবং অ্যান্ড্রয়েড, দুটি ভার্সনেই লো লাইট মোড রয়েছে।
যা ইউজারের জানা উচিত: iOS এবং অ্যান্ড্রয়েড, দুটি ভার্সনেই লো লাইট মোড রয়েছে।
উইন্ডোজ-এর হোয়াটসঅ্যাপ অ্যাপে লো লাইট মোড ফিচার নেই। সোজা কথায়, উইন্ডোজে এই ফিচার ব্যবহার করা যাবে না। তবে ইউজার চাইলে উইন্ডোজ ভার্সনেও ব্রাইটনেস বাড়াতে পারেন।
উইন্ডোজ-এর হোয়াটসঅ্যাপ অ্যাপে লো লাইট মোড ফিচার নেই। সোজা কথায়, উইন্ডোজে এই ফিচার ব্যবহার করা যাবে না। তবে ইউজার চাইলে উইন্ডোজ ভার্সনেও ব্রাইটনেস বাড়াতে পারেন।
লো লাইট মোড একবার অন করলেই সব ভিডিও কলেই যে এই ফিচার চালু থাকবে তা নয়। প্রতিটা ভিডিও কলে এই ফিচার আলাদাভাবে অন করতে হবে। স্থায়ীভাবে চালু রাখার বিকল্প এখনও পর্যন্ত আসেনি।
লো লাইট মোড একবার অন করলেই সব ভিডিও কলেই যে এই ফিচার চালু থাকবে তা নয়। প্রতিটা ভিডিও কলে এই ফিচার আলাদাভাবে অন করতে হবে। স্থায়ীভাবে চালু রাখার বিকল্প এখনও পর্যন্ত আসেনি।