রেল লাইন হাতি 

Save Elephants: রেল চালকের তৎপরতা! পৃথক দুটি ঘটনায় প্রাণ বাঁচল বন্যপ্রাণের 

জলপাইগুড়ি: বামন হাট হইতে শিলিগুড়ি যাওয়ার ১৫৪৬৮ ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে রওনা হওয়ার পথে সেবক এবং গুলমা মহানন্দা ওয়াইল্ড লাইফের জঙ্গল পার করার সময় তিনটি বুনো হাতিসহ একটি বাচ্চা রেললাইন দখল করে হাঁটতে থাকে । সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জে এন আনসারি ওজি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং হাতিকে রেললাইন পার হতে সাহায্য করে।

আরও পড়ুন : পুজোর সময় আরও কড়া নজরদারি চলবে দিঘায়, উদ্যোগী পুলিশ

পরবর্তীতে হাতি যখন দলবল সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করার পরেই ট্রেনটি শিলিগুড়ি রওনা হয়। ওপর ঘটনাটি ঘটে শুক্রবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচল করা ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথে।

ডুয়ার্সের জঙ্গলের মাঝ দিয়ে যাবার সময় লোকোপাইলট শাবক সহ তিনটি হাতিকে রেল লাইনের ওপর দেখতে পেয়েই ট্রেনের গতি কমিয়ে এনে দাঁড় করিয়ে দেন । আর এতেই রক্ষা পায় শাবক সহ হাতির পাল। আলিপুরদুয়ার ডিভিশনের কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয়চালককে ধন্যবাদ জানিয়েছে।

সুরজিৎ দে