Tag Archives: Wildlife

Save Elephants: রেল চালকের তৎপরতা! পৃথক দুটি ঘটনায় প্রাণ বাঁচল বন্যপ্রাণের 

জলপাইগুড়ি: বামন হাট হইতে শিলিগুড়ি যাওয়ার ১৫৪৬৮ ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির দিকে রওনা হওয়ার পথে সেবক এবং গুলমা মহানন্দা ওয়াইল্ড লাইফের জঙ্গল পার করার সময় তিনটি বুনো হাতিসহ একটি বাচ্চা রেললাইন দখল করে হাঁটতে থাকে । সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জে এন আনসারি ওজি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং হাতিকে রেললাইন পার হতে সাহায্য করে।

আরও পড়ুন : পুজোর সময় আরও কড়া নজরদারি চলবে দিঘায়, উদ্যোগী পুলিশ

পরবর্তীতে হাতি যখন দলবল সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করার পরেই ট্রেনটি শিলিগুড়ি রওনা হয়। ওপর ঘটনাটি ঘটে শুক্রবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচল করা ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথে।

ডুয়ার্সের জঙ্গলের মাঝ দিয়ে যাবার সময় লোকোপাইলট শাবক সহ তিনটি হাতিকে রেল লাইনের ওপর দেখতে পেয়েই ট্রেনের গতি কমিয়ে এনে দাঁড় করিয়ে দেন । আর এতেই রক্ষা পায় শাবক সহ হাতির পাল। আলিপুরদুয়ার ডিভিশনের কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয়চালককে ধন্যবাদ জানিয়েছে।

সুরজিৎ দে

Viral Story: অদ্ভুত ঘটনা! মোষের ভয়ে পালল সিংহ! এ কেমন উলটো কথা? পুরোটা জানলে চমকে উঠবেন

বন্যজীবন এক অদ্ভুত জীবন৷ কত নতুন নতুন অদ্ভুত রোমাঞ্চ ঘটে অরণ্যে৷ এই সভ্য সমাজ তার নাগালও পায় না৷ সিংহ তাড়া করে শিকার করছে৷ এটাই তো স্বাভাবিক নিয়ম৷ কিন্তু ওই যে সেই জীবনে কখন কী যে ঘটে যায়, তার খোঁজ কেই বা রাখে৷

এমনই এক উলটপূরাণ দেখা গেল ভাইরাল ভিডিওতে৷ সেখানে মোষের ভয়ে এক সিংহ শাবক একেবারে মগডালে চেপে বসেছে৷

আরও পড়ুন:নার্সারিতে পড়ার খরচ লাখ টাকার উপর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে, প্রকৃত বিলের পরিমাণ জানলে চক্ষুচড়ক গাছ হবে

ভিডিওতে দেখা যাচ্ছে, সিংহের বাচ্চা সম্ভবত শিকার খুঁজতে গিয়ে কোনওভাবে মহিষের আস্তানায় চলে গিয়েছে৷ তার চারপাশ থেকে হঠাৎ করে অনেক কটা মহিষ সিংহকে ঘিরে ফেলতে শুরু করে৷ আর তাতেই রাজামশাই রীতিমতো ভয় পেতে শুরু করে৷ আর তাতেই সোজা উঠে গেল একেবারে মগডালে৷

আরও পড়ুন: ৬৩ বছরের বৃদ্ধাকে বলিউডের কুর্নিশ, শুনে নিন সফলতার এক অসাধারণ গল্প

প্রথমে ছোট রাজামশাই মহিষের ডেরায় গিয়ে রাজার হালে বসে বিশ্রাম নিচ্ছিলেন৷ কিন্তু তারপর মহিষগুলো আস্তে আস্তে সিংহগুলোকে ক্রমশ ঘিরে ধরতে থাকে৷ আর তাতেই রাজামশাইয়ের পিলে চমকে একেবারে অস্থির ব্যাপার৷

সিংহ শাবকটি রীতিমতো ভয় পেয়ে যায়৷ নানাভাবে শাবকটি পালাবার চেষ্টা করে৷ হঠাৎ করে এক মহিষ শাবকটিকে শিং দিয়ে আক্রমণ করার চেষ্টা করতে থাকে৷ আর তাতেই সিংহটি একেবারে ভয় পেয়ে নিকটবর্তী গাছে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ গাছের ডাল ভেঙে শাবকটি নীচে পড়ে যায়৷

কয়েকজন ব্যক্তি এই মুহূর্তটি ফোনবন্দি করছিল৷ হঠাৎ করে এই ঘটনায় তাঁরা ভয় পেয়ে যায়৷ ভিডিওতে তাঁদের আর্তনাদের আওয়াজ শোনা যায়৷ মানুষগুলো আশঙ্কা ছিল মহিষগুলো সিংহ শাবকটিকে মেরে ফেলবে৷ যাই হোক, শাবকটি পড়ে গিয়ে কোনওরকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়৷

Wild Life Real Footage North Bengal: চোখের নিমেষে এক ব‍্যক্তিকে তুলে আছাড় দিল বাইসন, ভাইরাল সেই ভয়ঙ্কর ভিডিও

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার নিউ হাসিমারা এলাকাতে মঙ্গলবার সাত সকালে শুরু হয় বাইসনের তান্ডব। এলাকার এক ব্যক্তিকে বাইসনের আহত করার ভিডিও দেখে ভীত সকলে।

মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিও এলাকাবাসীদের মোবাইলে। নিউ হাসিমারা এলাকায় এই বাইসনটি জলদাপাড়ার জঙ্গল থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে। লোকালয়ে বাইসন দাপিয়ে বেরতে দেখে ঘরছাড়া সকলে। আহত ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসার জন্য।

বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। বাইসনটি উদ্ধারের চেষ্টা চলছে।এদিকে এক ব‍্যক্তি আহত হওয়ার ঘটনার পর থেকে আরও সতর্ক বনকর্মীরা।সবাইকে দুরে একটি স্থানে রাখা হয়েছে।

Annanya Dey

গোপন ক্যামেরায় ব্ল্যাক বেয়ারের ৪০০ টি সেলফি ! দেখুন এবং উপভোগ করুন

সেলফি তুলতে আমরা প্রায় সবাই খুবই ভালোবাসি। নিজেদের সুন্দর দেখানোর জন্য ভিন্ন ভঙ্গিমায় ক্যামেরার আলোর ঝলকানির সামনে নিজেদের তুলি ধরি। মানুষের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক। কিন্তু কখনও কি কেউ শুনেছেন যে বন্য ভল্লুক সেলফির জন্য পোজ দিতে পারে ? একদম ঠিক ভাবছেন। ভাইরাল হওয়া এই পোস্টে এমনি কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে সকলকে অবাক করে দিয়েছে।

এমন অনেক বন্যপ্রাণী আছে যারা অদ্ভুত ধরণের ডিভাইস বা মেশিন দেখলে সেগুলোকে উপেক্ষা করে অন্যদিকে চলে যায় , আবার অনেক প্রাণী এগুলোকে নিয়ে মজা করতে পছন্দ করে। বন্য ভল্লুকগুলোর এরকম একগুচ্ছ ছবি রাতের অন্ধকারে ওই গোপন ক্যামেরায় ধরা পড়েছে। ৪৬,০০০হাজার একরের বেশি জায়গা জুড়ে OSMP দ্বারা নয়টি ক্যামেরা ইনস্টল করা হয়েছিল। এই ধরণের ক্যামেরাগুলি ৩০ সেকেন্ড পর্যন্ত ফুটেজ রেকর্ড করতে পারে। রাতে নিশাচর প্রাণীদের চলাফেরা ,তাদের ক্রিয়াকলাপের ছবি তোলার জন্য এই ক্যামেরাগুলোর অবদান অনস্বীকার্য।

এই ক্যামেরাগুলিতে আওয়াজ কম হয় এবং এগুলো ইনফ্রারেড আলো ব্যবহার করে। বোল্ডার, কলোরাডো, মার্কিন যুক্তরাষ্ট্রের রুক্ষ পাহাড়ে একটি বন্য ভাল্লুকের সেলফি সমস্ত সোশ্যাল মিডিয়াতে মানুষকে হতবাক করে দিয়েছে। বোল্ডার ওপেন স্পেস অ্যান্ড মাউন্টেন পার্কস (ওএসএমপি) প্রশাসন টুইটার হ্যান্ডেলে এই পোস্টটি শেয়ার করেছেন। ছবিগুলি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এনেছে। ছবির সঙ্গে পোস্টের ক্যাপশনে লেখা আছে “সম্প্রতি, একটি ভালুক একটি ওয়াইল্ডলাইফ ক্যামেরা আবিষ্কার করেছে যা আমরা বোল্ডার ওপেন স্পেসের জন্য বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে ব্যবহার করি। ক্যাপচার করা ৫৮০টি ছবির মধ্যে প্রায় ৪০০টি ছিল বিয়ারের সেলফি। ” পোস্টটি এখানে দেখুন-


ওএসএমপি-র একজন সিনিয়র বন্যপ্রাণী পরিবেশবিদ উইল কিলি বলেছেন যে মোশন ডিটেকটিং ক্যামেরাগুলি তাদের স্থানীয় বন্যপ্রাণীরা কীভাবে তাদের চারপাশের ভূখণ্ডকে ব্যবহার করে তা আরও ভালভাবে বোঝার একটি সুযোগ দেয়। কিলি আরও বলেছেন “এই ক্যামেরাগুলি ওএসএমপি কর্মীদের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এলাকা চিহ্নিত করতে সাহায্য করে। আমরা তাদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করি তা সংবেদনশীল প্রাকৃতিক অঞ্চলগুলিকে রক্ষা করতে সাহায্য করার জন্য হ্যাবিটেট প্রোটেক্টিভ ব্যবস্থার সুপারিশ করতে ব্যবহার করা হয়। “

শুধু তাই নোই এমন এমন জায়গায় এই ক্যামেরাগুলিকে ইনস্টল করা হয় যেখানে বন্যপ্রাণী কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়। যেমন বরফের মধ্যে কোন প্রাণীর পায়ের ছাপ।

এই পোস্টটি টুইটারে শেয়ার হওয়ার পর নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া মন্তব্য বিভাগে পোস্ট করেছেন। তাদের মধ্যে কিছু কমেন্টস নিচে দেওয়া হল।
নেটিজেনদের প্রতিক্রিয়া :
“ভাল্লুকের চিন্তাভাবনা: হে মানুষ, আমি দেখতে সুন্দর। আমাকে সেটা বিশ্বকে দেখাতে দিন এবং হ্যাঁ অবশ্যই ,আমাকে এক টন ছবি তুলতে হবে, আপনি সেরাগুলো কিভাবে বেছে নেবেন ??”
অন্য একজন মন্তব্য করেছেন, “সে শুধু মনে করে যে সে খুবই সুদর্শন, এবং ক্যামেরাটির তার সৌন্দর্যকে ধরে রাখা উচিত । আমাদের মধ্যে অনেকেই ক্যামেরা লাজুক হয়ে থাকে। হয়তো এই ভালুকটি আমাদের সবাইকে আরও হাসতে শেখাতে চেষ্টা করছে এবং আমাদের ছবি তুলতে দিতে ।”