Tag Archives: Hills

Knowledge Fact: বৃষ্টি হলেই ঝরে পড়ে মুক্তো, ভারতেই অবস্থিত বিস্ময়কর এই পাহাড়টির নাম জানেন? নিরানব্বই শতাংশ মানুষই বলতে পারে না৷

এ হল এমন পাহাড় যেখানে বৃষ্টি সঙ্গে ঝড়ে পড়ে বহুমূল্যবান রত্ন। এমনই পাহাড় রয়েছে বিহারের গয়ায়৷ যেখানে বৃষ্টি হলেই মুক্তো ঝড়ে পড়ে৷ সাধারণ মানুষরা বলেন এখান থেকে পাওয়া মুক্তো তাঁরা বিক্রি করেছেন প্রায় ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ততে৷
এ হল এমন পাহাড় যেখানে বৃষ্টি সঙ্গে ঝড়ে পড়ে বহুমূল্যবান রত্ন। এমনই পাহাড় রয়েছে বিহারের গয়ায়৷ যেখানে বৃষ্টি হলেই মুক্তো ঝড়ে পড়ে৷ সাধারণ মানুষরা বলেন এখান থেকে পাওয়া মুক্তো তাঁরা বিক্রি করেছেন প্রায় ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ততে৷
বিহারের গয়াতে এই পাহাড়কে মুক্তো পাহাড় বলা হয়। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সঙ্গে এই পাহাড় থেকে মূল্যবান মুক্তা ও প্রবালও পাহাড়ের ঢালু বেয়ে বয়ে যায়৷ বোধগয়া ও অন্যান্য রাজ্য থেকে ক্রেতারা এখানে মুক্তো ও প্রবাল কিনতে আসেন৷
বিহারের গয়াতে এই পাহাড়কে মুক্তো পাহাড় বলা হয়। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সঙ্গে এই পাহাড় থেকে মূল্যবান মুক্তা ও প্রবালও পাহাড়ের ঢালু বেয়ে বয়ে যায়৷ বোধগয়া ও অন্যান্য রাজ্য থেকে ক্রেতারা এখানে মুক্তো ও প্রবাল কিনতে আসেন৷
গয়া জেলার উজিরগঞ্জ ব্লকের হংসরাজ এবং সোমনাথ পাহাড়কেই মুক্তো পাহাড় বলা হয়। উভয় পাহাড় একে অপরের সংলগ্ন এবং এই পাহাড়ের নীচে হাসরা গ্রাম অবস্থিত। এখানে প্রবল বৃষ্টি হলে পাহাড়ের পাদদেশ থেকে মুক্তা বের হয়। সেই মুক্তো অনেক সময় পাদদেশে অবস্থিত হাসরা গ্রামে এসে জড়ো হয়৷
গয়া জেলার উজিরগঞ্জ ব্লকের হংসরাজ এবং সোমনাথ পাহাড়কেই মুক্তো পাহাড় বলা হয়। উভয় পাহাড় একে অপরের সংলগ্ন এবং এই পাহাড়ের নীচে হাসরা গ্রাম অবস্থিত। এখানে প্রবল বৃষ্টি হলে পাহাড়ের পাদদেশ থেকে মুক্তা বের হয়। সেই মুক্তো অনেক সময় পাদদেশে অবস্থিত হাসরা গ্রামে এসে জড়ো হয়৷
মুষলধারে বৃষ্টি হলে তবেই কখনও কখনও জলের তোড়ে গড়িয়ে এলে এই ধরনের মুক্তো বা প্রবাল পাওয়া যায়৷ তাই বৃষ্টি হলেই এখানকার স্থানীয় মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করে৷ বিশেষজ্ঞদের বক্তব্য এখানে এই দুই পাহাড়ের গর্ভে অনেক মূল্যবান পাথর রয়েছে। তাই প্রবল বৃষ্টিপাতে এই ধরনের মুক্তো গড়িয়ে পড়ে৷ একই সঙ্গে জানা যায়, এই পাহাড়ে রয়েছে আটটি ধাতব ভাস্কর্য । হংসরাজ পর্বতের চারপাশে একটি রাজার প্রাসাদের অবশিষ্টাংশ রয়েছে, যা আগে রাজা-মহারাজাদের প্রাসাদ ছিল বলে মনে করা হয়। এর ধ্বংসাবশেষ এখনও রয়ে গিয়েছে৷
মুষলধারে বৃষ্টি হলে তবেই কখনও কখনও জলের তোড়ে গড়িয়ে এলে এই ধরনের মুক্তো বা প্রবাল পাওয়া যায়৷ তাই বৃষ্টি হলেই এখানকার স্থানীয় মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করে৷ বিশেষজ্ঞদের বক্তব্য এখানে এই দুই পাহাড়ের গর্ভে অনেক মূল্যবান পাথর রয়েছে। তাই প্রবল বৃষ্টিপাতে এই ধরনের মুক্তো গড়িয়ে পড়ে৷ একই সঙ্গে জানা যায়, এই পাহাড়ে রয়েছে আটটি ধাতব ভাস্কর্য । হংসরাজ পর্বতের চারপাশে একটি রাজার প্রাসাদের অবশিষ্টাংশ রয়েছে, যা আগে রাজা-মহারাজাদের প্রাসাদ ছিল বলে মনে করা হয়। এর ধ্বংসাবশেষ এখনও রয়ে গিয়েছে৷
গ্রামের মানুষ মুক্তো বিক্রি করতে সরাসরি জুয়েলার্সের কাছে যায়। আগে জুয়েলারিরা নিজেরাও এখানে গ্রামে আসতেন। তারা এখনও আসে, কিন্তু এখন গ্রামবাসীরা নিজেরাই এখন মুক্তার মূল্য খুঁজে বেশি দামে বিক্রি করে। হাসরা গ্রামের বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই পাহাড় থেকে মুক্তা ঝরে পড়ে। পাহাড়ের মুক্তা চলে যায় গ্রামের দিকে আর মাঠের দিকে। কৃষক যখন তাদের ক্ষেত চাষ করে, তখন তারা মুক্তা খুঁজে পায়। গ্রামবাসীরাও হন্যে হয় খুঁজে বেড়ায় মুক্তো৷ অনেকে সুতোর সাহায্যে গলায় মুক্তা বেঁধে পরেন।
গ্রামের মানুষ মুক্তো বিক্রি করতে সরাসরি জুয়েলার্সের কাছে যায়। আগে জুয়েলারিরা নিজেরাও এখানে গ্রামে আসতেন। তারা এখনও আসে, কিন্তু এখন গ্রামবাসীরা নিজেরাই এখন মুক্তার মূল্য খুঁজে বেশি দামে বিক্রি করে। হাসরা গ্রামের বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই পাহাড় থেকে মুক্তা ঝরে পড়ে। পাহাড়ের মুক্তা চলে যায় গ্রামের দিকে আর মাঠের দিকে। কৃষক যখন তাদের ক্ষেত চাষ করে, তখন তারা মুক্তা খুঁজে পায়। গ্রামবাসীরাও হন্যে হয় খুঁজে বেড়ায় মুক্তো৷ অনেকে সুতোর সাহায্যে গলায় মুক্তা বেঁধে পরেন।

পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ! ভ্রমণ পিপাসুদের জন্য ঘরের কাছে নতুন ঠিকানা

যারা ভিড়ভাট্টা পছন্দ করেননা তাদের জন্য এই জায়গাটি দারুন একটি জায়গা। পাহাড়ের কোলে অজানা শান্তির ঠিকানা খুঁজলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গায়!

Himalayan Strawberry: হিমালয়ান স্ট্রবেরির স্বাদই আলাদা, উপকারও বহুগুণ, দেখুন

কৃষি এবং পর্যটনকে মাথায় রেখে সানডে হাটের পক্ষ থেকে হিমালয়ান স্ট্রবেরি ফেস্টিভ্যালের আয়োজন। কার্সিয়ং মহকুমার অধীনে চিমনি গ্রামে এই প্রথম কৃষি-পর্যটন উৎসবের আয়োজন করা হয়েছে।
কৃষি এবং পর্যটনকে মাথায় রেখে সানডে হাটের পক্ষ থেকে হিমালয়ান স্ট্রবেরি ফেস্টিভ্যালের আয়োজন। কার্সিয়ং মহকুমার অধীনে চিমনি গ্রামে এই প্রথম কৃষি-পর্যটন উৎসবের আয়োজন করা হয়েছে।
চিমনি গ্রামের কৃষি-উৎপাদন, হস্তশিল্প এবং তাঁত সহ বাকি জিনিস এই উৎসবে প্রাধান্য পাবে । একই সঙ্গে থাকবে স্ট্রবেরি রেসিপি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন।
চিমনি গ্রামের কৃষি-উৎপাদন, হস্তশিল্প এবং তাঁত সহ বাকি জিনিস এই উৎসবে প্রাধান্য পাবে । একই সঙ্গে থাকবে স্ট্রবেরি রেসিপি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন।
আয়োজকরা চিমনি এলাকা বেছে নিয়েছেন কারণ কার্সিয়ং-এর একটি প্রত্যন্ত গ্রাম, এই এলাকার গ্রামের সংস্কৃতিকে পর্যটন শিল্পে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
আয়োজকরা চিমনি এলাকা বেছে নিয়েছেন কারণ কার্সিয়ং-এর একটি প্রত্যন্ত গ্রাম, এই এলাকার গ্রামের সংস্কৃতিকে পর্যটন শিল্পে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
আগামী ১৮ ই মে চিমনি গ্রামের স্ট্রবেরি ফার্ম, কার্সিয়ং-সোনাদা এলাকার সানডে হাট কৃষক সদস্যদের সঙ্গে নিয়ে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হবে।
আগামী ১৮ ই মে চিমনি গ্রামের স্ট্রবেরি ফার্ম, কার্সিয়ং-সোনাদা এলাকার সানডে হাট কৃষক সদস্যদের সঙ্গে নিয়ে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হবে।
এই উৎসবে পাহাড় ও সমতলের বিভিন্ন এলাকা থেকে জৈব স্ট্রবেরি চাষকারী বিপুল সংখ্যক কৃষক জড়ো হবেন ৷এছাড়াও স্থানীয় জনগণ কৃষি-পর্যটন সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে।
এই উৎসবে পাহাড় ও সমতলের বিভিন্ন এলাকা থেকে জৈব স্ট্রবেরি চাষকারী বিপুল সংখ্যক কৃষক জড়ো হবেন ৷এছাড়াও স্থানীয় জনগণ কৃষি-পর্যটন সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে।