Tag Archives: New Barrackpore

North 24 Parganas News: ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় টহল দিচ্ছে এই মহিলা বাহিনী, নজর নারী সুরক্ষায়

উত্তর ২৪ পরগনা: নারী সুরক্ষায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর সহ বিভিন্ন এলাকায় এদিন দেখা গেল কালো পোশাকের মহিলা পুলিশের বিশেষ বাহিনী উইনারস টিমের সদস্যদের টহল দিতে। মূলত মহিলাদেরদের সুরক্ষায় পাশাপাশি ইভটিজিং ও রোমিওদের হাত থেকে ছাত্রী, কলেজ পড়ুয়া সহ নারীদের সম্মান রক্ষার্থে বিশেষভাবে কাজ করে থাকে এই বাহিনী। রাজ্যে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য সেই সময়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এলাকার বিভিন্ন জায়গায় এই মহিলা উইনারস টিম নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘উৎসবে ফিরুন’, তারপরই মধ্যমগ্রামে যা ঘটল, অবাক করে দেবে!

এদিন নিউ ব্যারাকপুর এলাকার মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল ছাত্রীদের সঙ্গে পাশাপাশি এলাকার মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই বিশেষ মহিলা পুলিশ দলকে। মূলত কোন কোন এলাকায় কি ধরনের সমস্যার সম্মুখীন হন ছাত্রীরা বা মহিলারা, কোথাও তাদের কটুক্তি করা হয় কিনা, কখন কোন সময় তাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সে বিষয়ে খুটিনাটি তথ্য সংগ্রহ করেন মহিলা উইনারস টিম। বিষয়টি জেনে নিয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়েছে এই বিশেষ মহিলা পুলিশ দলের তরফে। ছাত্রী থেকে এলাকার মহিলাদের মধ্যে উইনারস টিমের সদস্যদের যোগাযোগ নম্বরও ছড়িয়ে দেওয়া হয়, যাতে কোনরকম সমস্যায় পড়লেই দ্রুত জানাতে পারেন মহিলারা।

আরও পড়ুন: লাদাখের দুর্গম শৃঙ্গ জয় করে ‘জাস্টিস’-র জন্য আওয়াজ তুললেন পর্বতারোহীরা, দেখুন ছবিতে

জানা যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে এলাকার বিভিন্ন জায়গায় এভাবেই নজরদারি চালাচ্ছে উইনার টিম। দুই চাকায় ভর করে পৌঁছে যাচ্ছেন এ প্রান্ত থেকে সে প্রান্তে। এদিন উইনারস বাহিনীকে এভাবে রাস্তায় ও স্কুলে গিয়ে সুরক্ষার আশ্বাস দিতে দেখে খুশি ছাত্রী থেকে এলাকার মহিলারাও। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। উইনারস টিমের এমন নজরদাড়ির ফলে পথ চলতে অনেকটাই মনোবল বাড়বে মহিলাদের বলেও জানালেন অনেকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy

North 24 Parganas News: হাতে নেই কাজ, নিজের শহরকে চেনাতে বড় উদ্যোগ! সাইকেলে কেদারনাথ ভ্রমণ টোটো চালকের! কুর্নিশ সকলের

উত্তর ২৪ পরগনা: নিজের শহরকে চেনাতে, পাশাপাশি পরিবেশ রক্ষা, পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে নব ব্যারাকপুর থেকে সাইকেলে কেদারনাথ যাত্রা কর্মহীন টোটো চালকের। ছোট্ট শহর নব ব্যারাকপুরের নাম অনেকের কাছেই অজানা। তাই নিজের এলাকার নাম দেশবাসী জানুক, এই জেদ নিয়ে নব ব্যারাকপুর থেকে সাইকেলে প্যাডেল করেই দুর্গম পথ কেদারনাথের উদ্দেশে যাত্রা শুরু করলেন কর্মহীন টোটো চালক প্রতীক রক্ষিত।

পূর্বে ইন্টারনেট সংযোগের টেকনিশিয়ান হিসেবে কাজ করলেও, পরবর্তীতে টোটো চালক হিসেবেই সকলে চেনেন প্রতীককে। তবে বর্তমানে নানা সমস্যার সম্মুখীন হয়ে বিক্রি করতে হয় সেই টোটোও। এখন তাই বেকার জীবন কাটছে প্রতীকের। এই পরিস্থিতিতে, নব ব্যারাকপুর থেকে প্রথম কোনও ব্যক্তি সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা করছেন। পূর্বে ১২৫ সিসির বাইক নিয়ে লাদাখ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবার প্রায় ১৬০০ কিলোমিটার পথ পেরিয়ে, দেবাদিদেবের এই ধাম জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন নব ব্যারাকপুরের প্রতীক রক্ষিত। এই যাত্রায় তার সময় লাগবে প্রায় ৩০ থেকে ৩৫ দিন।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখান্ড হয়ে গন্তব্যে পৌঁছানোর রুট ম্যাপ স্থির করেছেন কর্মহীন টোটো চালক প্রতীক। বর্তমানে নব ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। এদিন সকালে কৃষ্টি অডিটোরিয়ামের সামনে থেকে শুরু করলেন তার যাত্রা। তবে কেন এমন উদ্যোগ তার! তা নিয়ে কথা বলতেই জানা গেল, কাউকে নব ব্যারাকপুর বললে সে ঠিকমতো চিনতে পারে না।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

তখন কলকাতার কাছে-সহ নানা স্থানের কথা বলে চেনাতে হয়। এইখান থেকেই প্রতীকের আপত্তির শুরু। জেদ চেপে বসে কেন নব ব্যারাকপুর শহরকে চেনাতে গেলে কলকাতার পরিচয় দিয়ে চেনাতে হবে! তাই কোন প্রশাসনিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, নিজের শহরকে চেনাতেই সাইকেলে প্যাডেল করে দুর্গম পথ পাড়ি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা প্রতীকের।

পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের নিউ ব্যারাকপুর শহরের কথা তুলে ধরে পরিচিত করাবেন এই সাইকেলে কেদারনাথ ভ্রমণকারী। সাইকেলে বেঁধে নিয়েছেন টেন্ট, প্রয়োজনে রাস্তার ধারেই কাটাবেন রাত। তার এই যাত্রার কথা শুনে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় নিউ ব্যারাকপুর থানা-সহ পৌরসভা ও জনপ্রতিনিধিরা। পাশাপাশি বেশ কিছু বাইক রাইডার সংস্থার সাহায্যেও মিলছে প্রতীকের এই সাইকেলে কেদারনাথ যাত্রার পথে, বলেই জানান তিনি। কিন্তু জেদ একটাই ‘আমার শহর নিউ ব্যারাকপুর’ কে চিনুক সকলে। প্রতীকের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নিউ ব্যারাকপুরবাসীরাও।

Rudra Narayan Roy

North 24 Parganas News: পুকুর সংস্কারেই জমা জল মুক্ত হবে নিউ বারাকপুরের এলাকা

উত্তর ২৪ পরগনা: একটু বৃষ্টিতেই জমছে জল, নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে নোংরা জল ঘিরে ধরছে গোটা এলাকাকে। ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে সোদপুর রোড। ফলে অনেকাংশেই উঁচু হয়ে গিয়েছে রাস্তা। যার জেরে বেজায় সমস্যায় পড়েছেন নিউ ব্যারাকপুর এলাকার মানুষজন। আর তাই নিকাশি ব্যবস্থা সহ বিগত বাইশ বছরের বাম আমল থেকে নোংরা আবর্জনায়, আয়তনে ছোট হয়ে যাওয়া এলাকার একমাত্র পুকুর সংস্কারের সিদ্ধান্ত নিল পুরসভা। প্রশাসনের উদ্যোগে নতুন ভাবে জেসিপি দিয়ে খনন করে নোংরা আর্বজনা, মাটি, জঞ্জাল তুলে ফেলে সংস্কার করে এলাকার মানুষের পুনরায় ব্যবহার যোগ্য করে তোলার কাজ শুরু হল। আর এতেই যেন খুশি নিউ ব্যারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা নজরুল সরণি এলাকার মানুষজন।

আরও পড়ুন:  কবে বদলাবে হাবরার যানজটের চেনা ছবি! জাতীয় সড়কের পাশেই চলছে এইসব

জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে পাশাপাশি পুকুর ও জলাশয় ভরাটের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী করা নির্দেশ জারি করেছেন। চরম হুশিয়ারি দিয়েছেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যান সহ দলের নেতা ও পুলিশ প্রশাসনকে। এই পরিস্থিতিতে নিউ ব্যারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলাশয় বলতে একমাত্র এই পুকুরেই নাম থেকে শুরু করে নানা কাজ করা হলেও, দিন দিন তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছিল বলেই জানাচ্ছেন স্থানীয়রা। প্রখর গরমের কারণে অনেকাংশেই শুকিয়ে গিয়েছিল এটি। শক্ত মাটি হয়ে যাওয়ার কারণে অনেকেই এখানে নোংরা আবর্জনা ফেলছিলেন। যার থেকে ছড়াচ্ছিল দূষিত দুর্গন্ধ। সেই সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী পুকুরের কিছু অংশ ভরাট করে অবৈধ নির্মাণেরও চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। থানা এবং স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়।

আরও পড়ুন: ছেলে ধরা সন্দেহে গণধোলাই নয়, উল্টো ছবি বসিরহাটে

বিষয়টি নিয়ে সরব হন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়গোপাল ভট্টাচার্য। এরপরই নড়ে চড়ে বসে পুরসভা। ইঞ্জিনিয়ার ও স্যানিটারি ইন্সপেক্টর গিয়ে সরেজমিনে জলাশয় নিয়ে করা অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেন পুর প্রধানের কাছে। এরপরই, পৌর প্রধান প্রবীর সাহা নির্দেশে পুকুর সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতর ও গ্রীন সিটি মিশন প্রকল্পের অর্থানুকূল্যে পুকুরের সৌন্দর্যায়নও করা হবে। বিশ্ব উষ্ণায়ন রোধে, ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনবসতিপূর্ণ নিউ ব্যারাকপুর পুরসভার এই ওয়ার্ডের একমাত্র জলাশয় পুনরায় সংস্কার হতেই খুশি এলাকাবাসীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy

North 24 Parganas News: পুলিশ ভ্যানেই প্রচার এলাকায়, সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ

উত্তর ২৪ পরগনা: প্রতিমুহূর্তে রাজ্যের নানা প্রান্তে বেড়ে চলেছে সাইবার প্রতারণা। উত্তর ২৪ পরগনা জেলারও নানা প্রান্তে প্রতিদিন সাইবার ক্রাইমের অপরাধ দায়ের হচ্ছে স্থানীয় থানা গুলিতে। সে ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানকে বাড়তি চাপ সামলাতে হচ্ছিল এতদিন যাবত। তবে এবার, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ঘোলার পর নিউ ব্যারাকপুর থানায় চালু করল সাইবার ক্রাইম অপরাধের বিশেষ ডেস্ক।

আরও পড়ুন:  বেঘোরে প্রাণ গেল একজনের ,আহত আরও দুই! মহিলাদের দাবি অবিলম্বে বন্ধ হোক এই কারখানা! 

ব্যারাকপুর কমিশনারেট এলাকার সব থানাতেই মিলবে এই বিশেষ সুবিধা। এবার সাইবার প্রতারিতদের সাহায্যে খোলা হল “সাইবার বন্ধু”।ডিজিটাল যুগে কেউ প্রতারিত হচ্ছেন ব্যঙ্কে কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাইবার বন্ধু। এদিন নিউ বারাকপুর থানায় চালু হল সাইবার বন্ধু প্রকল্প।

আরও পড়ুন: দু’লাখ টাকার অপারেশন হয়ে গেল সম্পূর্ণ বিনামূল্যে! দুর্গাপুর ইএসআই হাসপাতালের বড় সাফল্য

ফিতে কেটে সাইবার বন্ধু প্রকল্পের শুভ উদ্বোধন করেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, নিউ বারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ থানার এসআই সমীরণ দাস, অর্নব মিস্ত্রি সহ বিভিন্ন আধিকারিকরা। পাশাপাশি থানায় সর্বসাধারনের জন্য বিশুদ্ধ পানীয় জলের মেশিন ও চালু করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া আটটি মোবাইল ফোন ও দুই ব্যক্তির টাকা তুলে দেওয়া হয় এদিন। টাকা ও মোবাইল ফেরত পেয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান উপকৃত ব্যক্তিরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যেই এই সাইবার বন্ধু বিষয়ে এলাকার মানুষকে জানাতে মাইকিং প্রচারও শুরু করেছে প্রশাসন।

Rudra Narayan Roy

North 24 Parganas News: জল কষ্ট মেটাতে রাতে অতিরিক্ত সময়ে মিলবে পরিষেবা, নিউ ব্যারাকপুর পুরসভার বিশেষ উদ্যোগ

উত্তর ২৪ পরগনা: গরমের বেশ কিছুটা সময় আগে থেকেই নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জলের চরম সংকটের ছবি উঠে এসেছিল। অবশেষে গরম পড়তেই বিস্তীর্ণ এলাকার মানুষদের এই পানীয় জলের সমস্যা থেকে উদ্ধার করতে, সন্ধ্যায় আরও অতিরিক্ত এক ঘন্টা পানীয় জল পরিষেবা দেওয়ার ঘোষণা করা হল নিউ বারাকপুর পুরসভার তরফে। পুরসভার এমন সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই খুশি এলাকাবাসীরা।

আরও পড়ুন: তীব্র দাবদাহে ঘরে-ঘরে হিট-স্ট্রোকে আক্রান্ত হচ্ছে শিশুরা, কীভাবে সুস্থ রাখবেন সন্তানকে?

ইতিমধ্যেই তাপমাত্রার পারদ চড়েছে অনেকটা, আবহাওয়া দফতরের তরফ থেকেও সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহ নিয়ে। না না জায়গায় জলের স্তর কমে যাওয়ায় হাহাকার শুরু হয়েছে জল নিয়ে। সামনে লোকসভা নির্বাচন থাকলেও, ভোটের কথা চিন্তা করে নয়, মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই অতিরিক্ত সময়ে জল পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউ বারাকপুর পুরসভার তরফে বলেই জানা গিয়েছে। এদিন থেকে এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজনও। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অতিরিক্ত জল পরিষেবা মিলছে নিউ ব্যারাকপুরবাসীদের। প্রতিবছর গরমের সময় এই বিষয়টি মাথায় রাখা হয়, এবছরও তাই এলাকার মানুষকে জল কষ্ট থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরপ্রধান প্রবীর সাহা।

আরও পড়ুন:   লাল পিঁপড়ের ডিম ভাতের যোগান দিচ্ছে ওঁদের! আমলাশোলের অন্ধকার ঘুচিয়ে নতুন পথের দিশা

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এমনিতে সারাদিনে তিন বার জল পাওয়া যায়। সকালে তিন ঘণ্টা, দুপুরে দু’ঘণ্টা এবং বিকেলে এক ঘণ্টা। এবার রাতে আরও এক ঘণ্টা বিশুদ্ধ পানীয় জল সরবরাহ পরিষেবা চালু হওয়ায় বাড়তি সুবিধা মিলবে বলেই দাবি এলাকার মানুষদের। ফলে জল কষ্ট অনেকটাই কমবে বলে আশা, এই সিদ্ধান্তের জন্য পুর কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। জল কষ্টের বিষয়টি নিয়ে নিউ বারাকপুর পুরসভার বোর্ড মিটিং এ আগেই সিদ্ধান্ত হয়। সেই মত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই মিলছে এই পরিষেবা বলে পুরসভার ১২নং ওয়ার্ডের পুর প্রতিনিধি সুদীপ ঘোষ জানান।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামী দিনে নিউ ব্যারাকপুরের পাশাপাশি মধ্যমগ্রাম বারাসাত পৌর এলাকাতেও অতিরিক্ত সময় জল সরবরাহ করা হয় কিনা এখন সেই দিকেই তাকিয়ে ওই এলাকার বাসিন্দারা।

Rudra Narayan Roy