বিএসএফ বিশ্ব পরিবেশ দিবস পালন

World Environment Day: বিশ্ব পরিবেশ দিবসে এগিয়ে এল বিএসএফ

নদিয়া: বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল। এই উপলক্ষে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত কাদিপুর বিওপিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষজন। পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে সেই পরিস্থিতিতে বিএসএফের বিশ্ব পরিবেশ দিবস পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে I

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন প্রায় ৫০০ থেকে ৬০০ চারা গাছ সাধারণ মানুষকে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। পাশাপাশি কাদিপুর বিওপির সীমান্তে চারাগাছ রোপন করা হয়। এদিন সকাল থেকেই বিএসএফের আধিকারিক থেকে শুরু করে সৈনিকরা উপস্থিত ছিলেনI প্রায় ৫০ থেকে ৬০ জন বিএসএফের আধিকারিক সহ সৈনিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানেI পাশাপাশি এলাকার মহিলা থেকে শুরু করে বাচ্চারাও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হন।

আর‌ও পড়ুন: এবার আওয়াজ তুলল যুবসমাজ, বিশ্ব পরিবেশ দিবসে সামনে এল তাদের দাবি

বাচ্চারা চারা গাছ রোপণ করে খুব খুশি হয়েছে। এই অনুষ্ঠান সকাল ১১ টা থেকে শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত চলে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছেI

মৈনাক দেবনাথ