হাতে জাতীয় পতাকা নিয়ে কাশ্মীরের উদ্দেশে যুবক

Nadia News: ট্রেনে কিংবা প্লেনে নয়, দৌড়েই নদিয়া থেকে কাশ্মীর পাড়ি ফুলিয়ার যুবকের

ফুলিয়া: মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ২৫০০ কিলোমিটার দৌড় নদিয়ার শান্তিপুর ফুলিয়ার ২৫ বছর বয়সী মাহিতোষ ঘোষের, দেবেন গাছ লাগানোর সামাজিক বার্তা। মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা সত্যিই অভাবনীয়। তবে তার প্রশিক্ষক এবং যেখানের প্রাকটিস করে সেই মাঠের সমস্ত সদস্য দের আর্থিক সহযোগিতা নিয়ে আজ রাম মন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশে পারি দিল মাহিতোষ।

আরও পড়ুন: নাটক প্রতিযোগিতায় চমক শান্তিপুরের দুই স্কুলের

দৌড়োতে যাওয়ার আগে মাহিতোষ জানান,এম এ পাস করেছে, খুব কষ্টের মধ্যে। খুব ছোট বয়স থেকেই হাঁপানি(এজমা) রোগে আক্রান্ত হয় মাহিতোষ। তারপর থেকে মাঠে দৌড়ানো অভ্যাস শুরু করে। এরপর বিভিন্ন রকম ভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকেই তার রোজগার।

আরও পড়ুন: সেন থেকে পাঠান বংশ…ইতিহাসের গন্ধমাখা এই রাজবাড়িতে ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

নদিয়ার ফুলিয়ার নিজের বাড়ি থেকে বেরিয়ে ফুলিয়ার নিজের বিদ্যালয় অর্থাৎ শিক্ষানিকেতনের মাঠ থেকে কালনা, হয়ে বর্ধমান এর উপর দিয়ে ঝাড়খন্ড। বিহার,উত্তর প্রদেশ,দিল্লি হয়ে লক্ষ্যের গন্তব্য কাশ্মীর। প্রায় ৪৮ দিনের পথ চলায় তাঁর সঙ্গে থাকবে তিনটি সাইকেল এবং সহযোগী তিনজন।প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করবে। রাস্তাতে তাবু খাটিয়ে বিশ্রাম করা হবে।  খাবার সঙ্গে নিয়ে যাওয়া হবে ব্যাগে করে।এত দূরের যে খরচ তার জন্য বহন করে তার মাঠের হাজির হন শুভাকাঙ্ক্ষীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath