Tag Archives: মৃত্যু

Accident death: মেলা থেকে ফেরার পথে গাড়ির ধাক্কা! অর্ধেক হয়ে গেল স্কুটি, মৃত দুই তরুণী, দেখুন শিউরে ওঠার মতো ভিডিও

ভোপাল: গণেশপুজো উপলক্ষে মেলা বসেছিল, সেই মেলাতেই ঘুরতে গিয়েছিলেন দুই তরুণী। কিন্তু মেলা দেখে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা একটি বিএমডব্লিউ-র ধাক্কায় বেঘোরে প্রাণ গেল দুই তরুণী।

রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। মৃত দুই মহিলার নাম দীক্ষা জাদন এবং লক্ষ্মী তোমর, দুজনের বয়সই ২৫-এর কাছাকাছি। অভিযোগ ঘাতক গাড়িটি প্রচণ্ড গতিতে বেপরোয়া ভাবে চলছিল এবং ভুল দিক দিয়ে যাচ্ছিল, যার ফলে মুখোমুখি ধাক্কা লাগে স্কুটির সঙ্গে।

আরও পড়ুন: কী মর্মান্তিক! আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের

দুর্ঘটনার অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে স্কুটিটি দুই ভাগ হয়ে যায়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ছিটকে যান দুই তরুণী। দুজনকে উদ্ধার করে হসপাতালে পাটানো হলেও তাঁদের বাঁচানো যায়নি। ঘটনার পরেই ভাইরাল হয়েছে গাড়িটির স্কুটিতে ধাক্কা মারার ভয়ঙ্কর ভিডিও। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস! রাজ্যের চার জেলাকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটির চালক তখন পালিয়ে গেলেও পুলিশল তার খোঁজ শুরু করে। পরে গজেন্দ্র প্রতাপ সিং নামের ২৮ বছর বয়সি, গাড়িটির চালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Murshidabad news: কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জে

মুর্শিদাবাদ: কলেজ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে। সামশেরগঞ্জ থানার মধ্য চাচন্ড গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সোহেল রানা (১৯)। জঙ্গিপুরের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যু হয়। পরিবারের দাবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সোহেলের। মধ্য চাচন্ড গ্রামে আরও ৬ জন ডেঙ্গু আক্রান্ত। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন-সহ ডেঙ্গু নিয়ন্ত্রনে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।

আরও পড়ুন: জানতেন ওজন বেশি! ভয়ে ছিলেন ভিনেশ, সারা রাত যা যা করলেন, ভাবতে পারবেন না…

বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন সামশেরগঞ্জ থানার মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সোহেল রানা। অরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে প্রথমে সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাকে রেফার করা হয়। কিন্তু শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে মেডিক্যাল কলেজে নিয়ে আসার মত অবস্থায় ছিল না ছাত্রটি।

আরও পড়ুন: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও

পরিবারের সদস্যরা ওমরপুর তালাইমোড়ের ত্রুটি বেসরকারি নার্সিংহোমের আইসিসিইউ-তে ভর্তি করেন। সেখানেই মঙ্গবার রাতে মৃত্যু হয় সোহেলের। সোহেলের মৃত্যুতে শোকের ছায়া পরিবার-সহ গোটা এলাকায়। মৃত ছাত্রের বাবা হাবিবুল্লা শেখ বলেন, “৫ দিন ধরে জ্বর না কমায় ছেলের রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করলে কোনও ওষুধই নিতে পারেনি। সেখানেই মৃত্যু হয়”। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল বলেন, “মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েই মৃত্যু হয়েছে। তবে ডেঙ্গুর কারনেই মৃত্য কিনা তা এখনই বলা যাবে না। আমরা সমস্ত পরীক্ষার কাগজপত্র তদন্ত করে দেখছি।”