ফেঁসকি কালী পুজো 

400 Years Old Feski Kali Puja: ৪০০ বছরের পুরনো ফেঁসকি মাতার পুজো, একসময় ঢল নামত ওপার বাংলার মানুষের

দক্ষিণ দিনাজপুর: এলাকাজুড়ে একটা সময় কলেরা, ডায়রিয়া সহ একাধিক মহামারীর হাত থেকে বাঁচার জন্য এলাকার পূর্ব পুরুষেরা ফেঁসকি কালী মাতার পুজো শুরু করেন। এমনকি অবিভক্ত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এই মায়ের পুজো দিতে প্রচুর ভক্তের সমাগম হত। পরবর্তী সময়ে এই পুজোকে কেন্দ্র করে মেলা শুরু হয়। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকায় আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই ফেঁসকি পুজো ৪০০ বছরের প্রাচীন। এবারেও এই পুজো উপলক্ষে মেলা বসেছে।

এই প্রাচীন পুজো কবে থেকে শুরু তার সঠিক সময়কাল বলতে পারেন না কেউ। তবে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। বালুরঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া শিবরামপুর গ্রামের মন্দিরে রবিবার রাতে মায়ের পুজো দিয়ে শুরু হয় মেলা।

আরও পড়ুন: বাড়ি ফেরাই কাল হল পরিযায়ী শ্রমিকের, মামারবাড়ি যাওয়ার সময় দুর্ঘটনায় তরুণের মৃত্যু

স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গিয়েছে, এলাকার যে সমস্ত মানুষ বাইরে থাকেন বিভিন্ন কাজের কারণে, তাঁরা এই মেলাকে কেন্দ্র করে প্রতিবছরই নিজের বাড়িতে আসেন। ফেঁসকি মাতার পুজো ও মেলায় যোগ দিতে রবিবার সকাল থেকেই ভিড় শুরু হয়েছে মেলা প্রাঙ্গণে। কদমা, খাজা-বাতাসার ঢল নামে মন্দিরে। শুধুমাত্র ফেঁসকি কালী মাতাই নয়, কালী মায়ের অন্য রূপের পাশাপাশি বুড়ো বাবার পুজো হয় মন্দির প্রাঙ্গনে। পুজোর পাশাপাশি চলে প্রসাদ বিতরণ।

একসময় ওপার বাংলা থেকেও হাজার হাজার দর্শনার্থী এই পুজো উপলক্ষে এপারে আসতেন। তবে সেই সব এখন অতীত। বর্তমানে বাংলাদেশের ভক্তগণ আসতে পারে না ঠিকই, কিন্তু তারকাটার ওপার থেকে বহু বাংলাদেশী সাধারণ মানুষরা এই মেলা উপভোগ করে থাকেন।

সুস্মিতা গোস্বামী