কুমারী মেয়ের মাথায় পুজোর অধিবাসের কুলো

500 Years Old Chaitra Kali Puja: ৫০০ বছরের প্রাচীন এই পুজো শুরুর আগে ওড়ানো হয় নিশান

নদিয়া: হরিপুর দাসপাড়ার চৈত্র কালীপুজোর ইতিহাস অতি প্রাচীন। আনুমানিক ৫০০ বছরেরও বেশি। এটি শান্তিপুরের সবথেকে প্রাচীনতম পুজোগুলোর মধ্যে একটি। এই পুজোর রয়েছে বেশ কিছু বিশেষত্ব। পুজোর এক মাস আগে মা কালীর নামে করা হয় বিশেষ পালনি। পাড়ার যত মহিলা আছেন তাঁরা যে যেখানেই থাকুক না কেন ওই সময় এখানে এসে উপোস করেন। এরপরে চিরে, খই, মুড়ি খেয়ে উপোবাস ভাঙেন। মন্দিরের পাশেই বাঁশের মাথায় লাল কাপড় দিয়ে একটি নিশান পোঁতা হয়। সেই নিশানটি একমাস রেখে দেওয়া হয়। পুজোর শেষে যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় সেই সময় ওই নিশানটি খোলা হয়।

আর‌ও পড়ুন: কুমোরের চাকা ছাড়াই বাড়িতে সহজে তৈরি করুন মালসা, হবে উপরি রোজগার

এই অতি প্রাচীন কালীপুজোর অন্যতম ঐতিহ্য হল অধিবাস। প্রত্যেক বছরে চৈত্র মাসে করা হয় এই চৈত্র কালীপুজো। তার আগে সোমবারে হয় অধিবাস। সেই অধিবাস নিয়ে পরিক্রমা করা হয় সারা হরিপুর এলাকা জুড়ে। অধিবাসের কুলোটি দেওয়া হয় একটি অবিবাহিত মেয়ের মাথায়।

এখানে মা কালীর পুজোর আগে করা হয় মনসা পুজো। মনসা পুজো সম্পন্ন হলে রাত বারোটা থেকে শুরু হয় কালীপুজো। চলে একেবারে ভোর পর্যন্ত। মন্দিরটি অনেক প্রাচীন হওয়ার কারণে সেটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে। সারা হরিপুর অঞ্চলজুড়ে এই পুজো নিয়ে থাকে মানুষের মধ্যে ভক্তি এবং উচ্ছ্বাস। দূর দূরান্ত থেকে বহু মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে।

মৈনাক দেবনাথ