ভোটের প্রচারে দেওয়াল জুড়ে কার্টুন ছড়া

Lok Sabha Election 2024: উল্টোদিকে ঘুরছে চাকা, ফ্লেক্স-ব্যানার ফেলে কার্টুন-ছড়ায় ভরছে এই কেন্দ্রের দেওয়াল

হাওড়া: ফিরে আসছে পুরনো দিন। ভোট প্রচারে আর‌ও কার্টুন, ছড়ার দাপট। হাওড়ায় এবার যেন প্রচার বদলের হাওয়া। শাসক-বিরোধী সব পক্ষই কার্টুন ও ছড়ায় একে অপরকে বিঁধছে। বাস্তবের দেওয়ালের পাশাপাশি ভোটের কার্টুন ও ছড়ায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল।

ভোট মানেই দেওয়াল লিখন। বাংলার নির্বাচনের এটাই চিরাচরিত ছবি। তবে গত কয়েকটি নির্বাচন থেকেই দেওয়াল লিখনের থেকেও গুরুত্ব বেড়েছে ফ্লেক্স, ব্যানারের। এবারে তো দেওয়াল লিখন অনেকটাই পিছনে চলে গিয়েছে। বদলে সর্বত্রই যেন ফ্লেক্স, ব্যানারের দাপট। সেখানে কিছুটা উল্টো পথে হাঁটছে হাওড়া। ভোটের প্রচারের হাওয়া এখানে কার্টুনের হাত ধরে সরগরম।

আর‌ও পড়ুন: ব্রাইডাল মেকআপ শিখে ভাল আয়ের হাতছানি! কীভাবে শিখবেন দেখুন

হাওড়ায় কার্টুন ও ছড়ায় ভোরে ওঠা দেওয়ালে কোথাও বিজেপি-তৃণমূলের সমলোচনা, তো কোথাও আবার সিপিএম-এর হয়ে ফলাও করে লেখা আছে। ছন্দে লেখা ছড়াগুলো পড়ে বা মজাদার কার্টুন দেখে মজাও পাচ্ছেন ভোটাররা। পাশাপাশি এই প্রচারের প্রথাকে সুস্থ সংস্কৃতির ইঙ্গিতবাহী বলে মনে করছে আমজনতা।

রাকেশ মাইতি