ভোটযুদ্ধের প্রস্তুতি শুরু! স্লিপিং ম্যাট থেকে ইভিএম! ‘অস্ত্রশস্ত্র’ গুছিয়ে বুথে রওনা ভোট কর্মীদের

Lok Sabha Election 2024: ভোটযুদ্ধের প্রস্তুতি শুরু! স্লিপিং ম্যাট থেকে ইভিএম! ‘অস্ত্রশস্ত্র’ গুছিয়ে বুথে রওনা ভোট কর্মীদের

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সকাল থেকে শুরু ভোট প্রস্তুতি। ইতিমধ্যেই ভোট কর্মীরা তাদের ভোট সরঞ্জাম সংগ্রহ করছে ডিসিআরসি থেকে।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সকাল থেকে শুরু ভোট প্রস্তুতি। ইতিমধ্যেই  ভোট কর্মীরা তাদের ভোট সরঞ্জাম সংগ্রহ করছেন ডিসিআরসি থেকে।
ভোট কর্মীরা বুথে যাওয়ার আগে জলপাইগুড়ির ডিসিআরসি থেকে ভোট সরঞ্জাম সংগ্রহ করে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন। শান্তিপূর্ণভাবে যাতে ভোট সম্পন্ন হয়, তার জন্য প্রস্তুত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
ভোট কর্মীরা বুথে যাওয়ার আগে জলপাইগুড়ির ডিসিআরসি থেকে ভোট সরঞ্জাম সংগ্রহ করে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন। শান্তিপূর্ণভাবে যাতে ভোট সম্পন্ন হয়, তার জন্য প্রস্তুত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভার ৭ টি বিধানসভার মধ্যে ৫ টি বিধানসভার D C R C তৈরী করা হয়েছে। বাকি ২টি বিধানসভার D C R C মালবাজারে করা হয়েছে।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভার ৭ টি বিধানসভার মধ্যে ৫ টি বিধানসভার D C R C তৈরী করা হয়েছে। বাকি ২টি বিধানসভার D C R C মালবাজারে করা হয়েছে।
মাল পরিমল মিত্র মহাবিদ্যালয় ডিসিআরসিতে ভোট কর্মীদের ব্যস্ততা তুঙ্গে।
মাল পরিমল মিত্র মহাবিদ্যালয় ডিসিআরসিতে ভোট কর্মীদের ব্যস্ততা তুঙ্গে।
প্রথম দফার নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন।স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথ গুলোকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই।
প্রথম দফার নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন।স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথ গুলোকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই।
তীব্র গরমকে উপেক্ষা করেই সরগরম জলপাইগুড়ির লোকসভা ভোটের প্রস্তুতি । বুথের উদ্দেশে রওনা হচ্ছেন ভোট কর্মীরা।
তীব্র গরমকে উপেক্ষা করেই সরগরম জলপাইগুড়ির লোকসভা ভোটের প্রস্তুতি । বুথের উদ্দেশে রওনা হচ্ছেন ভোট কর্মীরা।