ক্যান্সার প্রতিরোধী করোসল গাছের দেখা মিলল বসিরহাটে

Corossol Tree Benefits: চিনে নিন এই গাছ ও ফল! ক্যানসারের মহা-ওষুধ! কোথায় পাবেন? জানুন

বসিরহাট:  ক্যানসার প্রতিরোধী করোসল গাছের দেখা মিলল বসিরহাটে। ক্যানসার একটি মারণব্যাধি রোগ। মরণব্যাধি রোগের প্রতিষেধক গাছ করোসল গাছের দেখা মিলল বসিরহাটের হাসনাবাদের পাটলি খানপুরের ইমন নার্সারিতে। বাজারে ভাল চাহিদা থাকায় এই গাছ চাষ করে মোটা মুনাফা করতে বাণিজ্যিকভাবেও চাষ করা যেতে পারে এই গাছের।

করোসল অ্যানোনা মিউরিকাটা গোত্রের একটি গাছ। ক্যানসার প্রতিষেধক হিসেবে এই গাছের ফল বিশেষজ্ঞদের বহুবিদ মতামত পাওয়া যায়। অনেক দেশেই এ ফলটি ক্যানসার প্রতিরোধক ফল হিসেবে পরিচিত। এই গাছের ফল যা অনেক ক্ষেত্রেই কেমোথেরাপির কাজ করে থাকে।

আরও পড়ুন:  খালি পেটে কাঁচা লঙ্কা ভেজানো জল খেলে কী হয়? ঝাল লাগবে না একটুও! যা ঘটবে জানলে চমকে যাবেন

করোসল গাছের বিশেষ যৌগ ক্যানসারের কোষের বৃদ্ধি রুখে দেয়, যার ফলে ক্যানসার কোষ আর বাড়তে পারে না। হাসনাবাদের পাটলিখানপুরের যুবক লিটন মিস্ত্রি নার্সারিতে গাছের সংগ্রহ রেখেছেন। শুধু গাছ সংগ্রহ নয়, সেই গাছ থেকে চারাগাছ তৈরি করছেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের প্রত্যন্ত এলাকায় বহু মূল্যবান এই গাছ বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন।

জুলফিকার মোল্যা