Masland Madur: মসলন্দ মাদুরের নাম শুনেছেন? শিল্পীর প্রতিভা দেখলে চমকে যাবেন

মাদুর আমরা বসা কিংবা শোয়ার জন্য ব্যবহার করি। কিন্তু সেই মাদুরে শৈল্পিক নিপুণতা ফুটে ওঠে, তৈরি হয় মসলন্দ মাদুর। আর এই মাদুর বানিয়ে মিলেছে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান।
মাদুর আমরা বসা কিংবা শোয়ার জন্য ব্যবহার করি। কিন্তু সেই মাদুরে শৈল্পিক নিপুণতা ফুটে ওঠে, তৈরি হয় মসলন্দ মাদুর। আর এই মাদুর বানিয়ে মিলেছে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান।
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত ব্লক সবং। নাম না জানা এক গ্রাম সারতা। সেই গ্রামের এক গৃহবধূ পুষ্পরানি জানা বছর চল্লিশ আগে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। তাঁর হাতের জাদু এবং শৈল্পিক নিপুণতা এনেছে এই বিশেষ সম্মান।
পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত ব্লক সবং। নাম না জানা এক গ্রাম সারতা। সেই গ্রামের এক গৃহবধূ পুষ্পরানি জানা বছর চল্লিশ আগে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। তাঁর হাতের জাদু এবং শৈল্পিক নিপুণতা এনেছে এই বিশেষ সম্মান।
মসলন্দ মাদুর বুনে পেয়েছেন এই স্বীকৃতি। ১৯৮০ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির হাত থেকে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার।
মসলন্দ মাদুর বুনে পেয়েছেন এই স্বীকৃতি। ১৯৮০ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির হাত থেকে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার।
মাদুর কাঠিকে সুক্ষ্মভাবে বুনে নানান ছবি, বিভিন্ন চিত্রকে ফুটিয়ে তোলা হয়। একদিকে যেমন হালকা তেমনই দেখতে বেশ হয় এই মাদুর।
মাদুর কাঠিকে সুক্ষ্মভাবে বুনে নানান ছবি, বিভিন্ন চিত্রকে ফুটিয়ে তোলা হয়। একদিকে যেমন হালকা তেমনই দেখতে বেশ হয় এই মাদুর।
দশটি হাত না থাকলেও হাতের দশ আঙুল যেন কথা বলত। পুষ্পরানি'র হাতে বোনা মাদুর আজ গোটা বিশ্বে সমাদৃত। মসলন্দ মাদুর এনে দিয়েছে রাষ্ট্রপতি পুরস্কার।
দশটি হাত না থাকলেও হাতের দশ আঙুল যেন কথা বলত। পুষ্পরানি’র হাতে বোনা মাদুর আজ গোটা বিশ্বে সমাদৃত। মসলন্দ মাদুর এনে দিয়েছে রাষ্ট্রপতি পুরস্কার।
মাদুর অনেকেই বোনে, তবে মসলন্দ মাদুর বেশ দারুণ। একদিকে যেমন দেখতে সুন্দর তেমনই শৈল্পিক নিপুণতাও বেশ।
মাদুর অনেকেই বোনে, তবে মসলন্দ মাদুর বেশ দারুণ। একদিকে যেমন দেখতে সুন্দর তেমনই শৈল্পিক নিপুণতাও বেশ।