বিধ্বংসী আগুন 

Fire Incident: ভোরবেলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই একের পর এক দোকান

পশ্চিম মেদিনীপুর: আগুন আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে ভস্মীভূত হচ্ছে দোকান, ঘর সহ বিভিন্ন জিনিস। এবার মেদিনীপুরেও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকার। ভোররাতে বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। চারিদিক ভরে যায় কালো ধোঁয়ায়। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি জেলাজুড়ে হলেও আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান ঘর। স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগায়, পরে অবশ্য দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার সকালে এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক লকগেটের কাছে। জানা গিয়েছে, ডেবরা ব্লকের বালিচক লকগেটের কাছে ভোরের দিকে তিনটি দোকানে আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন এলাকাবাসীরা। তবে আগুন লাগার কারণ নিয়ে সংশয় রয়েছে সকলের মধ্যে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া দেখে স্কুলের ছাদে ফলের বাগান, তারপর যা হল!

প্রসঙ্গত, লকগেট সংলগ্ন এলাকায় এদিন কয়েকটি দোকানে আগুন লাগে। ইলেকট্রিক জিনিসের দোকান সহ ভূষিমাল দোকান ও আরও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ঘণ্টা কয়েকের এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ওই দোকানগুলিতে থাকা সবকিছু। খবর যায় ডেবরা থানায়, ঘটনাস্থলে আসে পুলিশ। আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসীরাই বালতিতে জল এনে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।

শর্ট সার্কটের জেরেই এই অগ্নিকাণ্ড বলে দমকলের প্রাথমিক অনুমান। দমকলে খবর দেওয়া হলে দমকলকর্মীরা এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। শুক্রবার সকালের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় বালিচক লকগেট সংলগ্ন এলাকায়। তবে কীভাবে লাগল আগুন তার তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ।

রঞ্জন চন্দ